এখন পড়ছেন
হোম > জাতীয় > যাঁর দল তাঁকেই পোস্টার থেকে মুছে দিচ্ছেন ‘ভবিষ্যতের মুখ’! বিরোধী শিবিরকে তীব্র কটাক্ষ বিজেপির

যাঁর দল তাঁকেই পোস্টার থেকে মুছে দিচ্ছেন ‘ভবিষ্যতের মুখ’! বিরোধী শিবিরকে তীব্র কটাক্ষ বিজেপির


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – সম্প্রতি বিহারের রাজনীতিতে লালু প্রসাদ যাদবের পুত্র তেজস্বী যাদব নিজেকে সফলতার শীর্ষে নিয়ে যেতে বিভিন্ন ভাবে প্রয়াস করছেন। রাজনীতি নিজেকে উচ্চস্থানে নিয়ে যেতে পরিবারের সঙ্গেই তিনি প্রায় খন্ড যুদ্ধে নেমেছেন। পিতা লালু প্রসাদ যাদবকে সরিয়ে দিয়ে আরজেডি দলের একমাত্র ক্ষমতা নিজের হস্তগত করে নিজেকে একনায়ক হিসেবে গড়ে তুলতে তিনি বিশেষভাবে প্রচেষ্ট।

নিজের উচ্চাকাঙ্খা চরিতার্থ করতেই পিতা লালু প্রসাদ যাদবকে তিনি কোণঠাসা করতে চাইছেন, তাঁর হাত থেকে তিনি পালতে চাইছেন।তাঁর এই কীর্তিকে কেন্দ্র করে সরগরম বিহারের রাজনীতি। বিভিন্ন রকম জল্পনা, গুঞ্জন শোনা যাচ্ছে বিহারের রাজনীতিতে। পিতাকে কোণঠাসা করে তাঁর স্থান দখল করার করার প্রয়াসে বারবার সংবাদপত্রের শিরোনামে উঠে এসেছেন তেজস্বী যাদব।

সম্প্রতি আরজেডি পার্টির হোর্ডিং থেকে পিতা লালু প্রসাদের ছবি তিনি অপসারিত করে বিহারের রাজধানী পাটনার বিভিন্ন স্থানের ছবি বসিয়েছেন। আরজেডি পার্টির নতুন পোস্টারে লালু প্রসাদ যাদবের ছবি না থাকায় তা নিয়ে বিভিন্ন রকম জল্পনা, জটিলতা শুরু হয়েছে বিহারের রাজনীতিতে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এ প্রসঙ্গে বিহারের রাজ্য বিজেপি সভাপতি ডাঃ সঞ্জয় জয়সওয়াল গত রবিবার সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছেন। যেখানে তিনি লিখেছেন যে, তেজস্বী যাদবকে দেখে তাঁর মোগল সম্রাট ঔরঙ্গজেবের কথা বারবার মনে পড়ে যাচ্ছে। উভয়ের তুলনা করে তিনি বলেছেন যে, সম্রাট ঔরঙ্গজেব যেমন কাউকে বিশ্বাস করতেন না, তেজস্বীও তেমনি কাউকে মানছেন না। এ প্রসঙ্গে জানিয়েছেন যে, স্ব রঘুবংশ বাবুর সাথে তিনি কি করেছিলেন? সেকথা এখনো কেউ ভোলে নি। কিন্তু পার্টির হোর্ডিং থেকে নিজের পিতাকে অপসারিত করে পিতা লালুপ্রসাদের সঙ্গে তিনি কি করতে চাইছেন? তা তাঁর বোধগম্য হচ্ছে না

এ প্রসঙ্গে বিহার রাজ্য বিজেপির সভাপতি ডাঃ সঞ্জয় জয়সওয়াল আরো জানালেন যে, ” নতুন হোর্ডিং দেখে সেখানে আর কারো ছবি আছে বলে তো মনে হচ্ছে না। তেজস্বী যাদবের মুখই শুধু দেখা যাচ্ছে এবং তাঁর ছবিই বড় করে দেওয়া রয়েছে। সেইসঙ্গে রয়েছে নতুন শ্লোগানও। ‘নয়া সোচ, নয়া বিহার, যুব সরকার আবকি বার’।”

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!