এখন পড়ছেন
হোম > রাজ্য > মালদা-মুর্শিদাবাদ-বীরভূম > অনুব্রত গড়ে সরকারি ITI কলেজে ভরতির নামে টাকা চাওয়ায় গ্রেফতার দুই তৃণমূল ছাত্রনেতা

অনুব্রত গড়ে সরকারি ITI কলেজে ভরতির নামে টাকা চাওয়ায় গ্রেফতার দুই তৃণমূল ছাত্রনেতা


সম্প্রতি কলেজে ভর্তিপ্রক্রিয়া নিয়ে দুর্নীতি কান্ডের নজির মিলছে কোলকাতা সহ রাজ্যের কোনায় কোনায়। জয়পুরিয়া,আশুতোষ,আনন্দমোহন,নর্থ সিটি কলেজের মতো নামীদামী কলেজগুলোতে ভর্তির নামে অবাধে তোলাবাজি চালানো হচ্ছে। এর জেরে নাকানি চোবানি খেতে হচ্ছে শিক্ষার্থী সহ অভিভাবকদের।  দফায় দফায় অভিযোগ উঠছিলো তৃণমূল ছাত্র পরিষদের বিরুদ্ধে। পুলিশ প্রশাসন সক্রিয় হয়ে বেশ কয়েকজন যুবক গ্রেফতারও  করেছেন ইতিমধ্যে। কলেজে ছাত্র ভর্তিতে এই দুর্নীতি রুখতে খোদ মুখ্যমন্ত্রীকেও  কলেজে হানা দিতে হয়েছে। তৃণমূলের ছাত্র প্রতিনিধিদের কড়া হুঁসিয়ারী দিলেও কিছুতেই নিয়ন্ত্রণে আসছে না পরিস্থিতি। এদিকে কলেজে ভর্তি প্রক্রিয়া নিয়ে কেলেঙ্কারি আটকাতেই অনলাইন পদ্ধতি চালু করেছিলো শিক্ষা দপ্তর। এর পদ্ধতির উপর জোরও দেওয়া হয়েছে  রাজ্যসরকারের তরফ থেকে। সম্প্রতি এই সংক্রান্ত নোটিশও জারি করা হয়েছে শিক্ষা দপ্তর থেকে।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

——————————————————————————————-

 এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

কিন্তু  অনুব্রত গড়ে এবার ছাত্র ভর্তির জন্য টাকা চাওয়ায় নাম জড়ালো দুই ছাত্রনেতার। জানা গেছে সেই অভিযোগে তাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে সিউড়ি থানায়। অভিযোগ, সরকারি ITI কলেজে ভরতি হতে চাওয়া এক ছাত্রকে ফোন করে বিক্রম মণ্ডল ও সৌরভ মণ্ডল নামে ওই দুই ছাত্রনেতা বলে যে দুবরাজপুর সরকারি ITI কলেজে ভরতি হতে হলে ২ লাখ টাকা দিতে হবে। ওই ছাত্র তাঁর উপস্থিত বুদ্ধি দিয়ে ফোন কল টি রেকর্ডিং করে রাখে এবং আজ সকালে সেই ফোন রেকর্ড নিয়ে থেকেই অভিযোগ জানায়। এছাড়া জানা গেছে যে সৌরভ মণ্ডল সিউড়ির একটি বেসরকারি পলিটেকনিক কলেজের থার্ড ইয়ারের ছাত্র। এবং বিক্রম সিউড়ি বিদ্যাসাগর কলেজের ফার্স্ট ইয়ারের ছাত্র। তাদেরকে থানায় ডেকে পাঠিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।যদিও টাকার বিনিময়ে ভরতির প্রস্তাব দেওয়ার কথা তারা সম্পূর্ণ অস্বীকার করেছে। কিন্তু ওই কল রেকর্ডিংটিতে কাদের গলা রয়েছে তা নিয়ে তদন্তে নেমেছে পুলিশ।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!