এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > সত্যি কি পদত্যাগ করছেন যাদবপুরের উপাচার্য সুরঞ্জন দাস? উঠছে প্রশ্ন

সত্যি কি পদত্যাগ করছেন যাদবপুরের উপাচার্য সুরঞ্জন দাস? উঠছে প্রশ্ন


যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদে আর হয়তো দেখা যাবে না সুরঞ্জন দাসকে। এদিন অনশনরত ছাত্রছাত্রীদের সঙ্গে দেখা করে এমনটাই ইঙ্গিত দিলেন তিনি। জানিয়ে দিলেন অবসর গ্রহনের কথা। একইসঙ্গে পদত্যাগ করতে পারেন সহ উপচার্য প্রদীপ কুমার ঘোষ। সম্প্রতি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কলা বিভাগে প্রবেশিকা পরীক্ষা ফিরিয়ে আনার দাবীতে অনশনের পথে নেমেছিলেন পড়ুয়ারা। পরিস্থিতি মোকাবিলা করতে সমস্যায় পড়তে হয়েছিলো সুরঞ্জন বাবুকে।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

——————————————————————————————-

 এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

নাস্তানাবুদ অবস্থায় তাকে ছুটতে হয়েছিলো শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের কাছে। তারপরই তিনি যান রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠীর কাছে। গতকাল তিনি তাঁর সিদ্ধান্ত জানানোর জন্য রাজ্যপালের কাছে সময় চেয়েছিলেন। এই ঘটনার পরই রাজনৈতিক মহল সহ বিশ্ববিদ্যালয় চত্বরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।

আজই রাজ্যপালের সঙ্গে দেখা করে রাজভবনে পদত্যাগ পত্র জমা দেবেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং সহ উপাচার্য। সুরঞ্জনবাবু আগেই জানিয়ে দিয়েছিলেন যে বিশ্ববিদ্যালয়ে যা চলছে তা তিনি মেনে নিতে পারছেন না। তাঁর পক্ষে আর বিশ্ববিদ্যালয় চালানো সম্ভব হচ্ছে না।

একথা বলেই ১০ জুলাই কর্মসমিতির বৈঠকের আগেই বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে দেওয়া ল্যাপটপ,মোবাইল ফোন ফিরিয়ে দিলেন তিনি। এর জেরেই জল্পনা ছড়িয়েছিলো। তবে আজ তাঁর পদত্যাগপত্র জমা দেওয়া নিয়েও উৎকন্ঠা রয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের মধ্যে। উল্লেখ্য,অনশনরত ছাত্রছাত্রীদের দাবী মেনে প্রবেশিক পরীক্ষা ফিরতে চলেছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!