এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > জামিন পেলেও বহাল রইল বিধি-নিষেধ, স্বস্তির মাঝেই অস্বস্তি হেভিওয়েটদের!

জামিন পেলেও বহাল রইল বিধি-নিষেধ, স্বস্তির মাঝেই অস্বস্তি হেভিওয়েটদের!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  অবশেষে বহু নাটকীয়তার টানাপোড়েনের পর ফয়সালা হল নারদ মামলার। হাইকোর্টের শুনানি পর্বে আজ জামিনে মুক্ত হলেন নারদ কান্ডে গ্রেপ্তার হওয়া চার হেভিওয়েট। তবে জামিনে মুক্তি পেলেও সংবাদমাধ্যমের সামনে মুখ খোলা নিয়ে বিধি-নিষেধ রয়েছে এই চার হেভিওয়েটের। এক্ষেত্রে বহু টালবাহানার পর জামিন পেয়ে তারা স্বস্তি লাভ করলেও, তাদের ক্ষেত্রে যে কিছুটা হলেও অস্বস্তি থেকেই যাচ্ছে, তা বলাই যায়।

প্রসঙ্গত উল্লেখ্য, গত 17 তারিখে নারদ কান্ডে গ্রেপ্তার করা হয় রাজ্যের দুই মন্ত্রী ফিরহাদ হাকিম এবং সুব্রত মুখোপাধ্যায়কে। এছাড়াও গ্রেপ্তার করা হয় তৃণমূল বিধায়ক মদন মিত্র এবং রাজ্যের প্রাক্তন মন্ত্রী শোভন চট্টোপাধ্যায়কে। আর এরপর থেকেই তৃণমূলের পক্ষ থেকে প্রতিহিংসাপরায়ণ আচরণ করা হচ্ছে বলে অভিযোগ করা হয় সিবিআইয়ের বিরুদ্ধে।

পাল্টা তৃণমূল নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ একাধিক প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে মামলায় প্রভাব সৃষ্টি করার অভিযোগ তুলে এই মামলা যাতে অন্য রাজ্যে নিয়ে যাওয়া হয়, তার জন্য আবেদন করতে শুরু করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। অবশেষে বৃহস্পতিবার এই মামলার চূড়ান্ত রায়দান হবে বলে মনে করা হয়েছিল। কিন্তু শেষপর্যন্ত উভয়পক্ষের কথা শোনার পর শুক্রবার প্রথমেই জামিন নিয়ে আলোচনা হবে বলে জানিয়ে দেয় কলকাতা হাইকোর্ট।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অবশেষে আজ গোটা রাজ্যের নজর ছিল কলকাতা হাইকোর্টের দিকে। জামিন পান নারদ কান্ডে ধৃত ব্যক্তিরা, নাকি তাদের আবার জেল হেফাজত হয়, তা নিয়ে রীতিমত নানা মহলে গুঞ্জন তৈরি হতে শুরু করে। তবে অবশেষে নারদ মামলায় বড়সড় স্বস্তি পেলেন চার হেভিওয়েট। সূত্রের খবর, আজ কলকাতা হাইকোর্টের বিচারপতিদের বৃহত্তর বেঞ্চের পক্ষ থেকে জামিন মঞ্জুর করা হলেও ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায় মদন মিত্র এবং শোভন চট্টোপাধ্যায়ের। যা রাজ্যের শাসকদলের কাছে যথেষ্ট স্বস্তির কারণ বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

তবে চার হেভিওয়েট জামিন পেলেও, তাদের বেশ কিছু বিধিনিষেধ রয়েছে বলে খবর। এক্ষেত্রে তারা জামিনে মুক্ত হলেও তদন্ত প্রক্রিয়া নিয়ে সংবাদমাধ্যমে সামনে কোনোভাবেই মুখ খুলতে পারবেন না অভিযুক্তরা। শুধু তাই নয়, তাদের কোনো জমায়েতে জড়িত না থাকারও নির্দেশ দেওয়া হয়েছে বলে খবর। এছাড়াও সিবিআই যদি তদন্তের স্বার্থে এই সমস্ত অভিযুক্তদের ডেকে পাঠায়, তাহলে তাদের সেখানে সহযোগিতা করে উপস্থিত হতে হবে বলেও খবর পাওয়া যাচ্ছে।

যার জেরে বিশেষজ্ঞদের একাংশ বলছেন, এ যেন শেষ হয়েও হইল না শেষ। হয়ত বা জামিনে মুক্তি পেয়ে কিছুটা হলেও স্বস্তি পেলেন চার হেভিওয়েট। তবে তাদের ক্ষেত্রে জারি করা বেশ কিছু বিধিনিষেধ কিছুটা হলেও তাদের জয়ের মাঝে বড় কাঁটা বলেই দাবি একাংশের। তবে দিনের শেষে নারদ মামলায় যে বড়সড় জয় পেলেন হেভিওয়েটরা, তা বলার অপেক্ষা রাখে না।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!