এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > বিজেপিতে বড়সড় ভাঙ্গনের জল্পনা ছড়ানো আসলে কি প্রশান্ত কিশোরের স্ট্র্যাটেজি? বাড়ছে জল্পনা!

বিজেপিতে বড়সড় ভাঙ্গনের জল্পনা ছড়ানো আসলে কি প্রশান্ত কিশোরের স্ট্র্যাটেজি? বাড়ছে জল্পনা!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – সম্প্রতি বেশকিছু দিন ধরে এই জল্পনা বিভিন্ন মহলে তৈরি হতে শুরু করেছে, যে বিজেপিতে ব্যাপক পরিমাণে ভাঙ্গন দেখা দেবে। মুকুল রায়ের সঙ্গে দিলীপ ঘোষের দ্বন্দ্ব থেকে শুরু করে বিজেপির অনেক সাংসদের বাবুল সুপ্রিয়র বাড়িতে মধ্যাহ্নভোজ এবং তারপরের বৈঠক বিজেপির গোষ্ঠী কোন্দল বলে দাবি করেছে নানা মহল। তবে বরাবরই বিজেপির তরফ থেকে এই সমস্ত দাবিকে নস্যাৎ করে দেয়া হয়েছে।

কিন্তু এবার বিজেপিকে কুপোকাত করতে তাদের ভাঙ্গনের বিষয়টি তুলে ধরে প্রশান্ত কিশোরের মস্তিষ্কপ্রসূত পরিকল্পনা নিয়ে তৃণমূল এই প্রচার করছে বলে অভিযোগ করতে শুরু করল ভারতীয় জনতা পার্টি। অনেকে বলছেন, লোকসভা নির্বাচনের পর প্রশান্ত কিশোর তৃণমূলের দায়িত্ব নিয়ে “দিদিকে বলো” থেকে শুরু করে “বাংলার গর্ব মমতা” বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে মানুষের কাছে তৃণমূলের জনপ্রতিনিধিদের পৌঁছে যাওয়ার বার্তা দিয়েছেন। স্বাভাবিক ভাবেই বিভিন্ন কর্মসূচির মাধ্যমে তৃণমূল কিছুটা হলেও নিজেদের হারিয়ে ফেলা ভোটব্যাংককে পুনরুদ্ধার করতে সচেষ্ট হয়েছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তাই এমতাবস্তায় বিধানসভা নির্বাচনের যখন আর কয়েক মাস বাকি, যখন বিজেপি নিজেদের মত করে প্রস্তুতি নিয়ে তৃণমূলকে অস্বস্তিতে ফেলতে উদ্যোগী, ঠিক তখনই প্রশান্ত কিশোরের তরফে এই সূক্ষ্ম পরিকল্পনা নেওয়া হচ্ছে বলে অভিযোগ করছে বিজেপির একাংশ। গেরুয়া শিবিরের অনেকের বক্তব্য, বিজেপিতে কোনরূপ দ্বন্দ্ব নেই। কিন্তু তৃণমূলের অনেকে বিজেপিতে দ্বন্দ্ব চলছে বলে দেখিয়ে গেরুয়া শিবিরে ভাঙন ধরাতে চাইছে। কিন্তু এতে লাভের লাভ কিছুই হবে না। তৃনমূল আগে নিজেদের ঘর সামলাক, তারপর বড় বড় কথা বলবে।

তবে বিজেপির এই অভিযোগ কতটা সত্যি, তা নিয়েও ধন্দে রয়েছে বিশেষজ্ঞরা। কিন্তু যদি বিজেপির এই যুক্তি যুক্তিসংগত হয়, তাহলে তৃণমূল যে আগামী বিধানসভা নির্বাচনের আগে বিজেপির প্রভাবে অনেকটাই চাপে পড়েছে এবং তার কারণেই এই সমস্ত প্রচার করছে, সেই বিষয়টি একপ্রকার নিশ্চিত হয়ে যাবে রাজনৈতিক মহলের কাছে। সব মিলিয়ে এখন বিজেপির দাবি অনুযায়ী সত্যি সত্যিই কি প্রশান্ত কিশোর এবং তৃণমূলের অনেকের পরিকল্পনা মত বিজেপিতে দ্বন্দ্ব চলছে বলে দেখানো হচ্ছে! সেই রহস্য উন্মোচনে ব্যস্ত থাকবে রাজনৈতিক মহল।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!