এখন পড়ছেন
হোম > রাজ্য > হাইপ্রোফাইল বন্দীদের বিচার-পদ্ধতিতে এবার রাজ্যে আসতে চলেছে বড়সড় পরিবর্তন

হাইপ্রোফাইল বন্দীদের বিচার-পদ্ধতিতে এবার রাজ্যে আসতে চলেছে বড়সড় পরিবর্তন


এবার হাইপ্রোফাইল বন্দীদের জেলে রেখেই ভিডিও কনফারেন্সের মধ্য দিয়ে শুনানি ব্যবস্থাকে এগিয়ে নিয়ে যেতে চায় রাজ্য সরকার। প্রসঙ্গত উল্লেখ্য, রাজ্যের প্রতিটি জেলেই এই হাইপ্রোফাইল বন্দীদের ভিড় রয়েছে। শুনানির জন্য জেল থেকে আদালতে নিয়ে যাওয়ার সময় অনেক ক্ষেত্রেই পুলিশের চোখে ধুলো দিয়ে এই সকল বন্দিরা পালিয়ে যায়। আর তাই এবারে জেলের ভেতরে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আদালতে সংযোগ স্থাপন করে বিভিন্ন ঘটনায় অভিযুক্ত দোষীদের শুনানি ব্যবস্থাকে এগিয়ে নিয়ে যেতে চাইছে রাজ্য সরকার।

সূত্রের খবর, কদিন আগেই আলিপুর জজ কোটে এক ডাকাতির মামলায় অভিযুক্তকে আদালতের লকআপ থেকে এজলাসে নিয়ে যাওয়ার পর সময় কর্তব্যরত পুলিশকর্মীকে পান এবং আখের রস খাবে বলে জানায় এক অভিযুক্ত। আর এরপরই সেই দুই পুলিশকর্মীকে কোর্টের সামনে দাঁড় করিয়ে নিজের পকেট থেকে লঙ্কার গুঁড়ো তাদের চোখে ফেলে দিয়ে চম্পট দেয় সেই অভিযুক্ত। আর তাই ভিডিও কনফারেন্সে জেলের মধ্যে থেকেই যদি শুনানি প্রক্রিয়া সম্পন্ন করানো যায় তাহলে এই ধরনের ঝুঁকি থাকে না বলেই মনে করছে রাজ্য প্রশাসন।

তবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই শুনানি প্রক্রিয়ার বিষয়টিকে সমর্থন করছেন না এক শ্রেণীর আইনজীবী। এদিন এ প্রসঙ্গে আইনজীবী সীমা দাস গোপাল মন্ডলেরা বলেন, “দেখতে হবে অভিযুক্তরা যাতে আদালতে শুনানি চলাকালীন আত্মপক্ষ সমর্থনের সুযোগ পান। তাই এইক্ষেত্রে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ব্যাপারটি সম্ভব নয়।”

ফেসবুকের কিছু টেকনিকাল প্রবলেমের জন্য সব খবর আপনাদের কাছে পৌঁছেছে না। তাই আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

 

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

অন্যদিকে এই যুক্তির বিরুদ্ধে দাঁড়িয়ে সরকারি আইনজীবীর পক্ষে দীপঙ্কর মন্ডল, প্রবীর মুখোপাধ্যায়রা বলেন, “প্রযুক্তি বিভ্রাট হতেই পারে কিন্তু তার জন্য গেল গেল বলাটা ঠিক নয়।” তবে যে যাই বলুক না কেন জেলের ভেতর থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে শুনানি চলার প্রক্রিয়াটিকে স্বাগত জানাচ্ছেন অনেকেই। সব মিলিয়ে এখন হাইপ্রোফাইল বন্দীদের এহেন বিচার পদ্ধতি ঠিক কবে কার্যকর হয় এই রাজ্যে সেদিকেই তাকিয়ে সকলে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!