এখন পড়ছেন
হোম > রাজ্য > আসছে জগদ্ধাত্রী পুজো- চন্দননগর নিয়ে বড়সড় সিদ্ধান্ত প্রশাসনের, জানুন বিস্তারিত

আসছে জগদ্ধাত্রী পুজো- চন্দননগর নিয়ে বড়সড় সিদ্ধান্ত প্রশাসনের, জানুন বিস্তারিত


প্রশাসনের সজাগ দৃষ্টিভঙ্গিতে বেশ ভালো ভাবেই কেটেছে বাংলার প্রিয় উৎসব দুর্গাপূজা। কিন্তু বারো মাসে তেরো পার্বণ এই বাঙালির উৎসবের তো শেষ নেই। তাই এবার দুর্গাপূজো শেষ হতে না হতেই এবার দরজায় কড়া নাড়ছে চন্দননগরের আকর্ষণীয় জগদ্ধাত্রী পুজো। কিন্তু এই পুজোটা চন্দননগরের মধ্যে হলেও সেখানে ভিড় জমান গোটা রাজ্য তথা বিভিন্ন অঞ্চলের মানুষ। আর তাই সেই জগদ্ধাত্রী পুজোয় যাতে সম্প্রীতি অটুট থাকে সেই কারণে মঙ্গলবারই চন্দননগর কেন্দ্রীয় জগদ্ধাত্রী কমিটির আধিকারিকদের নিয়ে একটি বৈঠক করলেন পুলিশ কমিশনার অজয় কুমার।

জানা গেছে, এবার এই চন্দননগর কেন্দ্রীয় জগদ্ধাত্রী পুজো কমিটির আওতায় মোট 161 টি, রিষড়া কেন্দ্রীয় জগদ্ধাত্রী পুজো কমিটির আওতায় 110 টি এবং চন্দননগর, ভদ্রেশ্বর, চাপদানি এলাকায় ছোট-বড় বেশ কয়েকটি জগদ্ধাত্রী পুজো হওয়ার কথা রয়েছে। আর এই বিশাল মাপের জগদ্ধাত্রী পুজোকে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে এবার অনলাইনেই প্রতিটি পুজো কমিটিকে অনুমতি নেওয়ার জন্য আবেদন করার নির্দেশ দিল চন্দননগর পুলিশ কমিশনারেট।

পাশাপাশি দূর্গোৎসবের মত চন্দননগরের বড় বড় পূজো মন্ডপগুলিতে সিসিটিভি ক্যামেরা লাগানোর ব্যাপারেও নির্দেশ দেওয়া হয়েছে প্রশাসনের তরফে। শুধু তাই নয়, ভিড় সামাল দেবার জন্য পুলিশ প্রশাসনের তরফে ক্লাব কর্তৃপক্ষদের যথেচ্ছ স্বেচ্ছাসেবক রাখতেও বলা হয়েছে। এদিকে শুধু পুলিশ প্রশাসনই নয়, তাদের পুজো যাতে দর্শনার্থীরা ঠিকমতো দেখতে পারেন সেই কারণে চন্দননগর ভদ্রেশ্বর এবং মানকুন্ডু স্টেশনে পুজোর দিনগুলিতে অতিরিক্ত টিকিট কাউন্টার চালুর ব্যাপারে অনুরোধ করেন চন্দননগর কেন্দ্রীয় জগদ্ধাত্রী পুজো কমিটির যুগ্ম সম্পাদক শুভজিৎ সাউ।

ফেসবুকের কিছু টেকনিকাল প্রবলেমের জন্য সব খবর আপনাদের কাছে পৌঁছেছে না। তাই আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

অন্যদিকে প্রশাসন এই পুজোর অনুমতি নেওয়ার তারিখ ঘোষণা করলেই তারা নিজেদের অফিস থেকে নিঃশুল্কে এই অনলাইনে আবেদনের ব্যবস্থা করবে বলে জানান তিনি। একই কথা বলে চন্দননগরের জগদ্ধাত্রী পুজো নিয়ে পুলিশ প্রশাসনের নির্দেশ সকল পুজো কমিটিকে মেনে চলার আবেদন জানিয়েছেন রিষড়া পুরসভার চেয়ারম্যান তথা রিষড়া কেন্দ্রীয় জগদ্ধাত্রী পুজো কমিটির সভাপতির বিজয়সাগর মিশ্র। সব মিলিয়ে এবার চন্দননগরের আসন্ন জগদ্ধাত্রী পুজোকে সুষ্ঠুভাবে পরিচালনা করতে একগুচ্ছ পদক্ষেপ চন্দননগর পুলিশ কমিশনারেটের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!