এখন পড়ছেন
হোম > জাতীয় > জনতার মনজয়ে আগামী বিধানসভা নির্বাচনের প্রাক্কালে একাধিক প্রকল্পের ঘোষণা প্রধানমন্ত্রীর

জনতার মনজয়ে আগামী বিধানসভা নির্বাচনের প্রাক্কালে একাধিক প্রকল্পের ঘোষণা প্রধানমন্ত্রীর


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আজ আসামে এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ সকালে তিনি এসেছেন এ রাজ্যে। আসামে একাধিক উন্নয়নমূলক প্রকল্পের সূচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দুটি হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন। আসামের সোনিতপুরে জাতীয় সড়ক পথ প্রোগ্রাম আসাম মালার সূচনা করলেন। আসামের পরিকাঠামোগত উন্নয়নে ৭০০ কোটি টাকার প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। সম্প্রতি, পশ্চিমবঙ্গ ছাড়াও যেসব রাজ্যের বিধানসভা নির্বাচন রয়েছে, তার মধ্যে অন্যতম হলো আসাম। এই আবহে সেরাজ্যে প্রধানমন্ত্রীর একাধিক উন্নয়নমূলক প্রকল্পের সূচনা ও ঘোষণা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই রাজনৈতিক মহলের দাবি।

আজ আসামের ঢেকিয়াঝুলিতে পৌঁছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানালেন যে, আসামের মানুষ তাঁকে যে স্নেহ ও ভালোবাসা দিয়েছেন, তা তাঁকে আসামে বার বার ফিরে আসতে বাধ্য করে। তিনি জানালেন যে, স্বাধীনতার সময় থেকে শুরু করে গত ২০১৬ সাল পর্যন্ত আসামে মাত্র ৬টি মেডিকেল কলেজ ছিল। কিন্তু গত পাঁচ বছরে আসামে আরো ৬ টি মেডিকেল কলেজ তৈরি করা সম্ভব হয়েছে। এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী আরও জানালেন যে, তাঁর একটি স্বপ্ন আছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

যা হলো সমস্ত রাজ্যে অন্ততপক্ষে একটি করে মেডিকেল কলেজ তৈরি করা প্রয়োজন, যেখানে আঞ্চলিক ভাষায় শিক্ষাদানের ব্যবস্থা থাকবে। তিনি প্রশ্ন করেছেন যে, আসামের কোন মানুষ কি অসমীয়া ভাষায় পড়াশোনা করে, ভালো ডাক্তার হতে পারবেন না? প্রধানমন্ত্রী জানালেন যে, তিনি আসামবাসীর কাছে প্রতিশ্রুতি দিয়েছেন যে, নির্বাচনের পর যখন বিজেপি ক্ষমতায় আসবে, তখন সেখানে স্থানীয় ভাষায় একটি মেডিকেল কলেজ ও একটি টেকনিক্যাল কলেজের প্রতিষ্ঠা করা হবে।

অন্যদিকে, আসামের চা প্রসঙ্গে প্রধানমন্ত্রী জানালেন যে, আসামের চা শিল্প হলো ভারতের গর্বের বিষয়। তিনি আরও জানালেন, বেশ কিছু মানুষ আছেন যারা দেশকে অপমান করার ষড়যন্ত্র করছেন, তারা এতটাই নিচে নেমে গেছেন যে, ভারতের চাকেও তারা অপমান করতে ছাড়ছেন না। এই ষড়যন্ত্রকারী মানুষেরা পৃথিবীজুড়ে নিয়মিতভাবে ভারতীয় চায়ের ভাবমূর্তি নষ্ট করার প্রচেষ্টা করছেন। অন্যদিকে বিধানসভা নির্বাচনের প্রাক্কালে আজ হলদিয়ায় আসতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানে বেশ কিছু সরকারি প্রকল্পের সূচনা করতে চলেছেন তিনি, অত্যন্ত তাৎপর্যপূর্ণভাবেই।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!