এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > জার্সি বদল করার পরেই ঘরে ফিরছেন মুকুল, বড় পদক্ষেপের সম্ভাবনা চাণক্যের!

জার্সি বদল করার পরেই ঘরে ফিরছেন মুকুল, বড় পদক্ষেপের সম্ভাবনা চাণক্যের!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  2021 এর বিধানসভা নির্বাচনে বিজেপির পক্ষ থেকে তাকে কৃষ্ণনগর উত্তর বিধানসভা কেন্দ্রের প্রার্থী করা হয়েছিল। শেষ পর্যন্ত তৃণমূলের তারকা প্রার্থী বিশিষ্ট অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায়কে পরাজিত করে জয়লাভ করেছেন বঙ্গ রাজনীতির চাণক্য বলে পরিচিত মুকুল রায়। তবে তাকে যুক্ত করে বিজেপি মোট 77 টি আসন দখল করলেও, মূল টার্গেট পূরণ করতে পারেনি ভারতীয় জনতা পার্টি। রাজ্যের ক্ষমতা দখল করতে সমর্থ হয়নি তারা। বিরোধী দলের জায়গা দখল করতে হয়েছে গেরুয়া শিবিরকে। তবে বিধায়ক হওয়ার পর থেকেই ক্রমাগত দলের সঙ্গে দূরত্ব তৈরি হয়েছিল মুকুল রায়ের।

আর শেষ পর্যন্ত নিজের পুরনো ঘর তৃণমূল কংগ্রেসে ফিরে গিয়েছেন তিনি। আর তারপর থেকেই তাকে নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। দলত্যাগ বিরোধী আইন কার্যকর করে দলবদল করা মুকুল রায়ের বিধায়ক পদ খারিজ করতে রীতিমত উঠেপড়ে লেগেছেন বিজেপির বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর এই পরিস্থিতিতে কৃষ্ণনগর উত্তর বিধানসভা কেন্দ্র থেকে বিজেপির টিকিটে জয়লাভ করে বর্তমানে তৃণমূলে যোগ দেওয়া মুকুল রায় পা রাখতে চলেছেন নিজের বিধানসভায়। যার ফলে ব্যাপক জল্পনা তৈরি হয়েছে রাজ্য রাজনীতিতে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সূত্রের খবর, আজ রবিবার যে বিধানসভা কেন্দ্র থেকে জিতেছেন মুকুল রায়, সেই কৃষ্ণনগর উত্তর বিধানসভা কেন্দ্রে পা রাখতে চলেছেন তিনি। মূলত বিজেপির টিকিটে জয়লাভ করে তৃণমূলে যোগ দেওয়ার পর এই প্রথম কৃষ্ণনগর উত্তর বিধানসভায় যাচ্ছেন তিনি। সেদিক থেকে তাকে নিয়ে কিছুটা হলেও চাপে রয়েছে ভারতীয় জনতা পার্টি। কেননা বরাবরই মুকুল রায় বঙ্গ রাজনীতিতে দল ভাঙার অন্যতম কারিগর বলে মনে করা হয়। তাই তিনি কৃষ্ণনগর উত্তর বিধানসভায় গিয়ে বিজেপির ঘর ভাঙতে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে গেরুয়া শিবিরের মধ্যে।

তবে একাংশ অবশ্য বলছেন, বিধায়ক হিসেবে নিজের পারফরম্যান্স দেখাতে মুকুল রায় কৃষ্ণনগর উত্তর বিধানসভা কেন্দ্রে পা রাখছেন। কেননা বর্তমানে তাকে নিয়ে বিজেপির পক্ষ থেকে নানা প্রশ্ন তোলা হচ্ছে‌‌। তিনি তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ার পর পিএসি কমিটির চেয়ারম্যান হতে পারেন বলেও গুঞ্জন তৈরি হয়েছে। তবে তার বিধায়ক পদ খারিজ করতে উদ্যোগ গ্রহণ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাই এই পরিস্থিতিতে সেই সমস্ত কিছুকে পাত্তা না দিয়ে নিজের কর্তব্যে অবিচল থাকার জন্য যে বিধানসভা কেন্দ্র থেকে তিনি জয়লাভ করেছেন, সেই কৃষ্ণনগর উত্তর বিধানসভায় গিয়ে মানুষের পাশে দাঁড়ানোর কৌশল গ্রহণ করলেন মুকুল রায়।

তবে ঘর বদল করার পর কৃষ্ণনগর উত্তরে মুকুল রায়ের পদার্পণ রাজনৈতিক দিক থেকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। সব মিলিয়ে পদ্ম থেকে ঘাসফুলে যোগ দেওয়ার পর ছুটির রবিবারে মুকুল রায়ের কৃষ্ণনগর উত্তর সফর থেকে কি উঠে আসে, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!