এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > জল্পনার মাঝেই এবার শুভেন্দুকে নিয়ে বড় বার্তা পার্থর, মেঘ কাটার আনন্দে খুশি বাড়ছে তৃণমূলীদের?

জল্পনার মাঝেই এবার শুভেন্দুকে নিয়ে বড় বার্তা পার্থর, মেঘ কাটার আনন্দে খুশি বাড়ছে তৃণমূলীদের?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – রাজ্যের পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারীকে নিয়ে রাজ্যের শাসক দল তৃণমূলের সংশয় ক্রমশই বাড়ছে। দল ছেড়ে না দিলেও, দলের সঙ্গে তাঁর সম্পর্ক তলানিতে ঠেকেছে। যে কোনো সময় তিনি দল ছেড়ে দিতে পারেন, এমন আশঙ্কা রয়েছে দলের সকলেরই। কিন্তু, তাঁর মত জনপ্রিয় নেতা যদি দল ছেড়ে দেন। তবে নির্বাচনের আগেই যথেষ্ট বিপাকে পড়বে শাসকদল তৃণমূল, এমন আশঙ্কা রয়েছে সকলের। এই পরিস্থিতিতে গতকাল বৃহস্পতিবার রামনগরের সভায় বেশ কিছু ইতিবাচক বক্তব্য রাখতে দেখা গেল শুভেন্দু অধিকারীকে।

বৃহস্পতিবার রামনগরের সভা থেকে পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারী জানালেন যে, মুখ্যমন্ত্রী তাঁকে তাড়িয়ে দেয়নি, তিনিও কোথাও যান নি। তাঁর এই বার্তা শুনে আনন্দিত হল শাসক দল তৃণমূল। অনেকে মনে করছেন যে, দলের বিরুদ্ধে এবার বুঝি ক্ষোভ কমতে চলেছে শুভেন্দু অধিকারীর। এ প্রসঙ্গে রাজ্যের শিক্ষামন্ত্রী ও তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় জানালেন যে, শুভেন্দু অধিকারী এখনও তাদের সহযোদ্ধা।

প্রসঙ্গত শুভেন্দু অধিকারী দল ছাড়তে পারেন, দল ছেড়ে তিনি বিজেপিতে যোগ দিতে পারেন, এমন কানাঘুসো চলছে রাজ্যজুড়ে। এই পরিস্থিতিতে অনেকেই মনে করেছিলেন যে, গতকাল বৃহস্পতিবার রাম নগরের সভা থেকে তাঁর রাজনৈতিক অবস্থানের কথা জানাবেন শুভেন্দু অধিকারী। কিন্তু গতকালের এই সভাতে তিনি পরিষ্কারভাবে জানিয়ে দিলেন যে, এটি রাজনৈতিক মঞ্চ নয়। তবে সেইসঙ্গে এটাও তিনি জানালেন যে, তাঁর অরাজনৈতিক সভাতেও এসেছেন কুড়ি হাজার মানুষ। তিনি জানালেন, ” এটা সমবায়ের মেগা শো। রাজনৈতিক মেগা শো নয়। সমবায়ের সঙ্গে যুক্ত ২০ হাজার সদস্য এসেছেন। এটা একদিনে হয় না। এক দশক যুক্ত থাকতে হয়।”

গতকাল এই সভা থেকেই শুভেন্দু অধিকারী জানালেন যে, তিনি এখনো শাসকদল তৃণমূলের প্রাথমিক সদস্য। রাজ্য মন্ত্রিসভারও সদস্য তিনি। দলের নিয়ন্ত্রকেরা তাঁকে দল থেকে তাড়িয়ে দেয় নি। তিনি নিজেও দল ছাড়েননি। মুখ্যমন্ত্রী তাঁকে মন্ত্রিসভা থেকে তাড়িয়ে দেন নি। তিনিও দল ছেড়ে যাননি। এছাড়া তিনি জানালেন যে, সমস্ত পদেই তিনি নির্বাচিত। মন্ত্রিসভাতে থেকে দলের বিরুদ্ধে তিনি কোনো কথা বলতে ইচ্ছুক নন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তবে, গতকাল রামনগরের সভা থেকে শুভেন্দু জানালেন যে, তিনি বসন্তের কোকিল নন। একদিন দুদিনের লোক নন তিনি। সকলের সঙ্গে আত্মিক যোগাযোগ আছে তাঁর। করোনার সময় তিনি মানুষের পাশে থাকেন, লকডাউনের সময়ও তিনি মানুষের পাশে ছিলেন, যা তিনি অম্ফানের সময়ও তিনি। সমস্ত মানুষের সঙ্গে আছেন তিনি। তাঁর কথায়, তিনি ঘরে নন, তিনি থাকেন মাঠে।

গতকাল শুভেন্দু অধিকারীর দল সম্পর্কে ইতিবাচক বক্তব্য শুনে, অনেকেই মনে করছেন যে, এবার দলের সঙ্গে তাঁর মনোমালিন্য কমতে চলেছে। তিনি আবার দাপুটে নেতা হিসেবে শাসক দলে ফিরতে চলেছেন। এই প্রসঙ্গে পার্থ চট্টোপাধ্যায় জানালেন যে, শুভেন্দু অধিকারী তাঁদের সহযোদ্ধা। এদিকে গত বুধবার সুখেন্দু শেখর রায় জানিয়েছিলেন যে, শুভেন্দু অধিকারী এখনো তৃণমূলের সদস্য আছেন।

তবে, গতকাল শুভেন্দু অধিকারীকে নিয়ে করা পার্থ চট্টোপাধ্যায়ের মন্তব্যকে যথেষ্ট কটাক্ষ করলেন বামপন্থী নেতা সুজন চক্রবর্তী। তিনি মন্তব্য করেছেন ” পিসি-ভাইপোর দলে আর কারও মর্যাদা নেই। যে মই বেয়ে মমতা বন্দ্যোপাধ্যায় উঠেছেন, উঠেই সেই মইটা তিনি বাতিল করেছেন। এটা বরাবর করে এসেছেন।” শুভেন্দু অধিকারী কি পদক্ষেপ গ্রহণ করতে চলেছেন আগামী দিনে? তা নিয়ে দিনকে দিন বাড়ছে জল্পনা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!