এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > জমজমাট বঙ্গ রাজনীতি: তৃণমূল নেতাকে ফেলে পেটালো পুলিশ! বিজেপি সভাপতির ভাইপো গেলেন তৃণমূলে!

জমজমাট বঙ্গ রাজনীতি: তৃণমূল নেতাকে ফেলে পেটালো পুলিশ! বিজেপি সভাপতির ভাইপো গেলেন তৃণমূলে!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – একেবারে উলটপুরান, পুলিশের হাতে রাম ধোলাই তৃণমূল নেতার, অবরোধ করার কারণে। শেষ পর্যন্ত আহত তৃণমূল নেতাকে ভর্তি হতে হলো হাসপাতালে। এই ঘটনাটি কোচবিহার জেলার দিনহাটা শহরে। দিনহাটা পুরসভার ১ নম্বর ওয়ার্ডের কো-অর্ডিনেটর জয়দীপ ঘোষকে তাঁর বাড়িতে ঢুকেই প্রচণ্ড মারধর করলো পুলিশ, এমনই বিস্ফোরক অভিযোগ আনলেন পুলিশের বিরুদ্ধে দিনহাটার এই দাপুটে তৃণমূল নেতা। অন্যদিকে সেদিনই দ্বিতীয় উলটপুরান ঘটলো মালদহে। মালদহ জেলার বিজেপি সভাপতি গোবিন্দ মন্ডলের ভাইপো কাশীনাথ মন্ডল দলবলসহ যোগদান করলেন তৃণমূলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত রবিবার কোচবিহার জেলার দিনহাটা শহরে টানা ৭ ঘন্টা ধরে পথ অবরোধ করেছিলেন তৃণমূল সমর্থিত ট্রাক ইউনিয়নের চালকেরা। দীর্ঘসময়ের এই অবরোধের ফলে সৃষ্টি হয় প্রবল যানজট। সেদিন দুপুর থেকে এই যানজট তীব্র আকার ধারণ করে। ফলে ভোগান্তিতে পড়তে হয় সাধারণ মানুষদের। শোনা যায়, এই অবরোধে নেতৃত্ব দিয়েছিলেন দিনহাটা পুরসভার ১ নম্বর ওয়ার্ডের কো-অর্ডিনেটর ও দিনহাটার দাপুটে তৃণমূল নেতা জয়দীপ ঘোষ।

এরপর, গত রবিবার রাতেই তৃণমূল নেতা জয়দীপ ঘোষের কলেজ পাড়ার বাড়িতে চলে আসে বিরাট পুলিশ বাহিনী। শুরু হয় প্রচণ্ড মারধর। তৃণমূল নেতা জয়দীপ ঘোষ অভিযোগ করেছেন যে, দিনহাটার কলেজ পাড়ায় তাঁর বাড়িতে সেদিন রাতে হঠাৎ আসেন দিনহাটা থানার পুলিশ ও আধিকারিকরা। তাঁকে প্রচণ্ড মারধর করেছেন। আহত অবস্থায় সম্প্রতি তিনি দিনহাটা মহকুমা হাসপাতালে ভর্তি আছেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

হাসপাতালের বেডে শুয়ে আহত তৃণমূল নেতা জানালেন, গত রবিবার রাতে তাঁর বাড়িতে বিরাট পুলিশবাহিনী এসেছিল। তিনি অভিযোগ করেছেন, ঘরে ঢুকেই তারা তাঁকে গালিগালাজ করতে শুরু করে, তারপর শুরু হয় মারধর। তবে, রবিবারের অবরোধের ঘটনার সঙ্গে তৃণমূল জড়িত নয় বলে জানালেন দিনহাটা শহর ব্লক তৃণমূল সভাপতি। গতকাল গণ মাধ্যমের সামনে দিনহাটা শহর ব্লক তৃণমূল সভাপতি অসীম নন্দী জানালেন যে, তৃণমূল কখনোই মানুষের অসুবিধা করে কোন আন্দোলন করে না। রবিবারের পথ অবরোধের সঙ্গে কোনো সম্পর্কই নেই তৃণমূলের।

প্রসঙ্গত রবিবার দিনহাটায় অবরোধ ডাকা তৃণমূল সমর্থিত ট্রাক ইউনিয়নও এই এই অবরোধে তৃণমূলের হাত ছিল কিনা? সে বিষয়ে কোনো বক্তব্য রাখে নি।এ বিষয়ে কথা বলতে চেয়ে সাংবাদিকেরা একাধিকবার ফোন করেছিলেন দিনহাটার এসডিপিওকে কিন্তু তিনিও নিরুত্তর। নিরুত্তর আইসি, নিরুত্তর পুলিশ সুপার কে কান্ননও।

অন্যদিকে, গত রবিবার মালদহ জেলা বিজেপি সভাপতি গোবিন্দ মন্ডল এর ভাইপো কাশীনাথ মন্ডল বিজেপি ছেড়ে এলেন তৃণমূলে। গত রবিবার সন্ধ্যায় দলবল সহ তিনি যোগদান করলেন তৃণমূলে। গত রবিবার মালদহের গাজোল বিধানসভা বৈরগাছি-১ গ্রাম পঞ্চায়েতের রামনগর হাই মাদ্রাসায় তৃণমূলের এক বিশেষ কর্মী সভার আয়োজন করা হয়েছিল। যে সভায় তিনি যোগদান করলেন তৃণমূলে। মালদহ জেলা তৃণমূল কো অর্ডিনেটর দুলাল সরকারের নেতৃত্বে চললো এই যোগদান পর্ব।

সেদিন তৃণমূলের পতাকা হাতে তুলে নিয়ে আনুষ্ঠানিকভাবে তৃণমূলে যোগদান করলেন কাশীনাথ মন্ডল। তাঁর তৃণমূলে যোগদানে যথেষ্ট উচ্ছ্বসিত তৃণমূল শিবির। তৃণমূলের কো অর্ডিনেটর দুলাল সরকার জানালেন, মুখ্যমন্ত্রীর উন্নয়নে অনুপ্রাণিত হয়ে তৃণমূল দলে যোগদান করেছেন তিনি। তাঁরা তাকে স্বাগত জানিয়েছেন। বিজেপি জেলা সভাপতির ভাইপো সহ আরো ৪০ জন সেদিন যোগদান করেছেন তৃণমূলে। ভাইপোর তৃণমূলে যোগদানের বিষয়ে মালদহ জেলা বিজেপি সভাপতি গোবিন্দ মন্ডল জানান, নির্বাচনের পূর্বে ঘৃণ্য রাজনীতি শুরু করেছে রাজ্যের শাসক দল তৃণমূল। এভাবেই গত রবিবার ঘটে গেল একসঙ্গে দুটো উলটপূরাণের ঘটনা উত্তরবঙ্গের দুই জেলায়।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!