এখন পড়ছেন
হোম > জাতীয় > জল্পনা বাড়িয়ে বিজেপির রাজ্য সভাপতির ভূয়সী প্রশংসা করলেন স্বয়ং প্রধানমন্ত্রী

জল্পনা বাড়িয়ে বিজেপির রাজ্য সভাপতির ভূয়সী প্রশংসা করলেন স্বয়ং প্রধানমন্ত্রী


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আজ খড়্গপুরের জনসভায় যোগদান করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই জনসভা থেকে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের ভূয়সী প্রশংসা করলেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী জানালেন, দিলীপ ঘোষের মতো কর্মী রয়েছেন তাঁদের দলে। যিনি এই বাংলার জন্য কয়েক বছর শান্তিতে ঘুমাতে পারেননি। দিলীপ ঘোষের উপর একের পর এক হামলা করা হয়েছে, কিন্তু তাতেও পিছু হটে যান নি তিনি। এমনকি মুখ্যমন্ত্রী(দিদি)র ধামকেও ঘাবড়ে যান নি দিলীপ ঘোষ। উজ্জ্বল ভবিষ্যৎ-এর লক্ষে এগিয়ে চলেছেন তিনি।

বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের ভূয়সী প্রশংসা করে প্রধানমন্ত্রী জানিয়েছেন যে, দিলীপ ঘোষের মতো নেতা পাওয়া হল ভাগ্যের ব্যাপার। তাঁর ওপর অনেক বার আক্রমণ হয়েছে, তাঁর প্রাণ নেওয়ার চেষ্টা পর্যন্ত হয়েছে, কিন্তু তিনি পিছু হটতে যাননি, মাটি কামড়ে পড়ে থেকেছেন তিনি। মুখ্যমন্ত্রীর ধমকানিতে ভেঙে যান নি দিলীপ ঘোষ, বরং চোখে চোখ রেখে তিনি লড়াই করেছেন। তাঁর এই সাহসিকতার জন্যই বাংলায় বিজেপি বীজ থেকে ধীরে ধীরে মহীরুহ হয়ে উঠেছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

একাধিক রাজনৈতিক বিশ্লেষকদের মতে, প্রধানমন্ত্রীর এই কথায় কোন অতিশয়োক্তি নেই। কারণ, একথা সত্য যে, আজ রাজ্য বিজেপি রাজ্যের শাসক দল তৃণমূলের ঘাড়ে নিশ্বাস ফেলতে শুরু করেছে, রাজ্যের প্রধান বিরোধী দল হতে পেরেছে, তার জন্যে বিরাট ভূমিকা আছে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের। তাঁর সময়েই রাজ্য বিজেপি শক্তিশালী হয়ে উঠেছে। এবার তাঁর প্রতি প্রধানমন্ত্রীর বিশেষ প্রশংসা বাক্য জল্পনার সৃষ্টি করেছে রাজনৈতিক মহলে। অনেকে, প্রশ্ন করতে শুরু করেছেন, তবে কি বাংলায় বিজেপির মুখ হতে চলেছেন বিজেপির রাজ্য সভাপতি?

যদিও, এখনো পর্যন্ত বিজেপির পক্ষ থেকে বাংলার মুখ ঘোষণা করা হয়নি। আগামী বিধানসভা নির্বাচনে কোনও আসন থেকে প্রার্থীও হননি দিলীপ ঘোষ। কিন্তু অসম্ভব কোনকিছুই নয়। প্রধানমন্ত্রীর প্রশংসার পর অনেকেই মনে করছেন যে, বিজেপির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হতে পারেন বিজেপির রাজ্য সভাপতি। প্রধানমন্ত্রী আরো বলেছেন যে, মানুষের ভিড় বুঝিয়ে দিচ্ছে এবার বিজেপি সরকার গঠন করবে। দিলীপ ঘোষের জন্য গর্ব হয় তাঁদের। দলকে জেতাবার জন্য গত কয়েক বছর ধরে শান্তিতে ঘুমাতে পারেননি তিনি।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!