এখন পড়ছেন
হোম > রাজ্য > পুরুলিয়া-ঝাড়গ্রাম-বাঁকুড়া > জঙ্গলমহলে তৃণমূলের তুরুপের তাসকে ‘খাঁচাবন্দী’ করতে উঠেপড়ে লেগেছেন খোদ অমিত শাহ? জল্পনা চরমে

জঙ্গলমহলে তৃণমূলের তুরুপের তাসকে ‘খাঁচাবন্দী’ করতে উঠেপড়ে লেগেছেন খোদ অমিত শাহ? জল্পনা চরমে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – দীর্ঘদিন শ্রীঘরে থাকার পর কিছুদিন আগেই জেলমুক্ত হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন জঙ্গলমহলের ছত্রধর মাহাতো। আর তারপর থেকেই তার রাজনীতিতে যোগ দেওয়ার ব্যাপারে তীব্র জল্পনা তৈরি হয়। অবশেষে সেই জল্পনায় সীলমোহর দিয়ে তৃণমূলের সাংগঠনিক বৈঠকে তাকে রাজ্য সম্পাদক পদে দায়িত্ব দেয় তৃণমূল কংগ্রেস। শুধু তাই নয়, তার স্ত্রী নিয়তি মাহাতোকে রাজ্য সমাজকল্যাণ পরিষদের সদস্য পদে বসানো হয়। যে জঙ্গলমহলে গত লোকসভা ভোটে বিজেপি ব্যাপকভাবে তাদের ভোটব্যাঙ্ক বৃদ্ধি করেছিল, সেই জঙ্গলমহলকে বিজেপি মুক্ত করতেই যে ছত্রধর মাহাতোকে কাজে লাগাতে চলেছে তৃণমূল কংগ্রেস, সেই বিষয়টি স্পষ্ট হয়ে গিয়েছিল রাজনৈতিক মহলের কাছে।

কিন্তু ছত্রধর মাহাতোকে দিয়ে তৃণমূল কংগ্রেস তাদের ভোটব্যাঙ্ক জঙ্গলমহলের শক্তিশালী করার চেষ্টা করলেও, এবার কি সেই ছত্রধর মাহাতোকে চাপে ফেলতে উদ্যোগী হয়েছে ভারতীয় জনতা পার্টি? সূত্রের খবর, এবার 16 সেকেন্ডের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। যেখানে ছত্রধর মাহাতো অভিযোগ করেছেন, তৃণমূলে যোগ দেওয়ার কারণে কেন্দ্রীয় সরকার এবং অমিত শাহ তার পেছনে এনআইএকে লাগিয়ে দিয়েছে। আর এই ঘটনার তীব্র গুঞ্জন সৃষ্টি হয়েছে বঙ্গ রাজনীতিতে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বিভিন্ন সময় বিরোধীরা অভিযোগ করে যে, কেন্দ্রের শাসক দলের পক্ষ থেকে বিভিন্ন এজেন্সি দিয়ে বিরোধীদের মুখ বন্ধ করা হয়। আর এবার ছত্রধর মাহাতোকে যখন জঙ্গলমহলের সংগঠনের কাজে নিযুক্ত করে ভাবমূর্তি ফেরানোর চেষ্টা করছে তৃণমূল কংগ্রেস, তখন সেই ছত্রধর মাহাতো এবং তৃণমূলকে চাপে ফেলতে কেন্দ্রের বিরুদ্ধে অভিযোগ করে রীতিমত সরব হলেন ছত্রধরবাবু বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

এদিন এই প্রসঙ্গে ছত্রধর মাহাতো বলেন, “জনজাতি মানুষকে বিজেপি ও কেন্দ্রীয় সরকার পিছিয়ে রাখতে চাইছে। আমাকে হয়রান করার উদ্দেশ্য সেই কারণে। আমি তৃণমূলে যোগ দিতেই বিজেপি ভেঙে লোকজন তৃণমূলে আসছে। সেই কারনেই বিজেপির পক্ষ থেকে চক্রান্ত শুরু করা হয়েছে। দল যথাসময় উত্তর দেবে। আমি মনে করি দল আমার পাশেই থাকবে।”

এদিকে ছত্রধর মাহাতোকে কেন্দ্রীয় সরকার হয়রানি করতে শুরু করেছে। তাই রাজনৈতিকভাবে এর মোকাবিলা করা হবে বলে জানিয়েছেন জেলা তৃণমূলের মুখপাত্র সুব্রত সাহা। সব মিলিয়ে ছত্রধর মাহাতোকে নিয়ে এবার নতুন করে তৃণমূল বনাম বিজেপির রাজনৈতিক দ্বৈরথ চরমে উঠতে চলেছে বলেই মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞরা। এখন গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!