এখন পড়ছেন
হোম > রাজ্য > পুরুলিয়া-ঝাড়গ্রাম-বাঁকুড়া > জল্পনা বাড়িয়ে বামপন্থীদের তৃণমূলে ভোটদানের আর্জি রাজ্যের হেভিওয়েট মন্ত্রীর

জল্পনা বাড়িয়ে বামপন্থীদের তৃণমূলে ভোটদানের আর্জি রাজ্যের হেভিওয়েট মন্ত্রীর


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – দুয়ারে এসে পড়েছে নির্বাচন, ঘোষিত হয়েছে নির্বাচনের নির্ঘণ্ট। শেষ সময়ের প্রস্তুতি চলছে সমস্ত রাজনৈতিক দলের। চলছে সভা-সমিতি, নরম গরম ভাষণ আর তরজা। আর এই পরিস্থিতিতে বামপন্থীদের তৃণমূলে ভোট দানের আর্জি জানালেন রাজ্যের হেভিওয়েট মন্ত্রী ব্রাত্য বসু। গতকাল বাঁকুড়ায় গিয়ে বামপন্থীদের তৃণমূলকে সমর্থনের আর্জি জানালেন তিনি। রাজ্যের হেভিওয়েট মন্ত্রীর মুখে এই বক্তব্য তীব্র জল্পনা ফেলে দিয়েছে রাজ্যের রাজনৈতিক মহলে। যেখানে গতকাল বিগ্রেড সমাবেশ থেকে বাম নেতারা তৃণমূল সরকার উচ্ছেদের ডাক দিয়েছেন, সে সময়ে বাঁকুড়ায় গিয়ে বামপন্থীদের তৃণমূলে ভোটদানের অনুরোধ যথেস্টই বিস্ময়কর।

গতকাল রবিবার বাঁকুড়ার ছাতনা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ইন্দপুরে পদযাত্রায় অংশগ্রহণ করেছিলেন রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসু। সেখান থেকেই তিনি এই দাবি রেখেছেন। প্রসঙ্গত, গত লোকসভা নির্বাচনে বাঁকুড়ায় একেবারে উপরে গিয়েছিল ঘাসফুল, ব্যাপক সাফল্য এসেছিলো বিজেপির। গত ২০১৯ সালের লোকসভা নির্বাচনে বাঁকুড়ার দুটি আসনের মধ্যে দুটিতেই জয়ী হয়েছিল বিজেপি। লোকসভার ফলাফলের নিরিখে বাঁকুড়া জেলার ১২ বিধানসভা আসনের মধ্যে সবগুলোতেই এগিয়ে রয়েছে বিজেপি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আবার, গত লোকসভা নির্বাচনে এই জেলায় বামেদের ভোট শতাংশ অনেকটা কমে গিয়েছিলো। প্রসঙ্গত, গত ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে এই জেলায় প্রায় ২০ শতাংশ ভোট পেয়েছিল বাম শিবির। কিন্তু গত ২০১৯ সালে লোকসভা নির্বাচনে বামেদের ভোট ৭ শতাংশে পৌঁছে যায়। অন্যদিকে বিজেপির ভোট শতাংশ এক ধাক্কায় ১০ শতাংশ থেকে বেড়ে ৪০ শতাংশে পৌঁছে যায়। জেলায় বিজেপির এই ব্যাপক উত্থানের কারণ হিসেবে বামেদের দায়ী করে করে থাকেন তৃণমূল নেতৃত্ব।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, সিপিএম বিজেপিকে প্রচুর ভোট দিয়েছে, বিজেপি সিপিএমকে প্রচুর টাকা দিয়েছে। আবার ইতিপূর্বে বাঁকুড়া জেলায় গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছিলেন যে, গত লোকসভা নির্বাচনে সিপিএমের অনেকে বিজেপিতে যোগদান না করেও, তাদেরকে সাহায্য করেছেন। তাদের এবার বিজেপিতে যোগদানের অনুরোধ করেছিলেন তিনি। এই আবহে বাঁকুড়ায় গিয়ে বামপন্থীদের প্রতি ব্রাত্য বসুর আর্জি, ” যদি বামপন্থী হন, মমতাকে ভোট দিন, তৃণমূলকে ভোট দিন। বা নিজের দলকেই দিন। দয়া করে ভোট ট্রান্সফার করবেন না।”

রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসুর এই বক্তব্যের পর তার পাল্টা জবাব দিল সিপিএম শিবির। এ প্রসঙ্গে সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য অমিয় পাত্র জানালেন যে, তৃণমূলের সবাই বিজেপিতে চলে যাচ্ছে। এটা কি মন্ত্রীর খুব ভালো লাগছে? তিনি জানালেন, এতদিন ব্রাত্য বসু দলে ব্রাত্য ছিলেন। এখন তিনি দলের মুখপাত্র হওয়ার সুযোগ পেয়েছেন, কারণ, তৃণমূল দলের সামনের সারিতে কেউ নেই।

 

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!