এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > “যাঁরা সভায় এসেছেন, তাঁরা সবাই ভোট দিলেই বিজেপি ভো কাট্টা। -ভোটের প্রচারে আত্মবিশ্বাসী অভিষেক

“যাঁরা সভায় এসেছেন, তাঁরা সবাই ভোট দিলেই বিজেপি ভো কাট্টা। -ভোটের প্রচারে আত্মবিশ্বাসী অভিষেক


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট – আগামী ৩০ সে অক্টোবর রাজ্যের একাধিক কেন্দ্রে রয়েছে উপনির্বাচন। যার মধ্যে অন্যতম হলো দিনহাটা কেন্দ্রটি। দিনহাটা থেকে বিধানসভা নির্বাচনে জয়ী হয়েছিলেন বিজেপি প্রার্থী নিশীথ প্রামানিক। যদিও বিধায়ক পদ থেকে ইস্তফা দেন তিনি। এ কারণেই এখানে আবার নির্বাচন হতে চলেছে। আজ দিনহাটায় নির্বাচনের প্রচার এসেই বিজেপিকে প্রবল হুঁশিয়ারি দিলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। জনগণের উদ্দেশ্যে তিনি জানালেন, যারা আজ সভায় এসেছে, তারা সবাই ভোট দিলেই বিজেপি ভোকাট্টা হয়ে যাবে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এরপর বিজেপিকে কটাক্ষ করে তিনি জানালেন, কোচবিহারে একের পর এক প্রতিশ্রুতি দিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কিন্তু একটি প্রতিশ্রুতিও পালন করেননি তিনি। আর দিনহাটা থেকে মন্ত্রী হবার লালসায় ইস্তফা দিয়েছিলেন বিজেপি প্রার্থী। তৃণমূল ভোটে হেরে গেলেও মানুষের পাশে থাকে। যে কেন্দ্রে বিজেপি জয় লাভ করে, সেখানে তাদের খুঁজে পাওয়া যায় না। দুঃখে, বিপদে তৃণমূলকেই মানুষেরা পাশে পায়। বিজেপি নেতাদের টিকিও খুজে পাওয়া যাচ্ছেনা।

অভিষেক বন্দ্যোপাধ্যায় আরও জানান, এই ভোট শুধু কোচবিহারের ভোট নয়, মনে করতে এই কেন্দ্রেরও প্রার্থী হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কোচবিহার থেকে বিজেপিকে উৎখাত করার হুঁশিয়ারি দিলেন তিনি। অভিষেক বন্দ্যোপাধ্যায় জানালেন, মমতা বন্দ্যোপাধ্যায় সৈনিকেরা যদি না জিততে পারেন, তবে ভারত বর্ষ থাকবে না। তিনি জানালেন, করোনার মত বিজেপিও একটি ভাইরাস। করোনার ভ্যাকসিন হলো কোভিশিল্ড ও কোভ্যাকসিন। আর বিজেপির ভ্যাকসিন মমতা বন্দ্যোপাধ্যায়। ৩০ তারিখে প্রথম ডোজ ও ২০২৪ এ দ্বিতীয় ডোজ দিতে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!