এখন পড়ছেন
হোম > রাজ্য > জঙ্গলমহল উদ্ধারে এবার নয়া পদক্ষেপ তৃণমূলের, জেনে নিন বিস্তারিত

জঙ্গলমহল উদ্ধারে এবার নয়া পদক্ষেপ তৃণমূলের, জেনে নিন বিস্তারিত

লোকসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় 42 এ 42 এর স্লোগান তুলেও তার স্বপ্ন পূরণ করতে পারেননি। 22 টি আসন পাওয়া তৃণমূলের ঘাড়ে 18 টি আসন পাওয়া বিজেপি ক্রমবর্ধমানভাবে নিঃশ্বাস ফেলতে শুরু করেছে। বিশেষত এবারে সারা রাজ্যের পাশাপাশি জঙ্গলমহলের জেলাগুলিতে তৃনমূলের অত্যন্ত খারাপ ফলাফল হয়েছে। আর এরপরই পুরুলিয়া জেলার সংগঠনকে ঘুরে দাড় করানোর জন্য সেখানে শুভেন্দু অধিকারী এবং মলয় ঘটককে দায়িত্ব দেন মমতা বন্দ্যোপাধ্যায়।

তবে কে দলের প্রকৃত পর্যবেক্ষক, তা নিয়ে জেলার তৃণমূল কর্মীদের মধ্যে এতদিন প্রবল সংশয় ছিল। জঙ্গলমহলের বিভিন্ন জেলায় শুভেন্দু অধিকারী দাপিয়ে বেড়ালেও পুরুলিয়ায় তাকে আসতে দেখা যায়নি। আর এরপরই কিছুদিন আগে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “দুজনেই পুরুলিয়া জেলা দেখভাল করবেন। মলয় ঘন ঘন পুরুলিয়ায় যাবেন। শুভেন্দুও মাঝেমধ্যে যাবে।” আর অবশেষে পুরুলিয়া জেলায় পা রাখেন সেই শুভেন্দু অধিকারী এবং মলয় ঘটক।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সূত্রের খবর, মঙ্গলবার তৃণমূলের এই দুই হেভিওয়েট নেতা পুরুলিয়া শহরের ট্যাক্সি স্ট্যান্ড এলাকায় একুশে জুলাইয়ের সমর্থনে সভা করে দলীয় কর্মীদের সমস্ত বিভ্রান্তিকে দূর করার চেষ্টা করেন। আর এরপরই পুরুলিয়া জেলার জন্য একটি কোর কমিটি ঘোষণা করে দেন মলয় ঘটক। যেখানে শান্তিরাম মাহাতো নেতৃত্বে 16 জনের নাম ঘোষণা করেন তিনি। কিন্তু কারা কারা রয়েছে সেই কোর কমিটিতে!

জানা গেছে, সহ-সভাপতি সুজয় বন্দোপাধ্যায়, অঘোর হেমব্রম এবং শক্তিপদ মাহাতোকে করা হয়েছে। অন্যদিকে সাধারণ সম্পাদক করা হয়েছে মৃগাঙ্ক মাহাতো, সন্ধ্যারানী টুডু এবং স্বপন বেলথরিয়াকে। এছাড়াও তপসিলি উপজাতি শাখার দায়িত্বে রাজীবলোচন সোরেন এবং পূর্ণচন্দ্র বাউরিকে আনা হয়েছে।

অন্যদিকে কোর কমিটিতে উমাপদ বাউরি, রেবতীমোহন টুডু সহ জেলার শ্রমিক, ছাত্র, যুব সভাপতিদেরও রাখা হয়েছে।এদিন এই কোর কমিটি তৈরির ব্যাপারে মলয় ঘটক বলেন, “কাজের সুবিধার্থে এই কমিটি তৈরি করা হয়েছে।” অন্যদিকে এদিন পুরুলিয়ায় এসে বিরোধীদের উদ্দেশ্যে কার্যত হুংকার ছাড়তে দেখা যায় তৃণমূলের শুভেন্দু অধিকারীকে।

তিনি বলেন, “রাজ্যের 294 টি বিধানসভার মধ্যে 164 টি জায়গায় আমরা এগিয়ে আছি। তাই গেল গেল রব তোলার কোনো কারণ নেই। বুক চিতিয়ে মাথা উঁচু করে লড়াই করুন। মানুষের সঙ্গে থাকুন‌। আমরা লড়াই করতে জানি।” তবে শুভেন্দু অধিকারী এবং মলয় ঘটক হাতে হাত ধরে পুরুলিয়া জেলায় সংগঠনকে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও আদতে দলের কর্মীদের তারা ঠিক কতটা উজ্জীবিত করতে পারলেন, তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!