এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > জামবুনির সভা থেকে বিজেপিকে কঠোর ভাষায় আক্রমন মুখ্যমন্ত্রীর

জামবুনির সভা থেকে বিজেপিকে কঠোর ভাষায় আক্রমন মুখ্যমন্ত্রীর


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আজ বোলপুরের ডাকবাংলোর মাঠ থেকে জামবুনি পর্যন্ত ৪ কিমির পদযাত্রা করলেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর এই পদযাত্রায় ছিল জনজোয়ার। বেলা বাড়তেই বাড়তে থাকে জনসমাগম। রাস্তার দু পাশে দাঁড়ানো অগণিত মানুষ শঙ্খধ্বনি, উলুধ্বনির মাধ্যমে স্বাগত জানান মুখ্যমন্ত্রীকে। বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল জানিয়েছেন যে, এই পদযাত্রায় অংশগ্রহণ করেছেন শুধু বীরভূম থেকেই ৩ লক্ষ মানুষ। পদযাত্রার পর জামবুনিতে সভা মুখ্যমন্ত্রীর। যে সভা থেকে তীব্র আক্রমণ করলেন বিজেপিকে।

জামবুনির সভা থেকে মুখ্যমন্ত্রী জানালেন যে, কিছুদিন ধরেই কুকথায়, অকথায় রবীন্দ্রনাথ ঠাকুর, অমর্ত্য সেনকে আক্রমণ করা হচ্ছে। তাই প্রতিবাদের ভাষা জোরদার করতেই বোলপুরের মাটিতে এসেছেন তিনি। তিনি জানালেন যে, ইতিপূর্বে রাজীব গান্ধীর সঙ্গে প্রথমবার বিশ্বভারতীতে এসেছিলেন তিনি। মুখ্যমন্ত্রী জানালেন যে, পশ্চিমবঙ্গে এসে শুধু বিবেকানন্দের গলায় মালা দিলে চলবে না, জানতে হবে এখানকার সমস্ত কিছু।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

মুখ্যমন্ত্রী জানালেন যে, নতুন করে সোনার বাংলার স্বপ্ন দেখানোর কোনো প্রয়োজন নেই। সোনার বাংলার স্রষ্টা হলেন রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি অভিযোগ করেছেন, বিশ্বভারতী শান্তিনিকেতনের অপমান করা হচ্ছে। বিশ্বভারতীতে ঘৃণ্য রাজনীতির আমদানি করা হয়েছে বলে অভিযোগ করলেন তিনি। তিনি জানান, ঘৃণ্য-বিদ্বেষমূলক রাজনীতির আমদানি করা হচ্ছে। প্রতি সপ্তাহে একবার করে ফাইভ স্টারের খাবার পরিবেশন হচ্ছে, আদিবাসীদের বাড়িতে। তিনি অভিযোগ করলেন যে, আদিবাসীদের অপমান করার কোন অধিকার থাকতে পারে না। তিনি জানালেন, বিজেপির দলীয় পতাকা বহন করে এজেন্সির লোকেরা।

জনগণের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী জানালেন যে, বিজেপি যদি টাকা দেয়, তবে সে টাকা নিতে। কিন্তু ভোটে তাদের বিদায় করে দিতে। তিনি জানালেন যে, টাকা দিয়ে কয়েকজন বিধায়ক কিনে তৃণমূলকে কিনে নেয়া যায়না। বিশ্বভারতীর উপাচার্য সম্পর্কে তিনি জানালেন যে, বিজেপির একজন মার্কামারাকে উপাচার্য করে আনা হয়েছে। কিন্তু কলকাতা বিশ্ববিদ্যালয়, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে এমন করা হয়নি।

তিনি জানালেন যে, কেন্দ্রের নয়া কৃষি আইনের বিরুদ্ধে এক মাসেরও বেশি সময় ধরে কৃষকদের আন্দোলন চলছে। কৃষকদের ফসল নিয়ে পালিয়ে যাবে, এমনই দেশ তৈরি করছে বিজেপি। তিনি জানালেন যে, তাঁর একটাই পরিবার, তা হল মানুষের পরিবার, আর কেউ নেই। জনগনের উদ্দেশে তিনি জানালেন যে, গ্রামে যদি কোনো বহিরাগত দেখা যায়, তবে পুলিশে খবর দিতে। ভোকাট্টা করে উড়িয়ে দিতে বিরোধীদের। মুখ্যমন্ত্রীর জানালেন, ২১ তাঁদের গর্ব, ২১ তাঁদের পথ দেখাবে। বহিরাগত আসার আগেই সকলকে ভোটার তালিকায় নাম তোলার নির্দেশ দিলেন তিনি।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!