এখন পড়ছেন
হোম > খেলা > জামশেদপুরেই জয়ের ঘোড়া থেমে গেল মোহনবাগানের? দর্শকদের হতাশা নিয়ে উঠছে প্রশ্ন!

জামশেদপুরেই জয়ের ঘোড়া থেমে গেল মোহনবাগানের? দর্শকদের হতাশা নিয়ে উঠছে প্রশ্ন!


আপনাদের সুবিধার্থে খবরের শেষে বিধানসভা ২০২১ উপলক্ষে আমাদের করা সর্বশেষ সমীক্ষার প্রতিটির লিঙ্ক দেওয়া আছে।

আপনার মতামত জানান -

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – করোনা পরিস্থিতিতে বর্তমানে খেলার ময়দানে খেলা হচ্ছে বটে, কিন্তু দর্শক শূন্য অবস্থায়। সম্প্রতি শুরু হয়েছে আইএসএল লিগ। এই লিগে যেরকম ইস্টবেঙ্গল এসেছে, সেরকমই এবছর পা দিয়েছে মোহনবাগান। এই লিগের শুরুতেই ইস্টবেঙ্গলকে হারিয়ে মোহনবাগান জয়ের রথে চেপে বসেছিল। পরপর দুটি জয়ের পর হ্যাটট্রিকের দিকে এগিয়ে যাচ্ছিল মোহনবাগান। কিন্তু এমন সময় আসে বাধা। মোহনবাগানের জয়ের রথ থেমে গেল সোমবার সন্ধ্যায়। সোমবার মোহনবাগানের ম্যাচ ছিল জামশেদপুরের বিরুদ্ধে। আর সেখানেই দর্শকদের হতাশ করল মোহনবাগান।

জামশেদপুরের নেরিজাস ভালসকিস দুটি গোল দিয়ে মোহনবাগানকে জয়ের হ্যাটট্রিক করা থেকে আটকে দিলেন। অন্যদিকে, মোহনবাগানের কোচ আন্তোনিও লোপেজ হাবাস মোহনবাগান হেরে যাওয়ায় যথেষ্ট হতাশ হয়েছেন। অন্যসময় খেলার মাঠে তাঁকে অহরহ গলা ফাটাতে দেখা যায়। কিন্তু এদিন ফুটবলারদের সান্ত্বনা দিতে দেখা গিয়েছে তাঁকে। আইএসএল এর শুরুতে যে মোহনবাগানকে জয়ের দিকে দৌড়াতে দেখা গিয়েছিল, সেই মোহনবাগানকে থামিয়ে দিল জামশেদপুর। অন্যদিকে হাবাসের কোচিংয়ে প্রতিটি ম্যাচেই সেট পিস সব সময় অত্যন্ত রক্ষণাত্মক হয়ে ওঠে। কিন্তু সোমবার রক্ষণাত্মক ফুটবল খেলতে গিয়েই মোহনবাগান পিছিয়ে গেল বলে মনে করা হচ্ছে।

আন্তোনিও লোপেজ হাবাস নিজেও সে কথা মেনে নিয়েছেন- সেট পিস পরিস্থিতিতে ঠিকঠাক ডিফেন্ড করতে না পেরেই মোহনবাগান হেরে গিয়েছে। সাংবাদিক সম্মেলনে এসে আন্তোনিও লোপেজ হাবাস এদিন জানান, মোহনবাগানের যথেষ্ট ভালো দিফেন্স। কিন্তু সেট পিসে ঠিকঠাক ডিফেন্স না করার কারণেই মোহনবাগানকে হারতে হল। আজকের সাংবাদিক সম্মেলনে মোহনবাগানের কোচকে প্রশ্ন করা হয়, সেট পিস এর সময় কোন জিনিস ঠিকঠাক হয়নি? এর উত্তরে হাবাস জানান, ‘কর্নারের সময় দল ঠিকঠাক ডিফেন্সিভ শেপ রাখতে পারেনি। আবার জামশেদপুরের নেরিজাস ভালসকিসের মতো প্রতিভাবান স্ট্রাইকারকে ঠিকঠাক ভাবে মার্ক করতে পারেনি ফুটবলাররা।’

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এর পরে সাংবাদিকরা প্রশ্ন করেন হাবাসকে- মোহনবাগান কি এই মুহূর্তে ডিফেন্স এর বিরুদ্ধে কাউন্টার অ্যাটাকিং ফুটবল খেলতে সমস্যায় পড়ছে? এর উত্তরে আন্তোনিও লোপেজ হাবাস জানান, কাউন্টার অ্যাটাক মোহনবাগানের খেলার অন্যতম অঙ্গ। কিন্তু মোহনবাগান শুধুমাত্র কাউন্টার অ্যাটাকিং টিম নয়। তাই জামশেদপুর এর বিরুদ্ধে এদিন মোহনবাগান পজেশনাল ফুটবল খেলার ওপর জোর দিয়েছে। উপরন্তু হাবাস আরো জানান, জামশেদপুর লং বলে খেলছিল। যেখানে কাউন্টার অ্যাটাকে খেলা যায়না। অন্যদিকে জামশেদপুরের জয়ের নায়ক নেরিজাস জানান, এটিকে মোহনবাগান যথেষ্ট শক্তিশালী দল। সেই দলকে হারিয়ে নেরিজাস ভালসকিস সে যথেষ্ট খুশি সে কথা প্রকাশ করেছেন।

প্রসঙ্গত, জামশেদপুরের নেরিজাস ভালসকিস যে দুটি গোল করেন, সে দুটিই মাঠের কর্ণার কিক থেকেই আসে। ফুটবল বিশেষজ্ঞরা মনে করছেন, টানা দুটি ম্যাচে গোল হজম করতে হয়নি মোহনবাগানকে। আর তাই হয়তো আত্মবিশ্বাস বেড়ে গিয়েছিল। একই নিয়মে জামশেদপুরের বিরুদ্ধে খেলতে নেমেই ধাক্কা খেয়ে খান আন্তোনিও লোপেজ হাবাস। কারণ পুরনো ফর্মুলা এদিন খাটেনি। তবে মনে করা হচ্ছে, জামশেদপুরের হার হাবাসের কাছে অন্যতম শিক্ষা হয়ে রইল। কারণ মোহনবাগানের এখনো এমন অনেক ফাঁক রয়ে গেছে, যেগুলিকে ঠিক করার সময় এসে গেছে।

আপনার মতামত জানান -

 

একনজরে দেখে নিন আমাদের সর্বশেষ বিধানসভা ২০২১ ওপিনিয়ন পোল –

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – দ্বিতীয় পর্ব – 

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – প্রথম পর্ব – 

# মালদহ জেলার ওপিনিয়ন পোল –

# দক্ষিণ দিনাজপুর জেলার ওপিনিয়ন পোল –

# উত্তর দিনাজপুরে জেলার ওপিনিয়ন পোল –

# জলপাইগুড়ি ও কালিম্পঙ জেলার ওপিনিয়ন পোল –

# আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলার ওপিনিয়ন পোল –

# কুচবিহার জেলার ওপিনিয়ন পোল –

আপনার মতামত জানান -
আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!