এখন পড়ছেন
হোম > জাতীয় > জল্পনা বাড়িয়ে এবার প্রধানমন্ত্রীর ভূয়সী প্রশংসা করলেন তৃণমূলের এই হেভিওয়েট সাংসদ

জল্পনা বাড়িয়ে এবার প্রধানমন্ত্রীর ভূয়সী প্রশংসা করলেন তৃণমূলের এই হেভিওয়েট সাংসদ


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আফগানিস্তান তালিবানের দখলে চলে যাবার পর সেখান থেকে দলে দলে মানুষ অন্য দেশে চলে যেতে শুরু করেছেন। সেদেশের আটকে থাকা একশো কুড়ি জন ভারতীয়কে সম্প্রতি বায়ুসেনার একটি বিমানে করে দেশে ফিরিয়ে আনা হয়েছে। কাবুল থেকে বিমানে করে তাদের দেশে ফিরিয়ে আনা হয়। যথেষ্ট কঠিন ছিল কাজটি। কারণ, বারবার তালিবানদের বাধার সম্মুখীন হতে হয়েছিল। ভারতীয়দের দেশে ফিরে আসার পর প্রধানমন্ত্রীকে ভূয়শী প্রশংসা করে চিঠি লিখলেন তৃণমূল সাংসদ দিব্যেন্দু অধিকারী। যেভাবে ভারতীয়দের কাবুল থেকে দুসসাহসিক ভাবে দেশে ফিরে আনা সম্ভব হয়েছে, তার জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালেন তিনি।

প্রধানমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ হয়ে প্রধানমন্ত্রীকে চিঠি দিয়ে তৃণমূল সাংসদ দিব্যেন্দু অধিকারী জানালেন যে, আফগানিস্তানে অনেক কঠিন পরিস্থিতি চলছে। এই পরিস্থিতির মধ্যে ভারতীয় দূতাবাসের কর্মী ও অন্যান্য ভারতীয়দের যেভাবে দেশে ফিরিয়ে এনেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, তাতে তাঁর সাহসিকতা প্রশংসনীয়। তিনি আরো লিখেছেন যে, প্রধানমন্ত্রীর নেতৃত্বে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর সেখানকার ভারতীয়, আফগান শিখ, হিন্দুদের সঙ্গে যেভাবে যোগাযোগ রেখে তাদেরকে উৎসাহ যুগিয়েছেন, তাও সাহসিকতা বলা চলে। এই সংকটময় মুহূর্তে আফগান নাগরিকদের ভিসার ব্যবস্থা করে দেওয়া যথেষ্ট প্রশংসনীয় বলে লিখেছেন তিনি।

চিঠিতে দিব্যেন্দু অধিকারী আরও জানিয়েছেন যে, তিনি বিশ্বাস করেন দেশে ও বিদেশে বসবাসকারী ভারতীয়দের সুরক্ষা, দেশের অখন্ডতা ও দেশের ঐক্য বজায় রাখতে কোন গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে দ্বিধা বোধ করবেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রীর এই আচরণ আগামী দশকের কাছে থাকবে উদাহরণ হয়ে। সরকার যেভাবে তৎপরতার সঙ্গে কাজ করছে তাতে ভারতীয় হিসেবে তিনি নিজেকে গর্বিত বোধ করেছেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তাঁর এই পদক্ষেপ জল্পনা তীব্র করে দিয়েছে রাজনৈতিক মহলে। যদিও বিষয়টি নিয়ে তেমন একটা মুখ খুলতে দেখা যাচ্ছেনা তৃণমূলকে। কিন্তু তৃণমূলে থেকে যেভাবে তিনি প্রধানমন্ত্রীর প্রশংসা করেছেন, তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। দাদা শুভেন্দু অধিকারী ও ভাই সৌমেন্দু অধিকারী যোগদান করেছেন গেরুয়া শিবিরে। যদিও তিনি এখনও তৃণমূল সাংসদ হয়েই রয়েছেন। কিন্তু যেকোনো সময়ে তিনি বিজেপিতে যোগদান করতে বলেন এমন একটা জল্পনা যথেষ্টই রয়েছে। এই অবস্থায় প্রধানমন্ত্রীর ভূয়শী প্রশংসা জল্পনার মাত্রা বহুগুণে বাড়িয়ে দিয়েছে। সেইসাথে উদ্বেগ বাড়তে শুরু করেছে ঘাসফুল শিবিরে।।

 

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!