এখন পড়ছেন
হোম > অন্যান্য > জানেন কি আপনার সৌভাগ্য ঠিক করে দেয় আপনার নখের রঙ? জ্যোতিষ বিচারে জেনে নিন বিস্তারিত

জানেন কি আপনার সৌভাগ্য ঠিক করে দেয় আপনার নখের রঙ? জ্যোতিষ বিচারে জেনে নিন বিস্তারিত


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –ছোট থেকে আমরা শুনে আসি যে নখ হলো আমাদের শরীরের বাইরে বেরিয়ে থাকা হাড়। এগুলি নিয়ম করে কাটতে হয়, নাহলে দেহে নানা রকম রোগ হতে পারে। প্রতিদিনের পরিষ্কার পরিচ্ছন্ন থাকার সঙ্গে নখ কাটার যোগ আছে। তবে আপনি কি জানেন আপনার নখের রঙ বা আকার দেখে বোঝা যায় আপনার ভাগ্য? আপনার ব্যক্তিত্ব কেমন হবে বা আপনি জীবনে উন্নতি পাবেন কিনা সেসব বলে দেয় আপনার নখ। অবাক হচ্ছেন?  তবে আসুন জেনে নিন

 

* জাতক বা জাতিকা নখের রঙ যদি লাল বা গোলাপি হয়, তবে সেই জাতক বা জাতিকার স্বাস্থ্য ভাল থাকে এবং বিনয়ী হয়। এরা ভাগ্যবান, বুদ্ধিমান এবং জীবনের বেশিরভাগ ক্ষেত্রে সফল হয়ে থাকেন।

* নখের রঙ যদি নীল, কালো বা বেগুনী হয় তবে সেই জাতিকা বা জাতকের স্নায়ুবিক রোগ দেখা দেয়। জাতক বা জাতিকার শরীর ক্রমশ শুকিয়ে যায় এবং তিনি মৃত্যুর দিকে এগিয়ে যান।

 

* জাতক বা জাতিকা নখের রঙ যদি লাল, তামাটে এবং গোলাপি রঙের হয় এবং তার সঙ্গে নখ যদি মসৃণ হয়, তবে তাদের ভাগ্য খুবই সুপ্রসন্ন হয়ে থাকে।

* জাতক বা জাতিকার নখের রঙ যদি গোলাপি বা সাদা হয়, তবে সেই জাতক বা জাতিকা সৌভাগ্যবান হয়।

 

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

 

নখের রঙ ছাড়াও নখের চন্দ্রমা দেখে জাতক বা জাতিকার সৌভাগ্য নির্ধারণ করা হয়। যেমন-

* জাতক বা জাতিকার প্রতিটি আঙুলের নখে যদি বড় চন্দ্রমা থাকে, তাহলে শ্লেষ্মা রোগে জাতক-জাতিকা আক্রান্ত হয়ে থাকে। এছাড়া জাতক-জাতিকা হার্টের দুর্বলতা, হৃদযন্ত্র ও রক্ত চলাচলের শিরা-উপশিরা সংক্রান্ত রোগে আক্রান্ত হয়ে থাকে। এদের হৃৎস্পন্দন খুব দ্রুত হয় এবং মাথার কোনও রক্ত চলাচলে ধমনী ছিঁড়ে যেতে পারে বলে কল্পনা করা হয়।

 

* জাতক বা জাতিকার নখের চন্দ্রমা যদি খুব ছোট হয়, তবে সেই জাতক বা জাতিকার বুদ্ধি কম থাকে,শরীরে রক্তাল্পতার সমস্যা দেখা যায়, হজমের সমস্যা, শারীরিক দুর্বলতায় তিনি জর্জরিত হন।

* জাতক বা জাতিকার নখে যদি একটাই চন্দ্রমা থাকে এবং সেটি বড় চন্দ্রমা হয়, তবে তারা প্রবল মানসিক জোর নিয়ে সকল কাজে এগিয়ে যেতে এবং সফল হতে পারে। এদের ইচ্ছা শক্তি খুব বেশি হয়, হার্ট খুব সবল হয় এবং শরীরে রক্ত চলাচলের কাজ খুব দ্রুত হয়ে থাকে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!