এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > জলপাইগুড়ি পৌরভোটে তৃণমূলের নেতা কে! হেভিওয়েট চেয়ারম্যানের অসুস্থতা বাড়াচ্ছে আশঙ্কা!

জলপাইগুড়ি পৌরভোটে তৃণমূলের নেতা কে! হেভিওয়েট চেয়ারম্যানের অসুস্থতা বাড়াচ্ছে আশঙ্কা!

মূলত পৌরসভা নির্বাচনে বিগত বোর্ডের চেয়ারম্যানকে সামনে রেখেই লড়াই করে তৃণমূল কংগ্রেস। তবে কিছু কিছু ক্ষেত্রে দুর্নীতিপরায়ণ মুখকে সরিয়ে সেখানে অন্য কোনো নেতা আনা হয়। কিন্তু জলপাইগুড়ি পৌরসভা নির্বাচনে তৃণমূলের লড়ার ক্ষেত্রে প্রথম থেকেই ঠিক ছিল যে, এখানকার চেয়ারম্যান মোহন বসুকে মুখ করেই পৌর নির্বাচনে লড়াই করা হবে। কিন্তু সম্প্রতি মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে হাসপাতালে চিকিৎসাধীন সেই মোহন বসু।

যার ফলে বর্তমানে তিনি দিল্লি থেকে চিকিৎসা করে বাড়িতে ফিরলেও ফের অসুস্থ হয়ে যাওয়ায় জলপাইগুড়ির একটা নার্সিংহোমে ভর্তি রয়েছেন। তাই তার পক্ষে এবারের পৌর নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা কার্যত অসম্ভব হবে বলেই মনে করছে একাংশ। তবে মোহন বসুকে মুখ করে যদি তৃণমূল লড়াই না করতে পারে, তাহলে কাকে মুখ করা হবে, এখন তা নিয়েই তৈরি হয়েছে জল্পনা। ইতিমধ্যেই এই ব্যাপারে একাধিক নাম উঠে আসতে শুরু করেছেন। সূত্রের খবর, মোহন বসুর ঘনিষ্ঠ চেয়ারম্যান ইন কাউন্সিল পূর্ত সন্দীপ মাহাতো এখন পৌরসভা পরিচালনা করছেন। প্রশাসনিক কাজে তাঁর দক্ষতা অনেকটাই।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এমনকি অবাঙালি ভোটারদের মধ্যেও সন্দীপবাবুর জনপ্রিয়তা রয়েছে। তাই সেদিক থেকে মোহন বাবুর পরিবর্তে সন্দ্বীপবাবুকে পৌরসভা নির্বাচনে মুখ করে লড়াই করতে পারে তৃণমূল কংগ্রেস বলে মত একাংশের। অন্যদিকে 15 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলার এবং বর্তমান কাউন্সিলর সঙ্গীতা বন্দ্যোপাধ্যায়ের স্বামী তপন বন্দ্যোপাধ্যায় এবারের লড়াই করতে পারেন পৌরসভা নির্বাচনে। জানা গেছে, তপনবাবুর সঙ্গে জেলা তৃণমূল সভাপতি সখ্যতা রয়েছে। বর্তমানে বিজেপি বিরোধী মিছিলের সামনের সারিতে নেতৃত্ব দিতে দেখা গেছে তাকে। তাই তাকে মুখ করে পৌরসভা নির্বাচনে সাফল্য পেতে লড়াই করতে পারে তৃণমূল কংগ্রেস বলে দাবি একাংশের।

এছাড়াও জলপাইগুড়ি পৌরসভার বর্তমান ভাইস চেয়ারম্যান পাপিয়া পালের নামও অনেকের মুখে ঘোরাফেরা করছে।স্বচ্ছ ভাবমূর্তির ব্যক্তিত্ব হিসেবে পরিচিত তৃণমূলের এই মহিলা ভাইস চেয়ারম্যান এবার জলপাইগুড়ি পৌরভোটে শাসকদলের মুখ হতে পারে বলে মনে করা হচ্ছে। কিন্তু শেষ পর্যন্ত কার ভাগ্যে শিকে ছিঁড়বে, তা বলতে পারছেন না কেউই। তবে মোহন বসু অসুস্থ হয়ে যাওয়ায় জলপাইগুড়ি পৌরসভা নির্বাচনে কাকে মুখ করে লড়াই করা যাবে, তা নিয়ে যে চরম বিপাকে পড়েছে তৃণমূল, তা একপ্রকার নিশ্চিত।

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!