জানুয়ারি মাসে অমিত শাহের বড় সভা, হতে পারে হেভিওয়েট যোগদান! বিজেপি রাজনীতি রাজ্য January 17, 2021 প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – সামনেই বিধানসভা নির্বাচন। আর তার আগে রীতিমত বাংলা যে তাদের পাখির চোখ, তা নানা পদক্ষেপেই বুঝিয়ে দিয়েছে ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় নেতৃত্ব। একাধিকবার বাংলা সফর করেছেন বিজেপির সর্বভারতীয় চাণক্য তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তবে শেষবার অমিত শাহ যখন রাজ্যে আসলেন, তখন তৃণমূলের অন্যতম গুরুত্বপূর্ণ স্তম্ভ শুভেন্দু অধিকারীকে ঘাসফুল শিবির ত্যাগ করিয়ে পদ্মফুলের পতাকা ধরিয়ে দিয়েছিলেন। স্বাভাবিকভাবেই জানুয়ারি মাসে তিনি আবার সফরে আসলে বড় কোনো যোগদান তার হাত দিয়ে করানো হতে পারে বলে জল্পনা ছড়িয়েছে রাজনৈতিক মহলে। জানা গেছে, আগামী 30 জানুয়ারি ঠাকুরনগরে সভা করবেন বিজেপির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আর সেখান থেকেই মতুয়াদের নাগরিকত্ব নিশ্চিত করা হতে পারে। তবে এই সভাকে কেন্দ্র করে জল্পনা অন্য জায়গায় দানা বাধতে শুরু করেছে। অনেকেই বলছেন, শুভেন্দু অধিকারীর বিজেপিতে যোগদানের পর তৃণমূলের জনপ্রতিনিধিরা বিজেপির সঙ্গে যোগাযোগ রাখছেন বলে দাবি করতে শুরু করেছে গেরুয়া শিবির। আর এই পরিস্থিতিতে অমিত শাহ রাজ্যে আসলে তার হাত ধরেই তৃণমূলের বড় কোনো হেভিওয়েট পদ্ম শিবিরে নাম লেখাতে পারেন। স্বাভাবিক ভাবেই এই গোটা ঘটনাকে কেন্দ্র করে এবার রাজ্য রাজনীতিতে আলোচনা চরম আকার ধারণ করেছে। ইতিমধ্যেই বিজেপির পক্ষ থেকে দাবি করা হয়েছে, খুব তাড়াতাড়ি তৃণমূলের 7 থেকে 8 জন সাংসদ বিজেপিতে যোগদান করবেন। এমনকি জল্পনা বাড়িয়ে শতাব্দী রায় থেকে শুরু করে প্রসূন বন্দ্যোপাধ্যায়, তৃণমূলের অনেক জনপ্রতিনিধিকে এমন কিছু মন্তব্য করতে দেখা গিয়েছে, যা তৃণমূলের চিন্তাকে বাড়িয়ে দিয়েছে। আর এই পরিস্থিতিতে অমিত শাহের সভায় তৃণমূলের বড় কোনো হেভিওয়েটের যোগদান আশঙ্কাকে আরও বৃদ্ধি করতে শুরু করল বলেই মত বিশেষজ্ঞদের। আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আপনার মতামত জানান - পর্যবেক্ষকদের মতে, এমনিতেই শুভেন্দু অধিকারীর বিজেপিতে যোগদানের পর তৃণমূল অনেকটা চিন্তাশীল হয়ে পড়েছে। আজ এই নেতা, তো কাল আরেক নেতা দলের বিরুদ্ধে প্রকাশ্যে মন্তব্য করতে শুরু করেছেন। স্বাভাবিকভাবেই প্রতিনিয়ত কোনো-না-কোনো হেভিওয়েটের দলবদলের জল্পনা বাড়তে শুরু করেছে। আর এই পরিস্থিতিতে অমিত শাহের এবারের সভাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাবেই দেখছে রাজনৈতিক বিশেষজ্ঞরা। মতুয়াদের সভা থেকে অমিত শাহ যেমন তৃণমূলের বিরুদ্ধে সোচ্চার হবেন, ঠিক তেমনই তৃণমূলের অস্বস্তি বাড়িয়ে দিতে তাদের ঘরের কোনে হেভিওয়েটকে যে নিজেদের দিকে টানার চেষ্টা করবেন, সেই ব্যাপারে নিশ্চিত একাংশ। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, অমিত শাহের এবারের সভায় বড় মাপের কোনো যোগদান অনুষ্ঠিত হয় কিনা, সেদিকেই নজর থাকবে সকলের। আপনার মতামত জানান -