এখন পড়ছেন
হোম > রাজ্য > পুরুলিয়া-ঝাড়গ্রাম-বাঁকুড়া > জল্পনা বাড়িয়ে দলের হোয়াটসঅ্যাপ গ্রুপ ত্যাগ ও রাজ্য সভাপতির বৈঠকে অনুপস্থিত বিষ্ণুপুরের বিজেপি সাংসদ

জল্পনা বাড়িয়ে দলের হোয়াটসঅ্যাপ গ্রুপ ত্যাগ ও রাজ্য সভাপতির বৈঠকে অনুপস্থিত বিষ্ণুপুরের বিজেপি সাংসদ


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বিধানসভা নির্বাচনে পরাজয়ের পরই প্রবল ভাঙ্গন দেখা দিয়েছে বিরোধী দল বিজেপিতে। দলের প্রতি বেসুরো মন্তব্য করতে শুরু করেছেন একাধিক নেতা। এই পরিস্থিতিতে জল্পনা বাড়ছে বিষ্ণুপুরের বিজেপি সাংসদ ও রাজ্য বিজেপির যুব মোর্চার সভাপতি সৌমিত্র খাঁকে নিয়ে। নির্বাচনের ফলাফলের পর দলে তেমন একটা সক্রিয় ভূমিকায় অংশগ্রহণ করতে দেখা যাচ্ছে না তাঁকে। আর এবার তিনি বিজেপির রাজ্য সভাপতির বৈঠকে উপস্থিত না থাকার সিদ্ধান্ত নিলেন।

প্রসঙ্গত, আজ বিষ্ণুপুরে দলের সাংগঠনিক বৈঠকে যোগদান করবেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এই বৈঠকে যোগদান করছেন না বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। এ প্রসঙ্গে তিনি জানালেন, রাজ্যে লকডাউন চলছে, মিটিং-মিছিল প্রায় বন্ধ রয়েছে। রাজ্য সরকারের এই লকডাউনের সিদ্ধান্তকে মান্যতা দিয়ে বৈঠকে উপস্থিত না থাকার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তাঁর এই বক্তব্য জল্পনা তীব্র আকারে বাড়িয়ে দিয়েছে। এদিকে আজ দলের এক হোয়াটসঅ্যাপ গ্রুপ ছেড়ে দিয়েছেন সৌমিত্র খাঁ। তবে, বিষয়টিকে তেমন তিনি গুরুত্ব দেননি। এ প্রসঙ্গে তিনি জানিয়েছেন, তিনি বিজেপির একজন দায়িত্বপূর্ণ নেতা। প্রথম সাংসদ হিসেবে প্রথম যোগদান করেছেন তিনি। এরকম কোনো বিষয় নয়। অনেক গ্রুপ প্রতিদিন তৈরি হয়। তার কোন একটা থেকে বেরিয়ে যাওয়ার অর্থ বিজেপি ছেড়ে দেওয়া নয়।

অন্যদিকে, তাঁর এই পদক্ষেপ সম্পর্কে তাঁর স্ত্রী সুজাতা খাঁ জানালেন যে, এবার সৌমিত্র খাঁ তৃণমূলে চলে আসুন। তাঁর এই পদক্ষেপ তীব্র আলোড়ন ফেলে দিয়েছে রাজ্য রাজনীতিতে। এদিকে, সম্প্রতি তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হয়েছিল যে, বিজেপির একাধিক সাংসদ তৃণমূলের সঙ্গে যোগাযোগ রাখছেন, যে কোন সময় তাঁরা তৃণমূলে যোগদান করতে পারেন। তার পরই সৌমিত্র খাঁর এই পদক্ষেপ, যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই রাজনৈতিক মহলের দাবি।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!