এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > জানুয়ারি মাসেই কি বিজেপিতে রাজীব? বাড়ছে জল্পনা

জানুয়ারি মাসেই কি বিজেপিতে রাজীব? বাড়ছে জল্পনা


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগদান করার পরেই তৃণমূলের অন্দরমহলে তৈরি হয়েছে আশঙ্কার আবহাওয়া। শুভেন্দুবাবুকে নিয়ে যখন জল্পনা তৈরি হয়েছিল এবং তার সম্পর্কে “দাদার অনুগামী” লিখে যখন নানা জায়গায় ফ্লেক্স পড়তে শুরু করেছিল, ঠিক তখনই রাজীব বন্দ্যোপাধ্যায়কে নিয়ে জল্পনা ক্রমশ বাড়তে শুরু করে। যেখানে দেখা যায়, শুভেন্দু অধিকারীর মত রাজীববাবুর অনুগামীরা তার ছবি এবং টাঙিয়ে “আমরা দাদার অনুগামী” বলে দাবি করতে শুরু করেন।

স্বাভাবিকভাবেই শুভেন্দু অধিকারী যদি দলত্যাগ করেন, তাহলে রাজীববাবুও কি সেই পথে হাঁটবেন, তা নিয়ে তৈরি হয় প্রশ্ন। তবে শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগদান করার পরে এখনও পর্যন্ত রাজীব বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসে রয়েছেন। তিনি রাজ্যের হেভিওয়েট মন্ত্রী। সাম্প্রতিক সময়ে তার মান ভাঙানোর জন্য তৃণমূলের পক্ষ থেকে শীর্ষ নেতৃত্ব তার সঙ্গে বৈঠকে বসেছিল। আশা করা হয়েছিল, এবার হয়ত ধীরে ধীরে বরফ গলতে শুরু করবে। কিন্তু তেমন কিছুই যে হয়নি, তা রবিবার ফের প্রকাশ্যে চলে এল। যেখানে কর্মীদের বঞ্চনার কথা তুলে ধরে নেতৃত্বের একাংশের বিরুদ্ধে সরব হলেন রাজ্যের হেভিওয়েট মন্ত্রী।

আর এই পরিস্থিতিতে বিজেপির একাংশের পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে, চলতি মাসেই রাজ্যে আসবেন বিজেপির সর্বভারতীয় চাণক্য তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আর তখন আবারও অতীতের মেদিনীপুরের সভার মত তৃণমূল কংগ্রেসের কোনো এক বড় নেতা গেরুয়া শিবিরে যোগদান করবেন। আর এই পরিস্থিতিতে রাজীব বন্দ্যোপাধ্যায় দলের একাংশের বিরুদ্ধে এই ধরনের মন্তব্যের পর তিনিও কি বিজেপির পথে! এখন এই গুঞ্জন বাড়তে শুরু করেছে রাজ্য রাজনীতিতে।

পর্যবেক্ষকদের একাংশ বলছেন, অতীতে শুভেন্দু অধিকারী দলত্যাগ করার আগে দলের বিরুদ্ধে একাধিক বিস্ফোরক মন্তব্য করতে শুরু করেছিলেন। তার সেইসব ইঙ্গিতপূর্ণ মন্তব্য রাজীব বন্দ্যোপাধ্যায়ের বর্তমান মন্তব্যের সাথে অনেকটাই মিল রয়েছে বলে দাবি করছেন একাংশ। তাই এর কিছুদিন পরেই যখন বিজেপি তৃণমূলের ঘর ভাঙ্গবে গেরুয়া শিবিরের একাংশের পক্ষ থেকে দাবি করা হচ্ছে, ঠিক সেইসময় রাজীব বন্দ্যোপাধ্যায়ের দলের কর্মীদের স্বপক্ষে আওয়াজ তুলে নেতৃত্বের বিরুদ্ধে এই ধরনের বিস্ফোরক মন্তব্য আলোড়ন ফেলে দিয়েছে রাজ্য রাজনীতিতে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

প্রসঙ্গত উল্লেখ্য, রবিবার একটি সভা থেকে রাজীব বন্দ্যোপাধ্যায় কর্মীদের ব্যথা যন্ত্রণার কথা তুলে ধরেন। যেখানে নেতারা কর্মীদের ব্যবহার করে পরবর্তীতে আর চেনেন না বলে বিস্ফোরক অভিযোগ করেন তিনি। আর তৃণমূলের একজন মন্ত্রী হয়ে দলের শীর্ষ স্তরের নেতা নেত্রীদের উদ্দেশ্যে তিনি যে এই মন্তব্য করেছেন, তা বুঝতে বাকি নেই কারোরই। তাই এই পরিস্থিতিতে যখন রাজীব বন্দ্যোপাধ্যায়কে নিয়ে জল্পনা চলছে, তখন তার এই মন্তব্যের পর তিনি যে এবার দলের সঙ্গে দূরত্বকে আরও বাড়িয়ে দিলেন, সেই ব্যাপারে নিশ্চিত বিশ্লেষকরা।

ইতিমধ্যেই শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেস ত্যাগ করার পর তৃণমূলের ভাঙ্গন ব্যাপক পরিমাণে ঘটতে শুরু করেছে। বিভিন্ন জেলায় তৃণমূলের নেতাকর্মীরা প্রতিনিয়ত যোগ দিচ্ছেন ভারতীয় জনতা পার্টি। আর সেদিক থেকে রাজীব বন্দ্যোপাধ্যায়ের মত স্বচ্ছ মুখ যদি তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেন, তাহলে কলকাতা বা হাওড়া সংলগ্ন জেলাগুলোতে এর ব্যাপক প্রভাব পড়বে বলেই দাবি বিশেষজ্ঞদের। কেননা শুভেন্দু অধিকারী দলত্যাগ করার পর তার বিরুদ্ধে নানা দুর্নীতির অভিযোগ তুলতে শুরু করেছে তৃণমূল কংগ্রেস।

কিন্তু রাজীব বন্দ্যোপাধ্যায়ের মত স্বচ্ছ এবং গ্রহণযোগ্য মুখ দলত্যাগ করলে তার বিরুদ্ধে সেভাবে কোনো দুর্নীতির অভিযোগ তুলতে পারবে না তৃণমূল কংগ্রেস। সেদিক থেকে রাজীব বন্দ্যোপাধ্যায়কে ধরে রাখতে ইতিমধ্যেই একগুচ্ছ পদক্ষেপ নিয়েছে তৃণমূল শীর্ষ নেতৃত্ব। কিন্তু তারপরেও যেভাবে রাজীব বন্দ্যোপাধ্যায় বেসুরো মন্তব্য করলেন, তা তার বিজেপি যোগের দিকেই জল্পনাকে বাড়িয়ে দিল বলেই মত বিশ্লেষকদের। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!