এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > জামিনের আবেদন খারিজ অনুব্রতর ছায়াসঙ্গীর ! অস্বস্তি বাড়লো হেভিওয়েটের !

জামিনের আবেদন খারিজ অনুব্রতর ছায়াসঙ্গীর ! অস্বস্তি বাড়লো হেভিওয়েটের !


 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- গরু পাচার থেকে শুরু করে ভোট পরবর্তী হিংসা মামলায় নাম উঠে আসায় জেরা করা হয়েছে বীরভূমের দোর্দণ্ডপ্রতাপ তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলকে। শুধু তাই নয়, তার ঘনিষ্ঠদেরও বেশ কিছু ক্ষেত্রে জেরা করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।যদিও এই গোটা ঘটনাকে কেন্দ্র করে অনুব্রত ছায়াসঙ্গী সায়গল হোসেনের ওপর নজরদারি বাড়িয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা অবশেষে তিনি গ্রেফতার হন। এদিন  সায়গল হোসেনের আইনজীবী তার মক্কলের জমিনের জন্য আদালতে আবেদন করনে কিন্তু আসানসোল সিবিআই আদালতের তরফ থেকে তার জামিনের আবেদন সম্পূর্ণরূপে খারিজ দেয় ।

সূত্রের খবর অনুযায়ী জানা যাচ্ছে বর্তমানে সিবিআইয়ের হাতে বেশকিছু নতুন তথ্য  পাওয়ায় সেইগুলি নিয়ে সায়গল হোসেনকে জেরা করবার প্রয়োজন রয়েছে বলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফ থেকে জানানো হয় আদালতে ,জার জন্যই সায়গল হোসেনের জামিনের আবেদন খারিজ করে দেওয়া হয়েছে। স্বভাবতই আদালতের নির্দেশ অনুযায়ী সিবিআই হেফাজতেই থাকতে হবে সায়গলকে তবে জানানো হয়েছে এই মামলার পরবর্তী শুনানি হবে চলতি ২২শে জুলাই। অর্থাৎ আদালতে জামিনের আবেদন খারিজ হওয়াতে অনেকটাই চাপের মুখে পড়ে গেলেন অনুব্রতর ছায়াসঙ্গী হিসেবে পরিচিত সায়গল হোসেন এমনটাই মনে করছেন একাংশ । তবে সব মিলিয়ে এখন দেখার বিষয় আগামীতে গোটা পরিস্থিতি কোন দিকে গড়ায় সে দিকে নজর থাকবে সকলের ।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!