এখন পড়ছেন
হোম > অন্যান্য > বন্যায় ঘর হারিয়ে অসহায় জলপাইগুড়ির বিধবা মা! মানবিক হয়ে আবারো এগিয়ে এলেন সেই সোনু সুদ

বন্যায় ঘর হারিয়ে অসহায় জলপাইগুড়ির বিধবা মা! মানবিক হয়ে আবারো এগিয়ে এলেন সেই সোনু সুদ


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –অভিনেতা সোনু সুদের মহানুভবতার কথা ইতিপূবে বারবার শোনা গেছে। প্রসঙ্গত, করোনার কারণে দেশব্যাপী লকডাউনের জন্য কর্মহারা ৩ লক্ষ পরিযায়ী শ্রমিককে পুনরায় কর্ম প্রদানের উদেশ্যে সোনু সুদ সরকারি ও বেসরকারি কিছু সংস্থার মিলিত যৌথ প্রয়াসে একটি বিরাট কর্ম প্রজেক্টের পরিকল্পনা করেছেন। এছাড়াও, বন্যার চাষের বলদ হারা কৃষকের দূরবস্তার কথা জানতে পেরে তিনি তৎক্ষণাৎ বাড়িয়ে দিয়েছিলেন তাঁর সাহায্যের হাত, দেশের এক কৃষকের সন্তানের পড়াশোনার কারণে হাল-বলদ বিক্রির কথা শুনে বাড়িয়ে দিয়েছিলেন তাঁর সাহায্যের হাত।

এক কৃষক চাষের বলদ হারিয়ে তার মেয়েদের দিয়ে ক্ষেতের হাল কর্ষণ করাচ্ছিলেন, এই সংবাদটি জানামাত্রই, সেই কৃষককে তিনি ট্রাক্টর দিয়ে সহায়তা করেছেন, কোথাও বা কোন পরিযায়ী শ্রমিকের মা মরণাপন্ন হবার কথা শোনামাত্রই তার হাতে খাবার দিয়ে তাকে তার গ্রামে পৌঁছে দিয়েছেন তিনি, কোন অন্তঃসত্তা মহিলা কষ্ট করে হাঁটছেন দেখে, তাঁকে সাহায্য করেছিলেন তিনি গাড়ি দিয়ে। গত কয়েকমাস ধরে কত মানুষের সাহায্যে যে তিনি এগিয়ে এসেছেন তার হিসেবে রাখা শক্ত। এবার উত্তবঙ্গের জলপাইগুড়ি জেলার এক অসহায়া দুস্থ বিধবা মাতার সাহায্যে এগিয়ে এলেন অভিনেতা সোনু সুদ।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সংবাদসূত্রে জানা গেছে, মাসখানেক আগে স্বামীকে হারিয়ে, কোলের বাচ্চা নিয়ে বড় বিপদে পড়েন জলপাইগুড়ির জনৈকা দুস্থ মহিলা। স্বামীর মৃত্যুর পর খেতে কোন রকমে কোলের এক সন্তান নিয়ে কোনক্রমে দুবেলা দুমুঠো খেয়ে দিন কাটতো তার। করোনার কারণে লকডাউন তার রোজগারের সমস্ত পথ প্রায় স্তব্ধ করে দেয়। এরপরে জলপাইগুড়ি সহ উত্তরবঙ্গে শুরু হয় ঘন ঘোর বর্ষা ও বর্ষার কারণে বন্যা। প্রবল বর্ষণে তার বেঁচে থাকার কিঞ্চিত্কর আশ্রয়টিও হাতছাড়া হয়ে যায়। স্বামী, রোজগার, আশ্রয় হারিয়ে নিজের ছোট শিশুকে নিয়ে খুব বিপদে পরে ওই মহিলা।

প্রায় অনাহারে দিন কাটতে থাকে মা ও শিশুর। দুস্থ মহিলার এই দুসসহ কষ্টের কথা সোশ্যাল মিডিয়াতে সোনু সুদকে জানান সোনাল সিং নামের জনৈকা মহিলা।সেই সঙ্গে এই মহিলার দুরাবস্তার এক হৃদয় বিদারক ভিডিওও তিনি সোনু সুদের উদ্যেশে সোশ্যাল মিডিয়ায় পাঠান। এটি দেখে সঙ্গে সনে তার জবাব দেন সোনু সুদ। তারপর এগিয়ে আসেন আর্তের প্রতিকারে। রাখি পূর্ণিমার দিনে দুস্থ ওই দিদিকে নতুন বাড়ি করে দেবার প্রতিশ্রুতি দেন দায়িত্বশীল ভাই ও মহান হৃদয়ের অধিকারী সোনু সুদ। মানবসেবার জন্য, বিপদগ্রস্থ আর্ত মানুষের সেবার জন্য শুধু যে অর্থের প্রাচুর্য টাই যথেষ্ট নয়, সেই সঙ্গে প্রয়োজন বড় মনের ও উন্মুক্ত মহান হৃদয়ের সেটিই আবার প্রমান করে দিলেন অভিনেতা সোনু সুদ।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!