জামিন পেতে রাজ্যের বাইরে থাকতেও রাজি পার্থ! পাল্টা কটাক্ষ সুকান্তর! তৃণমূল বিজেপি রাজনীতি রাজ্য December 4, 2024 প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- অর্পিতা মুখোপাধ্যায় এবং মানিক ভট্টাচার্যরা যখন একের পর এক জামিন পেয়ে যাচ্ছেন, তখন কার্যত হতাশ নিয়োগ দুর্নীতি মামলায় জেলে থাকা রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। আজ তার আইনজীবী সুপ্রিম কোর্টে জামিনের আবেদন করেছেন। যেখানে সকলে জামিন পেয়ে গেলেও, কেন তিনি জামিন পাচ্ছেন না, এই প্রশ্ন তুলে ধরেছেন। শুধু তাই নয়, জামিন পেলে বাইরের রাজ্যে থাকতেও রাজি বলে কাতর আবেদন জানিয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। আর এই পরিস্থিতিতে সুপ্রিম কোর্টের বিচারপতি যখন ভর্ৎসনা করেছেন, ঠিক তখনই সেই পার্থ চট্টোপাধ্যায়কে নিয়ে বড় মন্তব্য করলেন বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। প্রসঙ্গত, এদিন পার্থবাবুর এই কাতর আবেদন নিয়ে সুকান্ত বাবুকে একটি প্রশ্ন করা হয়। আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি বলেন, “বিপদে পড়লে দায় অস্বীকার করাটা মোটেই ভালো কাজ নয়। ২৮ কোটি টাকা উদ্ধার হয়েছে। বিচারপতি তো এটাও বলেছেন যে, এই টাকা পুলিশ বা সিবিআই গিয়ে রেখে দিয়েছে, এমনটা তো নয়। উনি যতই বাইরের রাজ্যে যাওয়ার কথা বলুন না কেন, অপরাধ করলে অপরাধীকে নির্দিষ্ট সময় পর্যন্ত জেলের ভেতরেই থাকতে হবে। যতদিন না গোটা বিষয়টি জামিন পাওয়ার জায়গায় আসে।” আপনার মতামত জানান -