এখন পড়ছেন
হোম > রাজ্য > জঙ্গলমহলের ‘হাসি’ ফিরিয়ে আনতে আর কোনো রকম ঝুঁকি নিতে নারাজ মুখ্যমন্ত্রী

জঙ্গলমহলের ‘হাসি’ ফিরিয়ে আনতে আর কোনো রকম ঝুঁকি নিতে নারাজ মুখ্যমন্ত্রী


সদ্য সমাপ্ত পঞ্চায়েত নির্বাচনের ফলাফল প্রকাশিত হতে দেখা যায় বহু বিতর্কিত কেন্দ্র জঙ্গলমহলে কোনঠাসা অবস্থায় অবস্থায় রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেসকে পরাস্ত করে সেখানে অধিকাংশ গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতি  সেখানে গেরুয়া শিবিরের ঝুলিতে। এই ঘটনার পরেই মুখ্যমন্ত্রীর মন্ত্রীসভার দ্রুত রদবদল স্বাভাবিকভাবেই এই পরাজয়কেই ইঙ্গিত করছে। উল্লেখ্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাজ্যের তিনজন মন্ত্রী পদত্যাগ করেন। এর মধ্যে আছেন আদিবাসী উন্নয়নমন্ত্রী চূড়ামণি মাহাতো।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

আদিবাসী উন্নয়ন দফতরকে মুখ্যমন্ত্রী নিজের দায়িত্বেই রেখেছেন। যা স্বভাবতই ইঙ্গিত করছে বেশ কিছু জায়গাতেই তিনি দলের অন্য কোনো সদস্য বা মন্ত্রী কারোর উপরেই নির্ভর করতে ভরসা পাচ্ছেন না। তিনি পঞ্চায়েত নির্বাচনে দলের নেতৃত্বের উদ্দেশ্যে বলেছিলেন, ” তোমরা পঞ্চায়েত ভোটটা কর, লোকসভার দায়িত্ব আমার।” নির্বাচনের ফলাফলে দেখা যাচ্ছে সেই সব নেতা কর্মীরাই চুড়ান্ত ভাবে ব্যর্থ। তাই এবারে আর সংবেদনশীল জায়গা গুলির দায়িত্ব মুখ্যমন্ত্রী কাউকেই সমর্পন করতে পাচ্ছেনা। কারণ আত্মবিশ্বাসী মুখ্যমন্ত্রী জানেন রাজ্যের সাধারণ মানুষের সমস্যার সমাধান তিনি যত সুষ্ঠ এবং স্বাভাবিকভাবে করতে পারবেন অন্য কেউই সেভাবে পেরে উঠবেনা। আর তাই জঙ্গলমহল নিয়ে রাজনৈতিকমহলের ধারণা যে জঙ্গলমহলের ‘হাসি’ ফিরিয়ে আনতে আর কোনো রকম ঝুঁকি নিতে নারাজ মুখ্যমন্ত্রী ।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!