এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > “জল রাহা হ্যায় বাঙ্গাল” – ছবি সহ স্বয়ং প্রধানমন্ত্রীর হাতে তুলে দিল রাজ্য বিজেপি!

“জল রাহা হ্যায় বাঙ্গাল” – ছবি সহ স্বয়ং প্রধানমন্ত্রীর হাতে তুলে দিল রাজ্য বিজেপি!

 

সংসদে নাগরিকত্ব বিল পাস হওয়ার পরই বাংলায় বিক্ষোভের আগুন জ্বলতে শুরু করে। বিভিন্ন জায়গায় বিশেষত সংখ্যালঘু অধ্যুষিত জেলাগুলিতে বিক্ষোভকারীদের রণক্ষেত্র ভাবমূর্তি চোখে পড়ে। যেখানে কোথাও স্টেশনে আগুন ধরিয়ে দেওয়া, কোথাও বাস অবরোধ, আবার কোথাও বা টায়ার পুড়িয়ে রাস্তা অবরোধের ঘটনা ঘটে। তবে প্রথম থেকেই এই নাগরিকত্ব সংশোধনী বিলের প্রতিবাদে যে বিক্ষোভ হচ্ছে, তা শান্তিপূর্ণ হওয়া উচিত বলে আবেদন জানাতে দেখা যায় রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে।

কিন্তু তা সত্ত্বেও বিক্ষোভকারীদের উন্মত্ততা ভয়ঙ্কর আকার ধারণ করে। আর বাংলা যেভাবে জ্বলতে শুরু করেছে, তাতে প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে এবার এই ব্যাপারে রাজ্য সরকারের আইন-শৃঙ্খলা ব্যাপারে প্রশ্ন তুলে দিল বঙ্গ বিজেপি। সূত্রের খবর, সম্প্রতি ঝাড়খন্ডে ভোট প্রচারের জন্য মঙ্গলবার অন্ডাল বিমানবন্দরে নামে প্রধানমন্ত্রীর বিশেষ বিমান। আর সেখানেই তাঁকে স্বাগত জানান বঙ্গ বিজেপি রাজ্য সহ-সভাপতি বিশ্বপ্রিয় রায়চৌধুরী।

বিশেষ সূত্র মারফত খবর, প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে “জ্বল রাহা হে বাঙ্গাল” শীর্ষক সরকারি সম্পত্তি নষ্টের তথ্য ও ছবি সহ মোট 10 পাতার চিত্র পুস্তিকা তুলে দেয় বিজেপি নেতৃত্ব। যেখানে বিশ্বপ্রিয় রায় চৌধুরীর পাশাপাশি উপস্থিত ছিলেন, বিজেপি সাংসদ এস এস আলুওয়ালিয়া সহ বঙ্গ বিজেপির 8 সদস্যের প্রতিনিধি দল।

জানা গেছে, বিজেপির তরফে যে ছবি এবং সরকারি সম্পত্তির তথ্য প্রধানমন্ত্রীকে দেওয়া হয়েছে, সেখানে স্টেশন ভাঙচুর ভাঙচুর, ট্রেন পুড়িয়ে দেওয়ার মত ঘটনার কথা উল্লেখ করা হয়েছে। এদিন এই প্রসঙ্গে বিশ্বপ্রিয় রায়চৌধুরী বলেন, “প্রধানমন্ত্রী পুরো বিষয়টি দেখবার প্রতিশ্রুতি দিয়েছেন।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বিশেষজ্ঞরা বলছেন, বঙ্গ বিজেপি নেতৃত্ব বাংলার আইনশৃঙ্খলার দিকে প্রশ্ন ছুড়ে দিয়ে প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে নাগরিকত্ব সংশোধনী বিল ইস্যুতে যেভাবে বাংলায় অশান্তি হয়েছে, তার ছবি তুলে ধরল। যার ফলে প্রধানমন্ত্রী রাজ্যের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে পারে বলে মনে করছে একাংশ।

যদিও বা রাজ্যে অশান্তির তথ্য প্রধানমন্ত্রীর কাছে তুলে দেওয়ার ঘটনা সম্পর্কে কোনোরূপ মন্তব্য করছে না রাজ্য সরকার। জানা যায়, এদিন বিজেপি নেতৃত্বের পাশাপাশি প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে রাজ্য সরকারের পক্ষ থেকে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী মলয় ঘটক সহ প্রশাসনিক কর্তারা। এদিন এই প্রসঙ্গে মলাইবাবু বলেন, “ওরা কি দিয়েছে, বলতে পারব না। তবে প্রধানমন্ত্রী আমার সঙ্গে এনিয়ে কোনো কথা বলেননি।”

তবে মলায়বাবু যে কথাই বলুন না কেন, বঙ্গ বিজেপি নেতৃত্বের দাবি যদি সত্যি হয়, তাহলে পরবর্তী পদক্ষেপ কী হবে! সেদিকেই নজর সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!