এখন পড়ছেন
হোম > রাজ্য > জঙ্গলমহল পুনরুদ্ধারের অগ্নিপরীক্ষায় মদন-সোহম, জমি ছাড়তে নারাজ বিজেপি

জঙ্গলমহল পুনরুদ্ধারের অগ্নিপরীক্ষায় মদন-সোহম, জমি ছাড়তে নারাজ বিজেপি


রাজ্যে সদ্য সমাপ্ত ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনে অভাবনীয় ভাবেই জঙ্গলমহলে বেশ কয়েকটি আসনে জয়লাভ করেছে গেরুয়া শিবির। রাজ্যের বহু বিতর্কিত অঞ্চল জঙ্গলমহলে বিজেপির এই অপ্রত্যাশিত জয়লাভে কার্যত বিস্মিত রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। এরমধ্যেই আবার বলরামপুরে বিজেপির তিন কর্মীর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। সব মিলিয়ে বিজেপি শিবির যতটা জনগনের সমর্থন আদায় করতে সক্ষম হয়েছে ঠিক অতটাই জন বিরোধী অবস্থান হয়ে দাঁড়িয়ে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের। আর এই পরিস্থিতি থেকে দ্রুত দলকে আগের অবস্থানে ফিরিয়ে নিয়ে আসতে এবার উদ্যোগ নিলো তৃণমূল কংগ্রেস। রবিবার পুরুলিয়া জেলার বলরামপুরের সরাই ময়দানে এক প্রতিবাদ সভার আয়োজন করে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এদিনের এই সভায় উপস্থিত ছিলেন , তৃণমূল কংগ্রেস নেতা মদন মিত্র ও অভিনেতা সোহম চট্টোপাধ্যায় , দলের জেলা সভাপতি শান্তিরাম মাহাতো সহ দলের জেলা নেতারা। এদিনের সভা থেকে শাসক দলের অতি জনপ্রিয় এবং অভিজ্ঞ নেতা মদন মিত্র বললেন, “রাজ্যের ২৯৪টি বিধানসভার মধ্যে আমাকে দল থেকে বলরামপুর বিধানসভার দায়িত্ব দেওয়া হউক। আমি সাংসদ, বিধায়ক কিছুই হতে চাইনা। আমি দলের হয়ে বলরামপুরে এসে কাজ করবো। মোদির অবস্থা হবে হিটলারের মতো। শেষ সময় হিটলার নিজের প্রাণ বাঁচাতে বাঙ্কারে আশ্রয় নিয়েছিলেন। নরেন্দ্র মোদির শেষ সময় তেলের ট্যাংকারেও জায়গা হবে না।” রাজনৈতিক মহলের মতে রাজ্যের শাসক দল নিজেদের বিতর্কিত অবস্থান থেকে আগের অবস্থায় ফেরার জন্যেই মদন মিত্রের মতো পোড় খাওয়া নেতাকে মুখ্য বক্তা করে এই প্রতিবাদ সভার আয়জন করেছে শাসকদল । কিন্তু জমি ছাড়তে নারাজ বিজেপি।আর তাই এদিনের প্রতিবাদ সভার পরে বিজেপির পুরুলিয়া জেলা সভাপতি বিদ্যাসাগর চক্রবর্তী এক সাংবাদিক বৈঠকের আয়োজন করে আগামী দিনে বৃত্তর আন্দোলনের বার্তা দিয়ে বললেন, “আগামীকাল বিজেপির ওবিসি মোর্চার সর্ব ভারতীয় সভাপতি দারা সিং চৌহান পুরুলিয়ায় আসছেন। তিনি ত্রিলোচন মাহাতো, দুলাল কুমার এবং জগন্নাথ টুডুর বাড়ি যাওয়ার পাশাপাশি বরাবাজারে একটি জনসভাও করবেন। এ ছাড়াও আগামী ২১ সে জুন পুরুলিয়া জেলার সমস্ত মহকুমা দপ্তর ঘেরাও করা হবে। ওই দিন পুরুলিয়ায় আসবেন মুকুল রায়। আগামী ২৮শে জুন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহর বলরামপুরের কর্মসুচি পূর্ব নির্ধারিত কর্মসুচি রয়েছে। অন্যদিকে ২ এবং ৩ জুলাই দুর্নীতির প্রতিবাদে পুরুলিয়ার ১৭০টি গ্রাম পঞ্চায়েত ঘেরাও করা হবে। আবার ২০শে জুলাই থেকে ১৫ই আগস্ট পর্যন্ত পুরুলিয়া জেলা বিজেপির পক্ষ থেকে এক গুচ্ছ কর্মসুচি নেওয়া হয়েছে।” মোদ্দা কথা বলরামপুর কাণ্ডকে অস্ত্র করে বিজেপি দল আগামী দিনে পথ চলবে সে বিষয়ে এদিন দলের জেলা সভাপতির বক্তব্যের পরে অনেকটাই নিশ্চিত হওয়া গেলো।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!