এখন পড়ছেন
হোম > জাতীয় > জল্পনা বাড়িয়ে হেভিওয়েট তৃণমূল সাংসদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রীর

জল্পনা বাড়িয়ে হেভিওয়েট তৃণমূল সাংসদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রীর


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আগামী বিধানসভা নির্বাচনের প্রাক্কালে তাবড় তাবড় তৃণমূল সাংসদ ও বিধায়কদের বিজেপিভুক্ত করার বিশেষ উদ্যোগ নিয়েছে বিজেপি। তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেছেন শুভেন্দু অধিকারী, রাজীব বন্দ্যোপাধ্যায় সহ একাধিক হেভিওয়েট। সম্প্রতি দিব্যেন্দু অধিকারীকে নিয়ে চলছে তীব্র জল্পনা। একাধিক পদ থেকে ইস্তফা দিয়ে এই জল্পনা অনেকাংশে বাড়িয়ে দিয়েছেন তিনি। জল্পনা বাড়ছে শিশির অধিকারীকে নিয়েও। এই আবহে গতকাল প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে দেখা গেল দিব্যেন্দু অধিকারীকে। ফলে বাড়ছে তীব্র জল্পনা।

গতকাল সরকারি অনুষ্ঠান ছাড়াও রাজনৈতিক অনুষ্ঠানে যোগদান করতে হলদিয়াতে এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। অনুষ্ঠান শেষ হওয়ার পর অনুষ্ঠান মঞ্চের পেছনে একাধিক ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ করেছিলেন প্রধানমন্ত্রী। এসময় শুভেন্দু অধিকারীর সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। শুভেন্দু অধিকারীর সাংগঠনিক দক্ষতাকে প্রশংসা করেন। তাঁকে জানান যে, অনেক মানুষ দেখে তাঁর ভালো লাগছে। ভালো করে কাজ করে যেতে হবে। তাঁর সঙ্গে আবার দেখা করবেন। শুভেন্দু অধিকারী প্রধানমন্ত্রীর কাছে হিংসামুক্ত, শান্তিপূর্ণ নির্বাচনের আর্জি প্রকাশ করেছেন। গতকাল প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে দেখা গেল দিব্যেন্দু অধিকারীকেও।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

গতকাল মঞ্চের পেছনে প্রধানমন্ত্রীর সামান্য ইশারা পেতেই প্রধানমন্ত্রীর কাছে গেলেন তৃণমূল সাংসদ দিব্যেন্দু অধিকারী। প্রধানমন্ত্রী তাঁকে জানান, তাঁর পিতা শিশির অধিকারীর খেয়াল রাখতে। প্রধানমন্ত্রী আরও জানালেন যে, তাঁর খোঁজ প্রধানমন্ত্রীর কাছে আছে। ভালোভাবে তাঁকে কাজ করে যাওয়ার পরামর্শ দিলেন প্রধানমন্ত্রী। সেইসঙ্গে জানালেন, দিল্লি গেলে আবার দেখা হবে তাঁর সঙ্গে। এরপর,
প্রধানমন্ত্রীকে নমস্কার জানালেন তৃণমূল সাংসদ দিব্যেন্দু অধিকারী। সাংসদের পিঠ চাপড়ে দিলেন প্রধানমন্ত্রী।

আবার, এসময় তাৎপর্যপূর্ণ ভাবে প্রধানমন্ত্রীর কাছে উপস্থিত হতে দেখা যায় রাজ্যপাল জগদীপ ধনকরকে। প্রসঙ্গত কিছুদিন আগে একাধারে অনেকগুলি পদ থেকে ইস্তফা দিয়ে জল্পনা বাড়িয়ে রেখেছেন তৃণমূল সাংসদ দিব্যেন্দু অধিকারী। আবার প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে যোগদান করেছিলেন। তিনি জানিয়েছেন, সরকারি অনুষ্ঠানে যোগদান করেছেন তিনি। তবে তাঁকে নিয়ে জল্পনা দিনে দিনে বাড়ছে। কারন ইতিপূর্বে শুভেন্দু অধিকারী জানিয়ে দিয়েছেন যে, বাসন্তী পূজা ও রাম নবমীতে নিজের বাড়িতে পদ্ম ফুল ফোটাবেন তিনি।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!