এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > ইভিএমে না হয়ে তৃণমূলের কথামত ব্যালটে ভোট হলে কি হবে বাংলার ফলাফল? কি ভাবছে গেরুয়া শিবির?

ইভিএমে না হয়ে তৃণমূলের কথামত ব্যালটে ভোট হলে কি হবে বাংলার ফলাফল? কি ভাবছে গেরুয়া শিবির?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – রাজ্যের করোনা সংক্রমনের ভয়াবহতার মধ্যেও রাজ্যের বিভিন্ন রাজনৈতিক দলগুলি আগামী ২০২১ এর বিধানসভা নির্বাচনের প্রস্তুতি নিতে শুরু করেছে। রাজ্যের বিভিন্ন দলের প্রতি পারস্পরিক বিষেদাগারও যথেষ্ট পরিমানে বৃদ্ধি পেয়েছে। গত শুক্রবার রাজ্য বিজেপির পক্ষ থেকে ‘গণতন্ত্র বাঁচাও বাংলা বাঁচাও’ কর্মসূচির আয়োজন করা হয়েছিল। মেয়োরোডে এই বিশেষ কর্মসূচিতে যোগ দিয়েছিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, বিজেপির রাজ্য পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়, বিজেপি নেতা মুকুল রায় সহ বেশকিছু গুরুত্বপূর্ণ বিজেপি নেতৃবর্গ ।

মেয়োরোডের এই কর্মসূচি থেকে বিজেপি নেতারা রাজ্যের শাসকদলকে অভিযুক্ত করে জানালেন যে, পূর্বে রাজ্যের শাসকদল সিপিএম এ রাজ্যে নিজের ক্ষমতা জোর করে ধরে রাখতে তৃণমূলের বিরুদ্ধে যে পন্থাগুলি অবলম্বন করেছিল, তৃণমূল সরকার সম্প্রতি বিজেপির প্রতি সেই পন্থাই অবলম্বন করছে। বিজেপি নেতাদের উপর ক্রমাগত আক্রমণ, হত্যা শুরু করেছে তৃণমূল।

এই কর্মসূচি থেকে কৈলাস বিজয়বর্গীয় জানালেন যে, বাংলার গণতন্ত্র সম্পূর্ণভাবে বিপন্ন হয়েছে। নির্বাচনে পরাজয়ের আশঙ্কা থেকেই মুখ্যমন্ত্রী ভোট পিছিয়ে দিতে চাইছেন বলে বিজেপি শিবির থেকে অভিযোগ করা হলো। বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ অভিযোগ করলেন, বাংলায় গণতন্ত্রকে গলা টিপে শ্বাসরোধ করে খুন করেছে তৃণমূল সরকার। বাংলার প্রতি এতটাই অন্যায় করেছে এই সরকার, যা কোনোভাবেই বরদাস্ত করতে পারছেন না বিরোধী দল বিজেপি। রাজ্য বিজেপি সভাপতি তৃণমূল সরকারের বিরুদ্ধে অভিযোগ করে বললেন যে, পরাজয়ের আশঙ্কা থেকেই পুরোভোট স্থগিত করে রেখেছে এবার এই সরকার। এবারে হেরে যাবার আশঙ্কায় বিধানসভা ভোট পর্যন্ত পিছিয়ে দেবার অপচেষ্টা করে পারে এই সরকার।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এই কর্মসূচি থেকে মুকুল রায় জানালেন যে, একুশে গণতন্ত্রের জয় হবেই। রাজ্যের পুলিশ দলদাসে পরিণত হয়েছে, পুলিশকে দিয়ে বিজেপি কর্মীদের উপর অন্যায়ভাবে ভয় দেখানো হচ্ছে বলে রাজ্য সরকারের বিরুদ্ধে অভিযোগ তুললেন রাহুল সিনহা। রাজ্য বিজেপির পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয় এই কর্মসূচিতে বিজেপি নেতা মুকুল রায়ের বিশেষ প্রশংসা করলেন। মুকুল রায় কে রাজনীতির চাণক্য বলার পাশাপাশি তিনি জানালেন যে, তাঁর কাঁধে ভর করেই আগামী নির্বাচনে বিজেপি বাংলা দখল করবে।

অন্যদিকে, একটাসময় ইভিএমে কারচুপি অভিযোগ তুলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে তিনি দাবি করেছিলেন, ইভিএম পদ্ধতি বাতিল করে ব্যালট ব্যবস্থাকে পুনরায় ফিরিয়ে আনা হোক। মুখ্যমন্ত্রীর এই দাবি প্রসঙ্গে বিজেপি নেতারা জানান, গত বিধানসভা ভোটে ইভিএম ব্যবহার করে ভোট করিয়েই ভোটে জয়লাভ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবারের নির্বাচনে পরাজয়ের আশঙ্কা থেকেই তিনি ব্যালট ভোটের দাবি জানিয়েছেন। তবে এ প্রসঙ্গে রাজ্য সভাপতির বক্তব্য, ভোট ব্যালটে হোক, কিংবা ইভিএমে এবারের ভোটে বিজেপি জয়লাভ করবেই।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!