এখন পড়ছেন
হোম > জাতীয় > জম্মু কাশ্মীরের পর কি আরেক রাজ্যে সরকার হারাতে চলেছে বিজেপি? বাড়ছে জল্পনা

জম্মু কাশ্মীরের পর কি আরেক রাজ্যে সরকার হারাতে চলেছে বিজেপি? বাড়ছে জল্পনা


সম্প্রতি জম্মু কাশ্মীর রাজ্যে এনডিএ জোট সঙ্গী সদস্যপদ থেকে সদস্যপদ প্রত্যাহার করেছে পিডিপি দল। সেই কারণেই কেন্দ্রের বিজেপি সরকারের ওপরে ক্ষুদ্ধ হয়ে জম্মু কাশ্মীর রাজ্যের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়েছেন পিডিপি নেত্রীমেহবুবা মুফতি। এই ঘটনার পরে বিহারের মুখ্যমন্ত্রী জেডিইউ নেতা নীতীশ কুমারের হালফিলে করা মন্তব্যকে কেন্দ্র করে তৈরী হয়েছে নতুন আশঙ্কা।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এমনকি সূত্র মারফত জানা গিয়েছে ঝাড়খণ্ডের বিধানসভা নির্বাচনে বিজেপির বিরুদ্ধে প্রার্থী মনোনীত করেছে জেডিইউ দল। জেডিইউ দলীয় সূত্রে ইতিমধ্যেই আভাস পাওয়া গিয়েছে আসন্ন লোকসভা নির্বাচনেও এই দুই দল পস্পর প্রতিদ্বন্দ্বী হিসেবেই রাজনৈতিক লড়াইয়ে সামিল হবে। যদিও প্রতিবেশী রাজ্যে জেডিইউ দলের বিজেপি বিরোধীতার প্রকৃত কোনো কারণ জানা যায়নি। জনতা দল ইউনাইড দলের কিছু নেতার থেকে জানা গিয়েছে বিহারে জোটে বিজেপি জোটসঙ্গী হলেও বিজেপির একতরফা আদেশ মেনে নিতে অসম্মত রাজ্যের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার।

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

এরপর গত রবিবার নীতি আয়োগের বৈঠকে বিশেষ রাজ্যের তকমার দাবি ও অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুর অবস্থানকে সমর্থন করেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। এছাড়াও অপরাধ, দুর্নীতি ও ও ধর্মীয় হানাহানি কোনো কিছুর সাথেই কোনো আপোষ করা হবেনা কয়েকদিন আগেই জেডিইউ এই নেতা জানিয়েছিলেন। এই প্রসঙ্গকে জোট সম্ভবনার সাথে সংযুক্ত করে সাংবাদিকদের করা প্রশ্নের উত্তরেও নীতীশ কুমার বলিষ্ঠ ভঙ্গিতেই জবাব দিয়ে বলেছেন, “জোটের কথা ছাড়ুন, কাজের কথা বলুন। ” সবদিক বিবেচনা করেই মনে করা হচ্ছে আসন্ন লোকসভা নির্বাচনের আগেই এনডিএ জোট সঙ্গীপ থেকে জেডিইউ সদস্যপদ প্রত্যাহার করে নেবে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!