এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > জ্বালানী তেলে লাগামহীন মুল্যবৃদ্ধি ! ভাড়া বৃদ্ধির চক্রে চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা !

জ্বালানী তেলে লাগামহীন মুল্যবৃদ্ধি ! ভাড়া বৃদ্ধির চক্রে চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা !


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- পেট্রোপণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধির কারণে পর্যাপ্ত পরিমানে বাস রাস্তায় না নামায় ব্যাপক দুর্ভোগের সম্মুখীন হচ্ছেন নিত্যযাত্রী থেকে সাধারণ মানুষ।  বেসরকারি বাসের ক্ষেত্রে ভাড়া বেড়েছে সেই সাথে ইচ্ছে মতো ভাড়া নেওয়ার অভিযোগ তুলছেন অনেকেই । এহেন পরিস্থিতিতে সমাধান সূত্র বের করতে পরিবহণ দফতরের কাছে রিপোর্টও চেয়েছিল নবান্ন।সেই রিপোর্ট পরিবহণ ভবন থেকে নবান্নে পৌঁছানোর খবর না পাওয়া গেলেও  তবে পরিবহনে সংকট যে তীব্র তা গোপন করছেন না পরিবহণের অনেক কর্তাই।

সূত্রের খবর জ্বালানির দামের কারণেই প্রায় ৩৯ শতাংশ সরকারি বাস প্রায় কম চলছে বলে জানা যাচ্ছে  যার ফলেই  বেসরকারি বাসে ইচ্ছে মতো ভাড়া নেওয়ার তাণ্ডব চলচ্ছে বলে অভিযোগ করছেন নিত্যযাত্রীদের একাংশ । সূত্র থেকে এও জানা যাচ্ছে সরকারি বাসগুলি  যে সংস্থা থেকে জ্বালানীর জন্য তেল ভর্তি করত সেই সংস্থার কাছেও বকেয়া ছিল রাজ্যের তাই তেল নেওয়াতে সমস্যা হচ্ছিল, যদিও এক পরিবহণ কর্তার দাবি সেই সমস্যা বর্তমানে নেই  মিটে যাওয়ায় বকেয়া টাকার জন্য কোনও সমস্যা নেই। পেট্রোলের দাম বৃদ্ধিই আসল কারণ ।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!