এখন পড়ছেন
হোম > রাজ্য > আবার জঙ্গলমহলের হাসি ফেরাতে বিশেষ পদক্ষেপ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের

আবার জঙ্গলমহলের হাসি ফেরাতে বিশেষ পদক্ষেপ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের


সদ্য সমাপ্ত পঞ্চায়েত নির্বাচনে যখন রাজ্যের প্রতিটা জেলায় অব্যাহত ঘাসফুলের দাপট,তখন ব্যাতিক্রম বাঁকুড়া,পুরুলিয়া,ঝাড়গ্রাম সহ জঙ্গলমহলের জেলাগুলি।তাই এবারে জঙ্গলমহলের সেই হৃরানো জমি ফিরে পেতে মরিয়া তৃনমূল নেতৃত্ব।সূত্রে খবর,এলাকার মানুষের মন বুঝতে আয়োজন করা হচ্ছে এক জনজাতি সম্মেলনের।প্রধানত এই সম্মেলনে বুথস্তরের ও এলাকার নেতৃত্বদেরকেই কাজে লাগাতে চাইতে চাইছে তৃনমৃল।জনজাতি সম্মেলনের এই অনুষ্টানে মুখ্যমন্ত্রীকেও রাখার পরিকল্পনাও রয়েছে তাঁদের।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

প্রসঙ্গত,জঙ্গলমহলের যে ফলাফল হয়েছে তা নিয়ে বেজায় রুষ্ট তৃনমূল শীর্ষনেতৃত্ব।সরকারের উন্নয়ন কতটা তৃনমূল স্তরে পৌছেছে তা খোজও নিতে বলা হয়েছে।এক্ষেত্রে খবর,যাদের এই প্রকল্পের সুবিধা পাওয়ার কথা তারা কিছুই পাননি,আর যদিও বা কেউ পেয়ে থাকেন তবে তাদের চরম হয়রানির শিকার হতে হয়েছে।এইখানেই রাজ্যের নির্দেশ,সব ব্লক সভাপতিকে বাড়ি বাড়ি পৌছোতে হবে।সেখানে সরকারের জনমুখী প্রকল্পগুলো আদৌ কতটা কার্যকরী হয়েছে তা জানতে হবে।দলীয় সূত্রে জানা গেছে,এই প্রক্রিয়া শেষ করার পরই প্রয়োজনীয় পদক্ষেপ নেবে তৃনমূল শীর্ষনেতৃত্ব।
তৃনমূল সূত্রে আরও খবর,ফল খারাপের পেছোনে কিছু কর্মীও দায়ী।তাই স্থানীয় সংগঠন ও নেতৃত্বকে ঢেলে সাজাতে একটি রিপোর্টও পাঠিনো হচ্ছে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে।রাজনৈতিক মহলের অনেকেরই ধারনা,এই সম্মেলনেই স্পষ্ট হয়ে যাবে সব।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!