এখন পড়ছেন
হোম > রাজ্য > বর্ধমান > জামিনের আশায় আত্মসাৎ করা সরকারি লক্ষাধিক টাকা তড়িঘড়ি জমা দিল অভিযুক্ত, কী হল জেনে নিন

জামিনের আশায় আত্মসাৎ করা সরকারি লক্ষাধিক টাকা তড়িঘড়ি জমা দিল অভিযুক্ত, কী হল জেনে নিন


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – শাসকদলের বিরুদ্ধে দুর্নীতি নিয়ে বরাবরই তীব্র প্রতিবাদ জানিয়ে আসছে রাজ্যের বিরোধী দলগুলি। গতকালই তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন, 100 দিনের শ্রমিকদের বেতন বাড়ানোর। এই নিয়ে বিরোধীদের কটাক্ষের শেষ নেই। বিরোধীদের দাবি, টাকা চুরির নতুন রাস্তা করা হল। কারণ, বিভিন্ন প্রকল্পের সূত্রে দুর্নীতি ইতিমধ্যেই সামনে এসেছে। পাশাপাশি তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু বরাবরই শুদ্ধিকরণের ওপর জোর দিয়েছেন। এমনকি শুদ্ধিকরণের রাস্তায় হেঁটে বহু নেতা শাস্তিও পেয়েছেন। আর এবার খণ্ডঘোষ থানার শশঙ্গা পঞ্চায়েতে একশো দিনের প্রকল্প থেকে হাতিয়ে নেওয়া প্রায় 7 লক্ষাধিক টাকা তড়িঘড়ি সরকারি অ্যাকাউন্টে জমা পড়েছে বলে জানা গিয়েছে।

আর তাই এই লক্ষাধিক টাকা চুরিতে অভিযুক্ত সুপারভাইজারের অন্তর্বর্তী আগাম জামিন মঞ্জুর হয়ে গেল। প্রসঙ্গত, শশঙ্গা পঞ্চায়েতে একশো দিনের প্রকল্পে ফুটবল মাঠ এবং ক্যানাল সংস্কার নিয়ে অভিযোগ ওঠে অনিয়মের। এ ব্যাপারে শশাঙ্ক পঞ্চায়েতের বিডিও গত তেসরা ডিসেম্বর 6 জন সুপারভাইজারের বিরুদ্ধে থানায় অভিযোগ জানান। সরকারি অর্থ চুরির দায়ে মামলা রুজু হয়। এই বিষয়টি বিডিও জেলাশাসককে জানালে জেলাশাসক এফআইআরের নির্দেশ দেন বিডিওকে। সেইমতো বিডিও অভিযোগ দায়ের করেন। তবে প্রাথমিকভাবে থানা কোনো ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ উঠেছে। এরপরে জেলাশাসক সরকারি অর্থ নয়ছয়ের বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য জেলার পুলিশ সুপারকে চিঠি দেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

যথারীতি নড়েচড়ে বসে এবার পুলিশ। গ্রেফতারি এড়াতে ছয়জন সুপারভাইজারের মধ্যে একজন আগাম জামিনের আবেদন করেন এবং শুক্রবার সেই আবেদনের শুনানি হয়। জানা গিয়েছে, অভিযুক্ত সুপারভাইজারের আইনজীবী সরকারি অ্যাকাউন্টে সাত লক্ষ তিন হাজার ছশো কুড়ি টাকা জমা পড়েছে বলে দাবি করেন। পাশাপাশি শশঙ্গা পঞ্চায়েত প্রধান এই টাকা দেওয়ার কথা স্বীকার করেন। সরকারি আইনজীবীও এই কথা মেনে নিয়েছেন। অন্যদিকে এই কেসের তদন্তকারী অফিসার আত্মসাৎ করা টাকা সরকারি অ্যাকাউন্টে জমা করার কথা জানিয়েছেন।

সব শুনে অভিযুক্ত সুপারভাইজারের অন্তর্বর্তী আগাম জামিন মঞ্জুর করেন জেলা জজ। তবে পুরো বিষয়টির সত্যতা প্রকাশ বিষয়ে নিশ্চিত হবার জন্য তদন্তকারী অফিসারকে নির্দেশ দেওয়া হয়েছে। বিধানসভা নির্বাচনের প্রাক্কালে রাজ্যের শাসক দল যে শুদ্ধিকরণের ওপর বেশি জোর দেবে, সে কথা বলাই বাহুল্য। তবে দুর্নীতি নিয়ে বিরোধী দলের চড়া সুর নাকি শাসকদলের শুদ্ধিকরণ ভোটবাক্সে কোনটি প্রভাব ফেলে, সেদিকেই এখন লক্ষ্য রয়েছে রাজনৈতিক মহলের।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!