এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > জবাবদিহি তলব আদালতের, ভুয়ো ভ্যাকসিন কান্ডে আরও চাপে রাজ্য! জেনে নিন

জবাবদিহি তলব আদালতের, ভুয়ো ভ্যাকসিন কান্ডে আরও চাপে রাজ্য! জেনে নিন


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – করোনা ভাইরাসের মধ্যেই সম্প্রতি রাজ্যে ভুয়ো ভ্যাকসিনের ঘটনা সামনে আসে। যার মূল পান্ডা দেবাঞ্জন দেবকে গ্রেপ্তার করার পরেই বিভিন্ন তথ্য সামনে আসতে শুরু করে। ইতিমধ্যেই এই ঘটনায় শাসক দলের একাধিক নেতা এবং হেভিওয়েটদের ঘনিষ্ঠতার অভিযোগ তুলে তৃণমূলকে কাঠগড়ায় দাঁড় করিয়েছে ভারতীয় জনতা পার্টি। যার জেরে এমনিতেই চাপে রয়েছে তৃণমূল কংগ্রেস। তবে এবার এই ঘটনায় জনস্বার্থ মামলা দায়েরের পরিপ্রেক্ষিতে রাজ্য সরকারের কাছে একাধিক জবাবদিহি করল কলকাতা হাইকোর্ট। যেখানে অভিযুক্ত দেবাঞ্জন দেবের সম্পর্কে একাধিক প্রশ্ন করে রাজ্যকে কার্যত চাপের মুখে ফেলে দিল আদালত বলেই মনে করা হচ্ছে।

সূত্রের খবর, ভুয়ো ভ্যাকসিনের ঘটনায় কলকাতা হাইকোর্টে তিনটি জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছিল। আর সেই মামলার শুনানিতেই রাজ্যকে একাধিক নির্দেশ দিতে দেখা যায় আদালতকে। রাজ্যের পক্ষ থেকে ঘটনা ঘটার সাথে সাথেই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানানো হয়। কিন্তু তারপরেই হাইকোর্টের পক্ষ থেকে পাল্টা প্রশ্ন করা হয় রাজ্যকে। যেখানে আদালতের পক্ষ থেকে রাজ্যের কাছে জানতে চাওয়া হয়, ধৃত দেবাঞ্জন দেব নীল বাতির গাড়ি ব্যবহার করতেন। এক্ষেত্রে এই নীলবাতির গাড়ি ব্যবহার করার ক্ষেত্রে যথেষ্ট নির্দেশিকা দিয়েছে সুপ্রিম কোর্ট।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

কিন্তু তিনি কেন নীল বাতিল গাড়ি ব্যবহার করা সত্ত্বেও এই ব্যাপারে রাজ্য নজরদারি করেনি? পাশাপাশি এক্ষেত্রে পুলিশ প্রশাসনের কি ভূমিকা ছিল, সেটাও রাজ্যের কাছে জানতে চেয়েছে আদালত। শুধু তাই নয়, ভুয়ো ভ্যাকসিনের ঘটনা সামনে আসার পর এখনও পর্যন্ত রাজ্যের পক্ষ থেকে কি কি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে, সেই ব্যাপারেও জবাবদিহি তলব করা হয়েছে। স্বাভাবিক ভাবেই এর ফলে যথেষ্ট চাপে পড়ে গিয়েছে রাজ্য সরকার। জানা গিয়েছে, আগামী শুক্রবারের মধ্যে রাজ্যকে হাইকোর্টের কাছে তাদের হলফনামা পেশ করতে হবে।

পর্যবেক্ষকরা বলছেন, এমনিতেই ভুয়ো ভ্যাকসিনের ঘটনা প্রকাশ্যে আসার পর থেকেই তৃনমূল সরকারকে চেপে ধরেছে ভারতীয় জনতা পার্টি। সরকারের নাগালের মধ্যে কেন এই রকম ঘটনা ঘটল, তা নিয়ে নানা মহলে উঠতে শুরু করেছে প্রশ্ন। পাশাপাশি এই ঘটনার সঙ্গে শাসক দলের অনেক নেতা, মন্ত্রীদের যোগ রয়েছে বলেও অভিযোগ আসতে শুরু করেছে। আর তার মাঝেই হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়েরের পরিপ্রেক্ষিতে আদালতের পক্ষ থেকে একাধিক প্রশ্ন রীতিমতো চাপে ফেলে দিল রাজ্য প্রশাসনকে। এখন এই ব্যাপারে আগামী শুক্রবারের মধ্যে হাইকোর্টের কাছে কি হলফনামা পেশ করে রাজ্য, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!