এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > জঙ্গলমহলকে গেরুয়া রং ভুলিয়ে ঘাসফুলের করতে মমতা খরচ করলেন 2 হাজার কোটি? সামনে এল বড় তথ্য

জঙ্গলমহলকে গেরুয়া রং ভুলিয়ে ঘাসফুলের করতে মমতা খরচ করলেন 2 হাজার কোটি? সামনে এল বড় তথ্য


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট: – 2011 সালে ক্ষমতায় আসার পরেই পাহাড় থেকে জঙ্গলমহলে শান্তি স্থাপন করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। একের পর এক উন্নয়ন প্রকল্পের মধ্যে দিয়ে মানুষের মন জয় করার চেষ্টা করেছে মা মাটি মানুষের সরকার। সামনেই 2021 এর বিধানসভা নির্বাচন। তার আগে যখন গত লোকসভা নির্বাচনে জঙ্গলমহলে বিজেপি তাদের প্রভাব বাড়াতে শুরু করেছিল, ঠিক তখনই এবার সামনের নির্বাচনকে পাখির করে উন্নয়নের মধ্যে দিয়ে বৈতরণী পার হতে চাইছে তৃণমূল কংগ্রেস।

সূত্রের খবর, গত 9 বছরে তৃণমূল সরকারের আমলে জঙ্গলমহল অধ্যুষিত ঝাড়গ্রামে পরিকাঠামো উন্নয়ন উপলক্ষে রাজ্য সরকারের পক্ষ থেকে প্রায় দুই হাজার কোটি টাকার বেশি খরচ করা হয়েছে। আর শুধুমাত্র জঙ্গলমহলের একটি জেলার জন্য সরকারের পক্ষ থেকে এত কোটি টাকা বরাদ্দ হওয়ায় রীতিমত চক্ষুচড়ক গাছ অনেকেরই। একাংশ বলছেন, এই উন্নয়ন প্রকল্পের মধ্যে দিয়েই একটি জেলার জন্য রাজ্য সরকার এত অর্থ বরাদ্দ করেছে, তা দেখিয়ে বিজেপি হাওয়াকে মাত করতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন এই প্রসঙ্গে এক সরকারি আধিকারিক বলেন, “2017 সালে ঝাড়্গ্রাম জেলা হিসেবে স্বীকৃতি পেলেও গত 9 বছর ধরে শুধু ঝাড়গ্রামের উন্নতি প্রকল্পে দুই হাজার কোটির বেশি খরচ করা হয়েছে।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

জানা গেছে, বিদ্যালয় নির্মাণ থেকে শুরু করে কৃষি ক্ষেত্র এবং ঝাড়গ্রামের শবরদের জন্য বাড়ি তৈরি বাবদ প্রায় 9 কোটি টাকা বরাদ্দ করেছে রাজ্য সরকার। অর্থাৎ উন্নয়নের ওপর ভিত্তি করেই যে আগামী বিধানসভা নির্বাচনের জঙ্গলমহলে বিজেপি প্রভাবিত এলাকাকে যে তৃনমূল নিজেদের করতে চায়, তা কার্যত পরিষ্কার হয়ে যাচ্ছে বিশেষজ্ঞদের কাছে।

তবে বিরোধীদের পক্ষ থেকে গোটা ব্যাপারটিকে কড়া ভাষায় আক্রমণ করা হয়েছে। তাদের বক্তব্য, উন্নয়নকে হাতিয়ার করে তৃণমূল সাফল্য পেতে চাইছে। কিন্তু এতে লাভের লাভ কিছুই হবে না। এদিন এই প্রসঙ্গে রাজ্যের পশ্চিমাঞ্চল উন্নয়ন মন্ত্রী শান্তিরাম মাহাতো বলেন, “মুখ্যমন্ত্রী জঙ্গলমহলে শান্তি ফিরিয়ে দৃষ্টান্ত স্থাপন করেছেন‌। ফলে বিরোধীরা উন্নয়নে চমকে দেওয়ার চক্রান্ত করছে।” সব মিলিয়ে ঝাড়গ্রামের ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের প্রভূত আর্থিক বরাদ্দ তাদের কতটা সাফল্য পাওয়াতে সাহায্য করে, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!