এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > জঙ্গলমহলের গেরুয়া গড়ে মমতার হাসি ফুটিয়ে ভোট কাটতে আসরে শিবু সোরেনের দল? কোমর বাঁধছে বিজেপিও

জঙ্গলমহলের গেরুয়া গড়ে মমতার হাসি ফুটিয়ে ভোট কাটতে আসরে শিবু সোরেনের দল? কোমর বাঁধছে বিজেপিও


আপনাদের সুবিধার্থে খবরের শেষে বিধানসভা ২০২১ উপলক্ষে আমাদের করা সর্বশেষ সমীক্ষার প্রতিটির লিঙ্ক দেওয়া আছে।

আপনার মতামত জানান -

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – জঙ্গলমহল গত লোকসভা নির্বাচনে হাতছাড়া হয়েছে তৃণমূলের। আগামী বিধানসভা নির্বাচনে জঙ্গল মহলে নিজের হারানো জমি ফিরে পেতে ব্যাপক প্রস্তুতি নিচ্ছে তৃণমূল। আবার হাত গুটিয়ে বসে নেই বিজেপি। শুরু হয়েছে কর্মী সম্মেলন ও বুথস্তর থেকে দলের সংগঠনকে শক্তিশালী করে তোলার কাজ । আবার এর সঙ্গে সঙ্গে জঙ্গলমহলে নির্বাচনী প্রতিদ্বন্দ্বীতার আসরে নেমে পড়েছে ঝাড়খণ্ড মুক্তি মোর্চা। যে ঘটনা আনন্দিত করেছে শাসকদল তৃণমূলকে। কারণ, বিজেপির ভোট কেটে শাসক দল তৃণমূলকে বিশেষ সুবিধা করে দিতে পারে ঝাড়খণ্ড মুক্তি মোর্চা।

প্রসঙ্গত রঘুনাথপুর মহাকুমা এলাকায় বিধানসভা ভোটের জন্য ঘর গোছাতে শুরু করে দিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল। বিজয়া সম্মিলনী, কর্মী সম্মেলনের মধ্য দিয়ে তাদের প্রস্তুতি শুরু হল। শাসক দল তৃণমূল, বিরোধী দল বিজেপি সকলেই নির্বাচনের আগাম প্রস্তুতি নিতে শুরু করেছে। একাধিক স্থানে চললো সম্মেলন। এবার এই এলাকায় নির্বাচনের প্রস্তুতি নিতে ও দলের সংগঠনকে শক্তিশালী করার কাজে হাত লাগলো ঝাড়খণ্ড মুক্তি মোর্চা।

আগামী বিধানসভা নির্বাচনের প্রাক্কালে দলের সংগঠনকে জোরদার করে তুলতে অঞ্চলে অঞ্চলে বিজয়া সম্মিলনী ও কর্মী সম্মেলনের আয়োজন করেছে বিজেপি। বিজেপির সমস্ত বুথ ও অঞ্চলের নেতাদের ও পদাধিকারীদের নিয়ে হচ্ছে এই সম্মেলন। এই সম্মেলনে সংগঠনকে শক্তিশালী করে আগামী বিধানসভা ভোটের প্রস্তুতি নিতে জেলা নেতৃত্ব নির্দেশ পাঠালো। আবার, গত পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলের ভোট লুঠের ব্যাপারে সতর্ক করা হচ্ছে দলকে। আবার সমস্ত বুথে সাধারণ মানুষের অভাব, অভিযোগ জানা, কেন্দ্রীয় সরকারের প্রকল্প গুলির প্রচারের নির্দেশ দেয়া হয়েছে। বিজেপির সাঁতুড়ি মণ্ডলের সভাপতি অরূপ আচার্য জানালেন যে, সমস্ত অঞ্চলের বিজেপি কর্মীনিয়ে সভা করা হচ্ছে। বিজেপি আগামী লড়াইয়ের জন্য সম্পূর্ণ প্রস্তুত আছে।

আপনার মতামত জানান -

অন্যদিকে শাসকদল তৃণমূল নিজের হারানো জমি ফিরে পাবার চেষ্টায় আছে। লোকসভা নির্বাচনের পর দলকে আবার নতুন করে শক্তিশালী করার পরিকল্পনা করা হয়েছে। জেলা সবথেকে বুথ নতুন করে সাজিয়ে তোলার কাজ শুরু হয়েছে। সমস্ত ব্লকে ব্লক ভিত্তিক বিজয়া সম্মেলনী সভার আয়োজন করা হয়েছে। এই সম্মেলনে বুথের পদাধিকারীদের উপস্থিত থাকতে নির্দেশ দেয়া হয়েছে। তবে, স্থানে স্থানে চলছে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। তাই গোষ্ঠীদ্বন্দ্ব কাটিয়ে দলকে ঐক্যবদ্ধ থাকার নির্দেশ দেয়া হয়েছে। আবার এর সঙ্গেই রাজ্য সরকার মানুষের জন্য কি কি করেছে , বা কি কি করতে চায়, তার সমস্ত কিছু তুলে ধরতে বলা হয়েছে সাধারণ মানুষের কাছে। এ প্রসঙ্গে তৃণমূল মুখপাত্র নব্যেন্দু মাহালি জানান যে, কর্মী সম্মেলনের মাধ্যমে নির্বাচনের আগাম প্রস্তুতি শুরু করল তৃণমূল।

এদিকে প্রতিবেশী রাজ্য ঝাড়খন্ডের বিধানসভা নির্বাচনে ক্ষমতা লাভের পর থেকে রঘুনাথপুর মহাকুমায় ঝাড়খণ্ড মুক্তি মোর্চা দলকে শক্তিশালী করার পরিকল্পনা নিয়েছে। এ প্রসঙ্গে ঝাড়খণ্ড মুক্তি মোর্চার জেলা যুব মোর্চার সভাপতি বিপ্লব মারান্ডি জানালেন যে, বিভিন্ন ব্লকে কর্মী সম্মেলন করা হয়েছে। বুথ স্তর থেকে সংগঠন গড়ে তোলা হচ্ছে। অন্যান্য দল থেকে বহু মানুষ ঝাড়খণ্ড মুক্তি মোর্চায় যোগদান করছেন। নির্বাচনী লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছে দল। প্রসঙ্গত রঘুনাথপুরে ঝাড়খণ্ড মুক্তি মোর্চার প্রস্তুতি আনন্দিত করেছে শাসকদল তৃণমূলকে। বিজেপির আদিবাসী ভোট কেটে দিয়ে তৃণমূলকে সুবিধা করে দিতে পারে শিবু সোরেনের দল, এমনটাই বিভিন্ন বিশ্লেষকদের মতামত।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

একনজরে দেখে নিন আমাদের সর্বশেষ বিধানসভা ২০২১ ওপিনিয়ন পোল –

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – দ্বিতীয় পর্ব – 

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – প্রথম পর্ব – 

# মালদহ জেলার ওপিনিয়ন পোল –

# দক্ষিণ দিনাজপুর জেলার ওপিনিয়ন পোল –

# উত্তর দিনাজপুরে জেলার ওপিনিয়ন পোল –

# জলপাইগুড়ি ও কালিম্পঙ জেলার ওপিনিয়ন পোল –

# আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলার ওপিনিয়ন পোল –

# কুচবিহার জেলার ওপিনিয়ন পোল –

আপনার মতামত জানান -
আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!