এখন পড়ছেন
হোম > জাতীয় > জামিয়া মিলিয়ার ছাত্রীকে আক্রমন করতে গিয়ে এবার বড়সড় দুই ধাক্কা পায়েল রোহিতাগির

জামিয়া মিলিয়ার ছাত্রীকে আক্রমন করতে গিয়ে এবার বড়সড় দুই ধাক্কা পায়েল রোহিতাগির


পায়েল রোহিতাগী, একজন বি গ্রেড সিনেমার অভিনেত্রী এবং বিগ বসের প্রতিযোগী হিসেবেই তাঁকে সবাই চেনে। তবে বারংবার বিভিন্ন বিষয়ে মুখ খুলে তিনি তীব্র সমালোচিত হয়েছেন নেট জগতে। এর আগেও তিনি বহু বিতর্কিত বিষয়ে নিজের মতামত দিয়েছেন, যেগুলি অত্যন্ত নিন্দার মুখোমুখি হয়েছে। এবারও তিনি জামিয়া মিলিয়া ছাত্রী সফুরা জরগারকে নিয়ে অশ্লীল মন্তব্য করায় তাঁর বিরুদ্ধে চূড়ান্ত সমালোচনা শুরু হয়েছে নেট দুনিয়ায়। এমনকি তাঁর টুইটার অ্যাকাউন্টটিও ব্লক করা হয়েছে বলে জানা গেছে।

সম্প্রতি দিল্লি দাঙ্গায় রাস্তা বন্ধ করার অভিযোগে এই মুহূর্তে জেলবন্দি রয়েছেন জামিয়া মিলিয়া ছাত্রী সফুরা জরগার। তবে জানা গেছে, তিনি এই মুহুর্তে অন্তঃসত্ত্বা এবং এই কারণেই তাঁকে মুক্তি দেওয়ার জন্য আবেদন জানাচ্ছে নেটদুনিয়ার সবাই। যদিও জামিনের এই আবেদন অস্বীকার করেছেন জামিয়া মিলিয়া ছাত্রী সফুরা জরগার নিজেই। তারপরেই টুইটারের আসরে নামেন পায়েল রোহিতাগী। চূড়ান্ত অশ্লীল ভাষায় আক্রমণ করেন সফুরা জরগারকে। আর এরপরেই ধর্মীয় বিদ্বেষ ছড়ানোর অভিযোগে পায়েল এর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানা গেছে।

সফুরাকে নিয়ে মন্তব্য করার পরেই নেটিজেনদের প্রায় প্রত‍্যেকেই পায়েলের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়ে। পায়েল এর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন আইনজীবী আলি কাশিফ খান। জানা গেছে, তিনি মুম্বইয়ের ওশিওয়ারা থানায় অভিযোগ দায়ের করেছেন এবং জানিয়েছেন লকডাউন উঠে যাবার পরেই পায়েলকে আদালতে হাজিরা দিতে হবে। ওই আইনজীবীর কথায়, পায়েল ইচ্ছাকৃতভাবে মুসলিমদের বিরুদ্ধে ঘৃণা ছড়ান এবং হিন্দু মুসলিমদের মধ্যে জাতিবিদ্বেষ ও ধর্ম বিদ্বেষ ছড়িয়ে দাঙ্গা লাগানোই পায়েলের একমাত্র উদ্দেশ্য।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সূত্রের খবর, এর আগেও রাজস্থান পুলিশের হাতে পায়েল গ্রেফতার হয়েছিলেন এরকমই একটি ঘটনায়। অন্যদিকে পায়েলের মন্তব্য, তাঁর বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে তা সর্বৈব মিথ্যা। কারণ তিনি দেশের অন্য সব মুসলিমকে উদ্দেশ্য করে টুইট করেননি। শুধুমাত্র সফুরাকে উদ্দেশ্য করেই একটি টুইট করেছিলেন। শুধু তাই নয়, তিনি আরো বলেন অভিনেত্রী স্বরা ভাস্কর যখন দেশ বিরোধী মন্তব্য করেন তখন তাঁর বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া হয়না। কিন্তু পায়েল মুখ খুললেই তাঁকে হয় সোশ্যাল মিডিয়ায় ব্লক করে দেওয়া হয় না হলে থানায় অভিযোগ দায়ের করা হয়।

অন্যদিকে এই ঘটনার পরিপ্রেক্ষিতে বিশেষজ্ঞদের মত, একজন অনামী অভিনেত্রী সংবাদ শিরোনামে থাকার জন্যই বারংবার প্রচেষ্টা চালান। ঠিক সেভাবেই পায়েলও সফুরার বিরুদ্ধে অশ্লীল মন্তব্য করে শিরোনামে উঠতে চেয়েছেন। অনেকটা নেগেটিভ পাবলিসিটি যাকে বলে তিনি তাই করতে চেয়েছেন। তবে বারংবার পায়েল রোহিতাগী সমালোচনার শীর্ষে উঠে আসেন যেভাবে তা যথেষ্ট নিন্দনীয় বলে দাবি দেশের বিদ্বজ্জনদের। আপাতত পায়েল এর বিরুদ্ধে কী আইনী ব্যবস্থা নেওয়া হয় আগামী দিনে, সেদিকেই এখন চোখ থাকবে সবার।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!