এখন পড়ছেন
হোম > রাজ্য > জেলে বসেই তোলাবাজি! থামাতে গিয়ে জেলবন্দীদের হাতে মারাত্মক জখম কারারক্ষীরা

জেলে বসেই তোলাবাজি! থামাতে গিয়ে জেলবন্দীদের হাতে মারাত্মক জখম কারারক্ষীরা


শনিবার সকাল সাড়ে দশটা নাগাদ মালদা জেলা সংশোধনাগারে বিচারাধীন বন্দিদের মারামারি রুখতে গিয়ে আক্রান্ত হলেন ৮ জেল পুলিশ কর্মী। জানা যাচ্ছে ঐ সংশোধনাগারে বিচারাধীন বন্দিদের মধ্যে দীর্ঘদিন ধরেই কোনও না কোনও বিষয় নিয়ে  মতানৈক্য চলতোই। তবে ঠিক কাদের মধ্যে এবং কী কারণে তা জানা যায়নি। তবে এদিন জানা গেলো সংশোধনাগারে যারা নতুন আসামী হিসেবে যেতেন তাঁদের কাছ থেকে কারণে অকারণে তোলা আদায় করা হতো। এছাড়াও সংশোধনাগারের মধ্যেই চলতো বিভিন্ন প্রকার নেশার আসর। আসামীদের মধ্যে বেআইনী ভাবেই মোবাইল ফোন ব্যবহার চলতো। এইসবের মূলে ছিলেন ২০-২৫ জনের একটি দল। যার দলনেতা ছিলেন বকুল শেখ।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

তাঁর উস্কানিতেই তাঁর দলের সাগরেদরা বাকি আসামীদের থেকে টাকা আদায় করতো। তাদের অর্থ চাহিদা পূরণ করতে না পারলেই ঐসব আসামীদের অপরে শারীরিক নিগ্রহ করা হতো বলে জানা যাচ্ছে। এদিনেও কারারক্ষীরা এই ব্যাপার জানতে পেরে তাঁদের থামানোর জন্যে নিজেদের সেলে যাওয়ার নির্দেশ দেয়। কিন্তু বকুল শেখ ও তার সঙ্গীরা কারারক্ষীদের নির্দেশ না মেনে উলটে কারারক্ষীদের ওপরেই হামলা করে। স্বভাবতই কারারক্ষী এবং বকুল শেখ এবং তাঁর সাগরেদ সহ আরো কিছু আসামীদের জোট বাঁধার ফলে দুটি আলাদা দল তৈরী হয়ে যায়। অপরাধীদের দল এইসময়ে কারারক্ষীদের পাঠি দিয়ে বেদম মারধর করে। গুরুতর জখম অবস্থায় ৭-৮ জন কারারক্ষীকে  উদ্ধার করে চিকিৎসার জন্যে জেলা হাসপাতালে পাঠানো হয়।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!