এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > জঙ্গলমহলে শাসকদলের ঘুম ওড়াতে অমিত শাহের পর এবার আসছেন স্বয়ং মোদী

জঙ্গলমহলে শাসকদলের ঘুম ওড়াতে অমিত শাহের পর এবার আসছেন স্বয়ং মোদী

পশ্চিমবঙ্গে দলের অবস্থান পাকা করতে উঠে পড়ে লেগেছে গেরুয়া শিবির। সম্প্রতি বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ’র রাজ্য সফরের পরে শোনা যাচ্ছে চলতি মাসেই প্রধানমন্ত্রী রাজ্য সফরে আসছেন। অমিত শাহ রাজ্যের জেলাগুলির মধ্যে গিয়েছিলেন পুরুলিয়াতে আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী’র যাওয়ার সম্ভবনা মেদিনীপুর জেলায়। প্রসঙ্গত কেন্দ্রীয় সরকারের মন্ত্রীসভা ধান-সহ ১৪টি খারিফ শস্যের সহায়ক মূল্য বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে । সূত্র মারফত জানা যাচ্ছে আগামী ১৬ ই জুলাই সেই জন্যেই প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানাতে মেদিনীপুরে সভা করবে বিজেপি। প্রধানমন্ত্রীর পক্ষ থেকেও সেই অভিনন্দন গ্রহণ করার সম্মতি মিলেছে বলে জানা যাচ্ছে। দলীয় সূত্রে জানা গিয়েছে ওই সভার মধ্য দিয়ে মোদীর ‘কৃষকবন্ধু’ ভাবমূর্তি প্রচারের বিষয়ে দলের কেন্দ্রীয় কমিটির পুক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এইভাবেই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের ওপরে গেরুয়া শিবির চাপ সৃষ্টি করতে চলেছে।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

——————————————————————————————-

 এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

রাজনৈতিক মহলের মতে দেশের নানা প্রান্তে কৃষক অসন্তোষ , কৃষক আন্দোলন প্রভৃতির কারণে জাতীয় রাজনীতি যখন প্রশ্নের মুখে তখনই আসন্ন লোকসভা নির্বাচনের আগে সমস্ত পরিস্থিতি কেন্দ্রীয় সরকার বিজেপির অনুকূলে নিয়ে আসতে দেশের বিভিন্ন রাজ্যেই প্রধামন্ত্রীকে অভিনন্দন জানানোর কর্মসূচী গ্রহণ করেছে বিজেপি। আর পশ্চিমবঙ্গের জন্যে উপসুক্ত জেলা হিসেবে গেরুয়া শিবিরের পরিকল্পনায় এসেছে জঙ্গলমহলের মত বিতর্কিত অঞ্চল অধ্যষিত মেদিনীপুর জেলা। যদিও এই প্রসঙ্গে গেরুয়া শিবির অন্য ব্যাখ্যা দিয়েছে। বিজেপি দলের ব্যখ্যায় মেদিনীপুরকে কেন্দ্র করে প্রধানমন্ত্রী সভা করলে তা নিঃসন্দেহেই জঙ্গলমহলে প্রভাব ফেলবে। উল্লেখ্য এই জঙ্গলমহলেই সদ্য সমাপ্ত পঞ্চায়েত নির্বাচনে আশাতীত সাফল্যে পেয়ে তৃণমূল কংগ্রেসকে ঐ অঞ্চলের বেশ কিছু আসনে পরাজিত করেছে গেরুয়া শিবির। মেদিনীপুর কে প্রধানমন্ত্রীর সভাস্থল বাছার কারণ জানিয়ে বিজেপি-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বললেন, ”মেদিনীপুর শস্যশ্যামল জায়গা। তাই প্রধানমন্ত্রীর সভার জন্য ওটা বাছা হয়েছে। হুগলি, হাওড়া-সহ অন্যান্য ভাল ফসলের জেলা থেকেও কর্মীরা ওই সভায় যাবেন।”

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!