এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > জাগো বাংলায় মমতাস্তুতির পর এবার দলের কাছে বড়সড় শাস্তির মুখে পড়তে চলেছেন অনিল কন্যা অজন্তা

জাগো বাংলায় মমতাস্তুতির পর এবার দলের কাছে বড়সড় শাস্তির মুখে পড়তে চলেছেন অনিল কন্যা অজন্তা


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – তৃণমূলের রাজনৈতিক মুখপত্র জাগো বাংলা পত্রিকাতে চারটি কিস্তিতে প্রবন্ধ রচনা করেছিলেন প্রয়াত সিপিএম নেতা অনিল বিশ্বাসের কন্যা অজন্তা বিশ্বাস, পেশায় যিনি অধ্যাপিকা। এই প্রবন্ধের শেষ পর্যায়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করেছিলেন তিনি। এরপর দলের পক্ষ থেকে তাঁকে শোকজ করা হয়েছিল। যার জবাব দিয়েছিলেন তিনি। এরপর তাঁর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেয়ার সিদ্ধান্ত নিয়েছে দল। দল থেকে বহিষ্কার করা হতে পারে তাঁকে।

তৃণমূলের মুখপত্র জাগো বাংলা পত্রিকায় রাজ্য রাজনীতিতে নারীশক্তি শীর্ষক প্রবন্ধ লিখেছিলেন অজন্তা বিশ্বাস। এই প্রবন্ধের শেষ পর্যায়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূয়সী প্রশংসা করেছিলেন তিনি। যেখানে তিনি লিখেছিলেন যে, কঠিন লড়াইয়ে বারবার জয়ী হতে পেরেছেন জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীকে অগ্নিকন্যা, দিদি, ঘরের মেয়ে বলে সম্মানিত করেছিলেন তিনি। সিঙ্গুর আন্দোলনকে গণ বিক্ষোভ হিসেবেও উল্লেখ করেছিলেন তিনি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এরপর দলের পক্ষ থেকে শোকজ করা হয়েছিল তাঁকে। শোকজের জবাবে তিনি জানিয়েছিলেন যে, বাংলার রাজনীতিতে নারীদের নিয়ে লিখতে গেলে মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রসঙ্গ আসা অত্যন্ত স্বাভাবিক। তিনি বাংলার প্রথম মহিলা মুখ্যমন্ত্রী। মহিলা নেত্রী হিসেবে দীর্ঘদিন ধরে পুরুষ প্রধান অসম রাজনৈতিক লড়াইয়ে নিজেকে প্রমাণ করার চেষ্টা করেছেন তিনি। অর্থাৎ, নিজের বক্তব্যে অনড় ছিলেন অজন্তা বিশ্বাস।

তাঁর বক্তব্য সিপিএমের জেলা কমিটির কাছে পাঠানো হয়েছিল। সিপিএম সূত্রে জানা যাচ্ছে যে, এবার দল থেকে তাঁকে বহিষ্কার করার সম্ভাবনা রয়েছে। তবে, তাঁকে নির্দিষ্ট কিছু দিনের জন্য বহিষ্কার করা হবে? নাকি তাঁকে সম্পূর্ণভাবে দল থেকে বহিষ্কার করা হবে সে বিষয়ে এখনও পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হয়নি এ বিষয়ে সিদ্ধান্ত নেবে জেলা নেতৃত্ব। তবে, এখনো বিষয়টি নিয়ে তেমন কিছু জানানো হয়নি।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!