এখন পড়ছেন
হোম > রাজনীতি > কংগ্রেস > জল্পনার ইতি, অবশেষে ইস্তফা দিলেন কংগ্রেসের হেভিওয়েট মুখ্যমন্ত্রী, ভাঙ্গনের আশঙ্কা হাতশিবিরে

জল্পনার ইতি, অবশেষে ইস্তফা দিলেন কংগ্রেসের হেভিওয়েট মুখ্যমন্ত্রী, ভাঙ্গনের আশঙ্কা হাতশিবিরে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – যে জল্পনা  সকাল থেকেই শুরু হয়েছিল, অবশেষে তাই সত্যি হলো। মুখ্যমন্ত্রীর কুরসী ছেড়ে দিলেন ক্যাপ্টেন অমরিন্দর সিং। এ প্রসঙ্গে তিনি জানালেন, আজ সকালে সোনিয়া গান্ধীকে তিনি চিঠি দিয়েছেন। অপমান বোধ করেছেন তিনি। এত অপমান সহ্য করে দলে থাকা সম্ভব নয়। তিনবার তাকে অপমান করা হয়েছে। এই হেনস্থা সহ্য করে তিনি দলে থাকতে পারবেন না।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

দীর্ঘদিন ধরে পাঞ্জাবে নভজত সিং সিধুর শিবিরের সঙ্গে ক্যাপ্টেন অমরিন্দর সিং এর শিবিরের তীব্র বিরোধ চলছে। গোষ্ঠীদ্বন্দ্ব দিশেহারা করে দিচ্ছিল কংগ্রেস নেতৃত্বকে। শীর্ষ নেতৃত্বের চেষ্টায় কিছুটা সমাধান হলেও, আবার নতুন করে সমস্যা তৈরি হয়েছিল। এরপর শীর্ষ নেতৃত্বের পক্ষ থেকে ইস্তফা দেওয়ার নির্দেশ দেয়া হয় ক্যাপ্টেন অমরিন্দর সিংকে। এর পরেই বৈঠক ডেকেছেন তিনি। সেখানে পদত্যাগের ব্যাপারে সিদ্ধান্ত নেন।

তবে যেভাবে তিনি পদত্যাগ করছেন, তাতে যে কোনো সময় তিনি কংগ্রেস ছেড়ে দিতে পারেন, এমন একটা সম্ভাবনা তীব্র হয়ে উঠেছে। কারণ তিনি নিজেই জানিয়েছেন যে, এমন অপমান সহ্য করে আর তিনি দলে থাকতে পারছেন না। আজ বিকেলে পাঞ্জাবের রাজ্যপাল বানোয়ারীলাল পুরোহিতের কাছে নিজের ইস্তফা পত্র জমা দিয়েছেন তিনি। জানা যাচ্ছে আজকের মধ্যেই সাংবাদিক সম্মেলন করে তাঁর পরবর্তী পদক্ষেপের কথা জানাতে পারেন ক্যাপ্টেন অমরিন্দর সিং।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!