এখন পড়ছেন
হোম > জাতীয় > জানুয়ারিতেই মন্ত্রিসভার সম্প্রসারণে বাংলা থেকে আরও মন্ত্রী? তালিকায় কাদের নাম? জল্পনা চরমে

জানুয়ারিতেই মন্ত্রিসভার সম্প্রসারণে বাংলা থেকে আরও মন্ত্রী? তালিকায় কাদের নাম? জল্পনা চরমে


 

বাংলাকে কি এবার বেশি গুরুত্ব দিতে চলেছে ভারতীয় জনতা পার্টি! কেন্দ্রীয় মন্ত্রিসভার সম্প্রসারণ নিয়ে এই সমস্ত সংশয়, জল্পনাই উসকে উঠতে শুরু করেছে। বস্তুত, গত লোকসভা নির্বাচনে বাংলায় ব্যাপক প্রচার করে বিজেপির পক্ষে হাওয়া তুলতে সক্ষম হয়েছিলেন নরেন্দ্র মোদী।

বাংলার 42 টি আসনের মধ্যে 18 টি আসন দখল করে তৃণমূল কংগ্রেসকে কার্যত চ্যালেন জানিয়েছিল ভারতীয় জনতা পার্টি। আর বাংলা থেকে এই বিপুল সংখ্যক আসন বিজেপি দখল করার পরেই ভোটদাতারা আশাবাদী ছিলেন যে, কেন্দ্রীয় মন্ত্রিসভায় হয়ত বা বাংলার প্রতিনিধিদের বহর বাড়বে। কিন্তু না, বাবুল সুপ্রিয়কে পুনরায় মন্ত্রী করে একমাত্র রায়গঞ্জের সাংসদ দেবশ্রী চৌধুরী কেন্দ্রীয় মন্ত্রিসভায় ঠাঁই দিয়েছিলেন নরেন্দ্র মোদী।

18 জন সাংসদ বাংলা থেকে পেয়ে কেন দুইজনকে কেন্দ্রীয় মন্ত্রী করা হল! তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছিল অনেকেই। সদ্য সমাপ্ত হয়েছে রাজ্যের তিন বিধানসভা উপনির্বাচন। যেখানে ভারতীয় জনতা পার্টি ধুলিস্যাৎ হয়ে গেছে তৃণমূলের কাছে। তাই এই পরিস্থিতিতে এনআরসি বিজেপিকে ব্যাকফুটে ফেলে না দেয়, তার জন্য যেমন গেরুয়া শিবির প্রচার করছে, ঠিক তেমনই কেন্দ্রীয় মন্ত্রিসভায় বাংলা থেকে প্রতিনিধিদের আরও বেশি করে নেওয়ার চেষ্টা করছেন প্রধানমন্ত্রী বলে খবর। আর এই খবরের সম্ভাবনা আরও উসকে উঠতে শুরু করেছে, যখন রাজ্যে আগমনের খবর পাওয়া গেল অমিত শাহর ঘনিষ্ঠ সর্বভারতীয় বিজেপি সাধারণ সম্পাদক ভূপেন্দ্র যাদবের।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সূত্রের খবর, আগামী 17 ডিসেম্বর রাজ্যে আসছেন ভূপেন্দ্র যাদব। আর পশ্চিমবঙ্গে পা রেখেই তিনি রাজ্য বিজেপির একাধিক নেতৃত্ব এবং রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের নেতৃত্বদের সঙ্গে বৈঠক করবেন। আর এই বৈঠকের মধ্য দিয়েই আগামী বেশ কিছুদিনের মধ্যেই কেন্দ্রীয় মন্ত্রিসভায় যে সম্প্রসারণ হতে চলেছে, তাতে বাংলা থেকে কাকে মন্ত্রী করা যায় তার ব্যাপারে জানতে চাওয়া হবে বলে খবর। কিন্তু বাবুল সুপ্রিয় এবং দেবশ্রী চৌধুরীর পর কার ভাগ্যে শিকে ছিঁড়তে চলেছে!

কেন্দ্রীয় মন্ত্রিসভায় বাংলা থেকে কোন বিজেপি সাংসদ ঠাঁই পাবেন! বিশেষ সূত্র মারফত খবর, উত্তরবঙ্গ থেকে কোনো একজন বিজেপি সাংসদকে কেন্দ্রীয় মন্ত্রিসভায় জায়গা দিতে পারেন নরেন্দ্র মোদি। এছাড়াও জঙ্গলমহলের অঞ্চল থেকে কোনো এক বিজেপি সাংসদকেও কেন্দ্রীয় মন্ত্রিসভায় জায়গা দেওয়া হতে পারে। কিন্তু হঠাৎ কেন্দ্রীয় মন্ত্রিসভায় সম্প্রসারণে বাংলার প্রতি বিজেপি নেতৃত্বের এই নজর কি অন্য রাজনৈতিক সমীকরণের ইঙ্গিত দিচ্ছে!

বিশেষজ্ঞরা বলছেন, সদ্যসমাপ্ত রাজ্যের বিধানসভা উপনির্বাচনে বিজেপির পরাজয়ের পেছনে এনআরসি ফ্যাক্টর রয়েছে। ফলে এনআরসি ইস্যু যাতে বাংলায় বিজেপিকে আর বিপাকে না ফেলে, তার জন্যই বাঙালির ভাবাবেগকে নিজেদের বাগে আনতে বাংলা থেকে আরও বিজেপি সাংসদদের কেন্দ্রীয় মন্ত্রিসভায় ঠাঁই দিতে চাইছে বিজেপি নেতৃত্ব। এখন ভূপেন্দ্র যাদব রাজ্যে এসে এই ব্যাপারে ঠিক কি পরামর্শ নেন রাজ্য নেতৃত্তের কাছে এবং তা কতটা বাস্তব হয়! সেদিকেই নজর থাকবে ওয়াকিবহাল মহলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!