এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > “ইটের জবাব পাটকেলে দিতেই হবে” নাম না করে অনুব্রতকে কথা শোনালেন কাজল! কাঁটা গোষ্ঠীদ্বন্দ্ব!

“ইটের জবাব পাটকেলে দিতেই হবে” নাম না করে অনুব্রতকে কথা শোনালেন কাজল! কাঁটা গোষ্ঠীদ্বন্দ্ব!


 

 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- অনুব্রত মণ্ডল জেলে থাকার সময় বীরভূম জেলার রাজনীতিতে উত্থান ঘটে তার বিরোধী গোষ্ঠীর মুখ বলে পরিচিত কাজল শেখের। পরবর্তীতে অনুব্রত মণ্ডল জেল থেকে ফিরে এলেও, কাজল শেখের সঙ্গে তার সামনাসামনি সাক্ষাৎ নিয়ে চর্চা শুরু হয়। এমনকি একটি অনুষ্ঠানে সেই অনুব্রত মণ্ডলকে কাজল শেখ প্রণাম করায় দুজনের মধ্যে সম্পর্কের উন্নতি হচ্ছে বলেই মনে করেন একাংশ। তবে সাম্প্রতিককালে কি সেই কাজল শেখ এবং অনুব্রত মণ্ডলের মধ্যে আবার দূরত্ব তৈরি হলো? যার ফলে এবার নাম না করে অনুব্রত মণ্ডলকে তিনি যেভাবে প্রণাম করেছিলেন, তাতে তিনি মাথা নত করেননি বলেই কি বুঝিয়ে দিলেন কাজল শেখ?

সূত্রের খবর, এদিন বীরভূম জেলায় বিভিন্ন জায়গায় অশান্তির বিষয় নিয়ে কাজল শেখকে একটি প্রশ্ন করা হয়। আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে ইটের জবাবে পাটকেল ছোড়ার প্রসঙ্গ তুলে ধরেন তিনি। বীরভূম জেলা পরিষদের সভাধিপতি বলেন, “আমি কাউকে প্রণাম করেছি মানেই তার কাছে মাথা নত করেছি, এমনটা নয়। প্রণাম করা মানে সম্মান করা। এখন যদি তিনি সম্মান নিতে না পারেন, তাহলে তো আমাকে ইটের জবাবে পাটকেল দিতেই হবে।”

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!