যাদের বিরুদ্ধে অভিযোগ, তাদের বাদ দিয়ে কেন বাকিরা বঞ্চিত? কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে বড় প্রশ্ন কল্যানের! তৃণমূল বিজেপি রাজনীতি রাজ্য March 26, 2025 প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- বাংলাকে বিভিন্ন প্রকল্পে বঞ্চিত করছে কেন্দ্রীয় সরকার। বারবার করে এই অভিযোগ তুলে ধরেন তৃণমূল কংগ্রেসের নেতা এবং জনপ্রতিনিধিরা। আজ সংসদের বাইরেও এই ব্যাপারে সোচ্চার হয়েছেন তিনি। আর সেখানেই কেন্দ্রের উদ্দেশ্যে বড় প্রশ্ন ছুড়ে দিলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। প্রসঙ্গত, এদিন এই ব্যাপারে কল্যাণবাবুকে একটি প্রশ্ন করা হয়। আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি বলেন, “বারবার করে বলে আসছি একশো দিনের কাজের টাকা, প্রধানমন্ত্রী সড়ক যোজনা টাকা, প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা, তিন বছর ধরে কিছু দিচ্ছে না। আর কি বলছে, ২৫ লক্ষ মিথ্যে কার্ড রয়েছে। এই তো অভিযোগ, আর তো কিছু নয়। আমরা কি বলছি! যাদের বিরুদ্ধে অভিযোগ, তোমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নাও। কিন্তু এই করে বছরের পর বছর ১০ কোটি লোকের টাকা তোমরা আটকে রাখতে পারো না।” আপনার মতামত জানান -