এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > ইয়াস বিধ্বস্ত দিঘা ও সুন্দরবনের জন্য একাধিক প্রকল্প ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

ইয়াস বিধ্বস্ত দিঘা ও সুন্দরবনের জন্য একাধিক প্রকল্প ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – গতবছর আম্ফান এবছর ইয়াসের ধাক্কায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে রাজ্যের উপকূল ভাগের। প্রবল গতিতে মেদিনীপুরের উপকূল ও সুন্দরবনের উপর দিয়ে বয়ে গিয়েছে ঘূর্ণিঝড় ইয়াস। ঝড়ের পরেই ক্ষয়ক্ষতির পরিমাণ দেখতে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর তিন মাসের মধ্যে দীঘাকে আবার ঢেলে সাজানোর নির্দেশ দিয়েছেন। অন্যদিকে, ইয়াস ঝড়ের ক্ষতিপূরনের জন্য একাধিক পরিকল্পনা গ্রহণ করা হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে।

এ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানালেন যে, স্বল্পমেয়াদী পরিকল্পনা হিসেবে ত্রাণ ও ক্ষতিপূরণের কাজ শুরু হয়েছে। মাঝারি সময়ের পরিকল্পনায় ক্ষতিগ্রস্ত পরিকাঠামো সাজিয়ে তুলতে ৩০ টি প্রকল্প হাতে নেয়া হয়েছে। দীর্ঘমেয়াদি পরিকল্পনাতে দিঘা ও সুন্দরবনকে কেন্দ্র করে মাস্টার প্ল্যান তৈরি করা হবে। এ কাজের উদ্দেশ্যে ২৪ জন বিশেষজ্ঞকে নিয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনাতে ১৫ কোটি ম্যানগ্রোভ গাছ লাগানো হবে। মুখ্যমন্ত্রী জানালেন, বছর বছর ঝড় ও জলের ক্ষতির হাত থেকে উপকূলকে রক্ষা করতে প্রাকৃতিক সম্পদকে কাজে লাগাতে চাইছেন তিনি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আবার, রাজ্য সরকারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে, ইয়াস ঝড়ের ক্ষয়ক্ষতি মেরামতে যতটা অর্থের প্রয়োজন ছিল, তার সামান্য অর্থ দেওয়া হয়েছে কেন্দ্রের পক্ষ থেকে। এর সাথে আছে অর্থনীতিগত চাপ। এ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানালেন, তাঁর বাড়িতে যদি এক থালা ভাত থাকে, তবে তার অর্ধেক দিয়ে তিনি বাঁচাবেন মানুষকে। তাঁরা বারবার ভিক্ষা চান না। একবার রাজ্যের দাবি জানাতে হবে, তাই জানিয়েছিলেন। পশ্চিমবঙ্গকে ৩০০ কোটি টাকা দেওয়া হয়েছে অগ্রিম হিসেবে। আলাদা করে কিছু দেয়া হয়নি। রাজ্যের প্রাপ্য থেকেই মাছের তেলে মাছ ভেজেছে। দুয়ারে ত্রাণ প্রকল্প সম্পর্কে তিনি জানালেন যে, স্বচ্ছতার সঙ্গে কাজ এগোচ্ছে। একাধিকবার খতিয়ে দেখার পর অর্থ সাহায্য দেয়া হচ্ছে মানুষকে।

ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত দীঘার দোকানপাট গুলিকে আবার সাজিয়ে তোলার কাজ শুরু হয়েছে। গতকাল বহু বিক্রেতার হাতে দোকানের চাবি তুলে দেয়া হলো সরকারের পক্ষ থেকে। ৫২ টি মোবাইল ভেন্ডিং কার তুলে দেয়া হলো ব্যবসায়ীদের হাতে। নবান্ন থেকে অনলাইনের মাধ্যমে ব্যবসায়ীদের হাতে চাবি তুলে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মোট ১১৪ জন ব্যবসায়ীর ভেঙে পড়া দোকান মেরামত করে দেয়া হয়েছে। রাজ্যের পক্ষ থেকে শহরের বিক্রেতাদের জন্যও চাকা লাগানো স্টল তৈরি করার নির্দেশ দেয়া হয়েছে কলকাতা পুরসভাকে। দুয়ারে ত্রাণ প্রকল্পের মাধ্যমে ক্ষতিগ্রস্ত মানুষকে দ্রুত অর্থসাহায্য দেওয়ার কাজ শেষ হবে বলে, আশা প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!