এখন পড়ছেন
হোম > রাজনীতি > কংগ্রেস > জল্পনা বাড়িয়ে হঠাৎ স্থগিত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আজকের ত্রিপুরা সফর, জেনে নিন কারণ

জল্পনা বাড়িয়ে হঠাৎ স্থগিত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আজকের ত্রিপুরা সফর, জেনে নিন কারণ


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আজ ত্রিপুরা যাবার কথা ছিল তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। যার সমস্ত প্রস্তুতি নিয়েছিল রাজ্যের শাসক দল তৃণমূল। তবে, শেষ পর্যন্ত জানা গেল যে, তাঁর আজকের কর্মসূচি বাতিল করা হয়েছে। আজকের পরিবর্তে এই কর্মসূচি হতে চলেছে আগামী সপ্তাহে। তৃণমূল সূত্রে জানা গেছে যে, আগামী সোমবার অভিষেক বন্দ্যোপাধ্যায় ত্রিপুরায় যাবেন। দলের কাজের জন্য সোমবার ও মঙ্গলবার ত্রিপুরায় থাকতে চলেছেন তিনি। সেদিন ত্রিপুরা যাবার পর প্রথমেই ত্রিপুরেশ্বরী মন্দিরে পূজা দেবার কথা তাঁর। এরপর দলের নেতা-কর্মীদের সঙ্গে বৈঠকে যোগদান করবেন তিনি।

হঠাৎ কেন স্থগিত হলো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ত্রিপুরা সফর? এ প্রসঙ্গে জানা যাচ্ছে যে, করোনা রুখতে ত্রিপুরাতে বেশকিছু কঠোর বিধিনিষেধ জারি করা হয়েছে। সাধারণ দিনে দুপুর দুটোর পর থেকে কারফিউ জারি করা হয়। তবে, শনিবার ও রবিবার অধিক পরিমাণে বিধিনিষেধ জারি করা হবে। এই কারণে ত্রিপুরা গিয়ে যাতে সমস্যায় না পড়তে হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, সরকারি বাধার সম্মুখীন না হয়ে হয় তাঁকে, এ কারণেই পিছিয়ে দেয়া হয়েছে তাঁর ত্রিপুরা সফর।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিকে, গত রবিবার ভোটকুশলী প্রশান্ত কিশোরের আইপ্যাক সংস্থার ২৩ জন সদস্যকে আগরতলার উডল্যান্ডস পার্ক হোটেলে গৃহবন্দি রাখার অভিযোগ উঠেছে। তৃণমূলের অভিযোগ, করোনা বিধি দেখিয়ে জোর করে আটকে রাখা হয়েছিল আইপ্যাক সংস্থার সদস্যদের। এরপর গত বুধবার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, আইন মন্ত্রী মলয় ঘটক, তৃণমূল নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ত্রিপুরায় গিয়েছিলেন। সেখানে তাঁদের বিমানবন্দরে আটকে রাখার অভিযোগ উঠেছে। আবার গতকাল ত্রিপুরা গিয়েছেন তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন, কাকলি ঘোষ দস্তিদার। এই পরিস্থিতিতে আজ ত্রিপুরা যাবার কথা ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। গতকাল তৃণমূলের বৈঠকে পুলিশের বাধা দেয়ার অভিযোগ উঠেছে। পুলিশের কাছ থেকে জানতে চাওয়া হয়েছে যে, কেন তাঁরা এই বৈঠকের আয়োজন করেছেন? এমনটাই অভিযোগ রয়েছে তৃণমূলের।

এ প্রসঙ্গে ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে, পুলিশ প্রশাসন তাদের নিজেদের মতো কাজ করছে। এর মধ্যে সরকারের কোনো ব্যাপার নেই। তিনি আরো জানিয়েছেন, ত্রিপুরার মানুষ অতিথিদের দেবতা বলে মনে করেন। কেউ এখানে আসতেই পারেন। তবে পুলিশ প্রশাসন তাদের নিজেদের কাজ করবে। সরকার তাতে হস্তক্ষেপ করবে না। আবার গতকাল ত্রিপুরার রাজ্য তৃণমূল সভাপতি আশিস লাল সিং অভিযোগ করেছেন যে, গতকাল কাঞ্চনপুরে তৃণমূলের একটি মিছিলে ৪০ জন কর্মীকে পুলিশ আটক করে। করোনার বিধিনিষেধের অজুহাতে তাদের আটক করা হয়। পরে অবশ্য ছেড়ে দেয়া হয়।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!