এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > একনজরে – জলপাইগুড়িতে যেভাবে মুখ্যমন্ত্রীর ‘১০০% আসনে’ জয়ের স্বপ্ন ভঙ্গ হল

একনজরে – জলপাইগুড়িতে যেভাবে মুখ্যমন্ত্রীর ‘১০০% আসনে’ জয়ের স্বপ্ন ভঙ্গ হল

পঞ্চায়েত নির্বাচনের মুখে এক বেসরকারি বৈদ্যুতিন সংবাদমাধ্যমে একান্ত সাক্ষাৎকার দিতে এসে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী জানিয়েছিলেন রাজ্যের ‘উন্নয়নের’ স্বার্থে এবারের পঞ্চায়েত নির্বাচনে তাঁর ১০০% জয় চায়। সেই নিয়ে বিতর্কও হয়েছিল অনেক। কিন্তু আজ পঞ্চায়েতের গণনার সময় দেখা গেল রাজ্যজুড়ে সবুজ ঝড় চললেও বেশ কয়েকটা জেলায় আটকে গেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ১০০% জয়ের স্বপ্ন। আর এই জেলাগুলির মধ্যে অন্যতম হল জলপাইগুড়ি। আসুন দেখে নেওয়া যাক একনজরে জলপাইগুড়ি থেকে বিরোধীরা কি পেল –

গ্রাম পঞ্চায়েতের হিসাবে –
তৃণমূল কংগ্রেসের দখলে ৪৩ টি
বিজেপির দখলে ৯ টি
বামেদের ও কংগ্রেসের দখলে ১ টি করে
ত্রিশঙ্কু অবস্থায় আছে ১২ টি পঞ্চায়েত

পঞ্চায়েত সমিতিতে বিজেপি ১২ টি ও বামফ্রন্ট ৫ টি আসন ছিনিয়ে নিয়েছে
জেলা পরিষদেও একটি আসনে থাবা বসিয়েছে গেরুয়া শিবির

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!